যমুনা ফিউচার পার্কে ৭ টি দোকানে বিশেষভাবে সিভি নিয়ে গিয়েই আপনি জয়েনিং এর প্রকৃয়া শুরু করতে পারেন। আপনার কি অনার্স করা আছে অথবা অনার্সের ফোর্থ ইয়ারে পড়ছেন, তাহলে এই প্রকৃয়ার মাধ্যেমে ইজিলি ৭ থেকে ২১ দিনের মধ্যেই জয়েনিং নিয়ে কাজ শুরু করে দিতে পারেন।
তবে যেহেতু এটা দোকানের কাজ এবং সেলসম্যান অথবা সেলসগার্ল হিসেবে কাজ করতে হবে, সেহেতু এই কাজের প্রাথমিক বেতন আপনাকে সন্তুষ্ট করতে পারবে কিনা সন্দেহ আছে।
বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া, দোকানের সেলসে কাজের জন্য 😱 সেলারি দেয়া হয়না।
জয়েনিং প্রকৃয়ার শুরু বলতে আপনি ওখানে গিয়ে সিভিটা জমা দিয়ে আসতে পারবেন এবং তারা আপনাকে ডেকে নিয়ে ইন্টার্ভিউয়ের ব্যাবস্থা করবেন।
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, অনার্স ফোর্থ ইয়ারের সকলেই এই চাকরি পেয়ে যায় ২১ দিনের মধ্যেই। তবে কারো ক্ষেত্রে ১ থেকে ৩ মাস লাগতে পারে। কারন পুরাতন অনেকেই ষ্টুডেন্ট হিসেবে জয়েনিং নিয়ে কিছুদিন কাজের পর কাজ ছেড়ে দিয়ে চলে যায় এবং সেই শুন্য পদেই আপনাকে ডেকে নিয়ে জয়েনিং দেয়া হয়ে থাকে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। ৩৮ বছরের এই পথ চলায় ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরি এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থালি পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সংস্থাটি ৩০ এর অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ৭০০ এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপন পূর্বক কার্যক্রম পরিচালনা করে আসছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কার প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা। বিস্তারিত জানতে ভিজিট করুন www.padakhep.org এই ঠিকানায়।
সংস্থার প্রধান কার্যালয়ে মানব সম্পদ ও প্রশাসন বিভাগের আওতায় “ম্যানেজার” পদে কর্মী নিয়োগের লক্ষ্যে দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান বা এনজিও তে আইন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।
পদের নাম
:
ম্যানেজার
পদের সংখ্যা
:
৪টি
কর্মস্থল/কর্মএলাকা
:
প্রধান কার্যালয়, ঢাকা
চাকুরির ধরন
:
শিক্ষানবিশকাল ৬ মাস। পরবর্তীতে মূল্যায়নের ভিত্তিতে চাকুরি নিয়মিত করা হবে।
“ম্যানেজার” পদের দায়িত্বসমূহ:
সংস্থার ফিল্ড পর্যায়ে বকেয়া আদায় মনিটরিং করা।
বকেয়া গ্রাহকের নিকট হতে সংস্থার প্রাপ্য অর্থ আদায়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণকল্পে ব্রাঞ্চ নোটিশ ও আইনগত নোটিশ প্রেরণ বিষয়ে মনিটরিং ও নির্দেশনা প্রদান করা।
বকেয়া আদায় ও মনিটরিং এবং মামলার কার্যক্রম পর্যালোচনার জন্য ফিল্ড ভ্রমণ করা।
যেকোনো প্রকল্পের কাজ শুরু করার আগে মাস্টার প্ল্যান প্রস্তুতকরণ এবং উক্ত মাস্টার প্ল্যান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কার্যসম্পাদন করা।
বকেয়া আদায় বিষয়ে মাসিক রিপোর্ট তৈরি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।
বকেয়া আদায় ও মামলার বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত অন্যান্য দায়িত্ব পালন করা।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো বিশেষ দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
ন্যূনতম এল.এল.বি। কোন স্বনামধন্য প্রতিষ্ঠান বা এনজিও তে লিগ্যাল সেল এ রিকভারী কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অন্যান্য যোগ্যতা:
কম্পিউটারে বাংলা ও ইংরেজি লিখনে এবং এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং এ দক্ষ হতে হবে।
আন্তব্যক্তিক যোগাযোগ, সৃজনশীল চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনে দেশের যে কোনো স্থানে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
শারীরিকভাবে সুস্থ, কর্মঠ, সৎ, বিচক্ষণ ও দায়িত্বশীল হতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা:
মাসিক সর্বমোট বেতন ৩২,০০০/- টাকা।
সফলভাবে শিক্ষানবিশকাল (৬ মাস) সমাপ্তি শেষে বর্ধিত বেতনে চাকুরি নিয়মিত করা সহ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, ইন্সুরেন্স সুবিধা, বছরে দু’টি উৎসব ভাতা, নববর্ষ / বৈশাখী ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রভৃতি প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী:
অনলাইন আবেদনের নিয়ম: উপরোল্লিখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র, সিভি (CV), রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জম্মসনদ, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র/ছাড়পত্র এসবের স্ক্যানকপি সংযুক্ত করে ই-মেইল করুন career@padakhep.org এই ঠিকানায়।
সরাসরি প্রধান কার্যালয়ে বা ডাকযোগে আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের A-4 সাইজের সাদা কাগজে লিখিত আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (আপনাকে চিনবেন এমন দুই জন বিশিষ্ট ব্যক্তির ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ পূর্বক), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি স্পষ্ট রঙিন ছবি (ল্যাব প্রিন্ট), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ/ছাড়পত্র, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত সহ আগামী ৩০/০১/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে “নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, এস টাওয়ার, ২৮/১, পশ্চিম তেজতুরি বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫” এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।
খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচি দরখাস্তে (সিভিতে) প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে।
একটি সুপ্রতিষ্ঠিত শিল্প কারখানার হেড অফিসে নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক উদ্যমী পরিশ্রমি শিক্ষানবীশ এবং অভিজ্ঞ কর্মকর্তা/কর্মচারী নিয়োগ করা হবে।
১ ।
এইচ আর অফিসার- ২জন মাসিক বেতন সর্বসাকুল্যে ৩০,০০০.০০ টাকা প্রবেশন পিরিয়ড: ৬ (ছয়) মাস
ক) ন্যূনতম স্নাতক ডিগ্রী
খ) কোন প্রতিষ্ঠিত শিল্প কারখানায়/অফিসে এইচ আর অফিসার হিসেবে কমপক্ষে ৫ বৎসরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ।
২।
শিক্ষানবীশ অফিসার- ২জন মাসিক বেতন সর্বসাকুল্যে ২০,০০০.০০ টাকা প্রবেশন পিরিয়ড: ৬ (ছয়) মাস
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ/এমবিএ অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ।
খ) অভিজ্ঞতার প্রয়োজন নাই ।
৩।
অফিস সহকারী (পিয়ন)- ২জন মাসিক বেতন সর্বসাকুল্যে ১৩,০০০.০০ টাকা প্রবেশন পিরিয়ড : ৬ (ছয়) মাস
The candidate must be a strong personality and patient enough to control the Kindergarten Students of 3-5 years old.
The candidate must have computer literacy. She shall be good in MS Word, shall know the basics of MS Excel and be able to create and deliver MS PowerPoint presentations
The candidate must be able to use the Internet and e-mail services
The applicant shall be very punctual in attending Office Hours and responsive to phone calls from the Authority
Responsibilities & Context
This is a part-time job for female candidates only. The candidate will be hired on a probationary basis for 6 months. After that, the candidate may be or (not be) permanent based on performance. Your interview will be in English, so you are only recommended to apply if you are fluent in spoken English.
The applicant should be well-groomed, fashionable, and should have a pleasant personality (not of shy or timid nature). Those who cannot entertain children are not encouraged to apply.
The candidate must be fluent in spoken English (with very good pronunciation), talkative, friendly, lively and must have a loud voice.
The candidate should have good knowledge about the Kindergarten School Curriculum (candidates experienced in Kindergarten School mentoring shall have an added advantage)
The candidate should be able to recite Rhymes (in both English & Bengali) with proper body language, teach basic Phonics, tell stories to Preschoolers.
The candidate should have the ability to communicate with parents politely, diplomatically, intelligently and if necessary, argumentatively (in both English & Bengali)
The candidate should have the basic drawing skills which can be taught to Preschoolers
The candidate must be able to handle irrelevant questions and unnecessary complaints from guardians (training shall be provided)
The candidate should be very aware and sensible about her duties, tasks and overall responsibilities
NIGHT SHIFT for male employees is in WFO - Work From Office mode and female employees is in WFH - Work From Home mode after confirmation OR as and when requested by the team.
Probation Period - 03 Months (Fixed)
Must be a team player.
Attention to detail is a must.
Must be able to come to the Office.
Proficient in Microsoft Office skills, specifically Excel.
Good command of written and verbal communication (ENGLISH).
Knowledge of standard online marketing and advertising is a plus.
Critical thinking and common sense are essential to success in this role.
ABILITY TO WORK FROM 02:00 PM till 11:00 PM and 10:00 PM till 07:00 AM.
Responsibilities & Context
SEBPO is looking for experienced or fresh graduates who want to build their careers in the Digital Advertising Industry by working in our Digital Advertising Team. This role works cross-functionally to ensure digital campaigns are set up correctly in production systems, delivery objectives are met, and clients and partners are appropriately billed.
Trafficking and QA display and video campaigns/creatives across desktop, mobile, and tablet.
Troubleshooting Ad Delivery and creative issues.
Pulling and analyzing reports from various third-party platforms/Ad servers to monitor campaign delivery.
Performing accounts with cross-functional partners/clients.
Managing the work time and prioritizing tasks according to the client’s needs.
Skills & Expertise
Computer Proficiency
English Language proficiency
Knowledge of excel
Compensation & Other Benefits
Weekly 2 holidays, Over time allowance
Lunch Facilities: Partially Subsidize
Salary Review: Yearly
Festival Bonus: 2
Earned leave Scope for holiday duty, and night shift allowance.
Life Insurance, Medical Insurance, and Discounts on Diagnostics.
Employment Status
Full Time
Job Location
Dhaka (Kawran Bazar, Mohakhali)
Job Highlights
SEBPO is a leading global outsourcing partner to many global companies, specializing in Ad Operations, Data Solutions, Creative & Software services. It's one of the 5000 Fastest-Growing Pvt. Companies in USA & Top Global Outsourcing Company by IAOP.
Read Before Apply
NIGHT SHIFT availability is mandatory for all employees, regardless of gender.
Candidates applying must have completed their undergraduate degree, honors, or bachelor's program.
Company Information
SEBPO
Address:
SEBPO, Level 7, Monem Business District, 111, Bir Uttam C.R. Dutta Road, Karwan Bazar, Dhaka-1205.
Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.