বাইক চালাতে পারলে ২৫০০০ এ কাজ দিচ্ছে আকিজ

আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেড
AKIJ GROUP
(আকিজ গ্রুপের একটি প্রতিষ্ঠান)
প্রধান কার্যালয়: ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭
নিয়োগ
বিজ্ঞপ্তি
ক্রয় কর্মকর্তা-লীফ (ফ্যাক্টরী): কৃষিবিজ্ঞানে স্নাতকোত্তর পাস। মোটরসাইকেল ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। মাসিক বেতন: ২৫,০০০ টাকা।
হিসাবরক্ষণ কর্মকর্তা (ফ্যাক্টরী): হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর পাস। যে কোন আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন: ২০,০০০ টাকা।
উৎপাদন কর্মকতা (ফ্যাক্টরী): যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। উৎপাদন কার্যক্রম ও শ্রমিক পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে। মাসিক বেতন: ২০,০০০ টাকা।
স্টোর অফিসার (ফ্যাক্টরী): বাণিজ্যে স্নাতকোত্তর পাস। হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। মাসিক বেতন: শিক্ষানবিশকালে ১৮,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ২০,০০০ টাকা।
সহকারী স্টোর অফিসার (ফ্যাক্টরী): বাণিজ্যে স্নাতক পাস। হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। মাসিক বেতন: শিক্ষানবিশকালে ১৫,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে ১৭,০০০ টাকা।
শেড সুপারভাইজার (ফ্যাক্টরী): ন্যূনতম এইচএসসি পাস। মাসিক বেতন: ১৫,০০০ টাকা। উচ্চতা: ৫ ফিট ৬ ইঞ্চি।
ইলেকট্রিশিয়ান (ফ্যাক্টরী): ভোকেশনাল স্কুল এন্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/পাওয়ার বিষয়ে এসএসসি/এইচএসসি পাস। এ বি সি লাইসেন্সধারী ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন: শিক্ষানবিশকালে ১২,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে।
শিক্ষানবিশ অপারেটর (ফ্যাক্টরী): যেকোনো সরকারি ভোকেশনাল স্কুল এন্ড কলেজ থেকে
ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ মেকানিক্যাল/ পাওয়ার বিষয়ে এসএসসি/এইচএসসি পাস। মাসিক বেতন: শিক্ষানবিশকালে ১২,০০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে বেতন বৃদ্ধি করা হবে।
প্রভিডেন্ট ফান্ড
অন্যান্য সুবিধা:
গ্র্যাচুয়িটি
উৎসব ভাতা
চিকিৎসা সেবা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএস-এর মাধ্যমে পরে জানানো হবে।
অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
আগ্রহী প্রার্থীগণ ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে আবেদন করতে ভিজিট করুন
www.akijbiri.com/career
/careerakijgroup

Apply Link >>  মেট্রোরেল ট্রেন অপারেশনে কর্মী নিচ্ছে

1 thought on “বাইক চালাতে পারলে ২৫০০০ এ কাজ দিচ্ছে আকিজ”

Leave a Reply to MD shawon Cancel reply