আপনার কি চাকরি খুব বেশি জরুরী? তাহলে এটাতে জয়েনিং নিয়ে বেতন নিন দ্রুত
Loading...
Saturday, December 28, 2024
আবার জার্মানী যাবার স্বর্নযুগের সূচনা
উত্তরার রাজলক্ষীতে পার্ট টাইম Apply
উত্তরার রাজলক্ষী এবং তার আশেপাশের প্রায় ৪০০ দোকানে পার্ট টাইম চাকরি করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগন সিভি নিয়ে দোকানে যোগাযোগ করতে পারেন অথবা এখানে ক্লিক করে আবেদন জমা করে রাখতে পারেন
Friday, December 27, 2024
আজহারির মাহফিলে এন্ট্রি করা মোবাইল সিমের সংখ্যা
আজহারির মাহফিলে প্রায় ২১ লাখ মোবাইল সিম কার্ড এন্ট্রি করেছে মোবাইল অপারেটর গ্রামিনফোন বাংলালিংক টেলিটক
ফ্রন্ট ডেস্কে অতিথি অভ্যর্থনার জন্য HSC পাস হলেই ১৯৭৮০ বেতনে কাজ নিতে পারেন
পদের নাম: রিসেপশনিস্ট
পদের সংখ্যা: ১টি
কর্মস্থল/কর্মএলাকা: কক্সবাজার পৌরসভা, কক্সবাজার
চাকুরির ধরন ও মেয়াদ: প্রকল্প/চুক্তভিত্তিক ও প্রকল্পের চলমান মেয়াদ জুন, ২০২৫ পর্যন্ত। যা সন্তোষজনক কার্য সম্পাদনের আলোকে দাতা সংস্থা হতে বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হতে পারে।
বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। ৩৮ বছরের এই পথ চলায় ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরি এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থালি পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সংস্থাটি ৩০ এর অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ৭০০ এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপন পূর্বক কার্যক্রম পরিচালনা করে আসছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কার প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর সহায়তায় কক্সবাজার পৌর-এলকায় অত্র সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “Urban Primary Health Care Services Delivery Project-II (UPHCSDP-II)” শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প মেয়াদকালের জন্যে “রিসেপশনিস্ট” পদে ১ জন কর্মী নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হচ্ছে।
রিসেপশনিস্ট পদের দায়িত্বসমূহঃ
রোগী ও তাদের পরিবারের সদস্যদের স্বাগত জানানো এবং তাদের প্রয়োজনীয় তথ্য প্রদান করা
নতুন রোগীদের নাম, ঠিকানা, বয়স ও রোগের ধরন ইত্যাদি তথ্য সংগ্রহ করা এবং নিবন্ধন করা।
ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের সঙ্গে রোগীর অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি ঠিক করা।
রোগী ও দর্শনার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
রোগীর রেজিস্ট্রেশন ফি, চিকিৎসা ফি ইত্যাদি গ্রহণ করা।
রশিদ প্রদান ও ফি সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ করা।
রোগীদের চিকিৎসার কাগজপত্র, প্রেসক্রিপশন ইত্যাদি সঠিকভাবে নথিভুক্ত করা।
হাসপাতালের ডেটাবেসে তথ্য আপডেট করা।
বিভিন্ন চিকিৎসা বিভাগ, ওয়ার্ড বা ল্যাবরেটরি সম্পর্কে রোগী ও দর্শনার্থীদের সঠিক নির্দেশনা প্রদান করা।
হাসপাতালের সেবা, সময়সূচি, ডাক্তারদের শিডিউল এবং অন্যান্য তথ্য প্রদান করা।
রোগীদের প্রতি মানবিক আচরণ করা এবং তাদের আতঙ্ক ও উদ্বেগ কমানোর জন্য সহযোগিতা করা।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো বিশেষ দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
অন্যান্য যোগ্যতাঃ
কম্পিউটারে MS Word, Excel, Power Point এর কাজ জানা থাকতে হবে।
আন্তব্যক্তিক যোগাযোগ, সৃজনশীল চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।
শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম, সাবলীল এবং উন্নত চারিত্রিক গুণাবলী সম্পন্ন হতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাঃ
মাসিক সর্বমোট বেতন ১৯,৭৮০/- টাকা।
এছাড়া বছরে দু’টি উৎসব ভাতা এবং প্রকল্পের বাজেট বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুবিধা সমূহ প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়সঃ
সর্বোচ্চ ৩০ বছর। যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদনের নিয়মাবলী ও শর্তাবলীঃ
অনলাইন আবেদনের নিয়মঃ
উপরোল্লিখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র, সিভি (CV), রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র/জম্ম সনদ, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র/ছাড়পত্র এসবের স্ক্যানকপি সংযুক্ত করে ই-মেইল করুন career@padakhep.org এই ঠিকানায়।
সরাসরি প্রধান কার্যালয়ে বা ডাকযোগে আবেদনের নিয়মঃ
আগ্রহী প্রার্থীদের A-4 সাইজের সাদা কাগজে লিখিত আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (আপনাকে চিনবেন এমন দুই জন বিশিষ্ট ব্যক্তির ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ পূর্বক), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি স্পষ্ট রঙিন ছবি (ল্যাব প্রিন্ট), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ/ছাড়পত্র, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত সহ আগামী ৩০/১২/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে “নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, এস টাওয়ার, ২৮/১, পশ্চিম তেজতুরি বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫” এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।
খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচি দরখাস্তে (সিভিতে) প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে।
নিয়োগের নিয়মাবলীঃ
যে কোনো আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযোজন/শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর আপনজন/ আত্মীয়দের মধ্যে থেকে দুইজন ব্যক্তিকে (সরকারি/ আধা সরকারি/ বেসরকারি চাকুরিজীবী) সংস্থার নির্ধারিত ফরমে গ্যারান্টার হতে হবে।
কোনো প্রার্থী কোনো ক্ষেত্রে ভুল তথ্য প্রদান অথবা সত্য গোপন করলে নিয়োগ পাবার পরও যে কোনো সময় তার নিয়োগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিটি www.padakhep.org এই ঠিকানাতেও পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়ঃ
৩০/১২/২০২৪ (সন্ধ্যা ৬:০০টা
রাত জাগার অভ্যাস থাকলে ২৮০০০ এ দরখাস্ত নিন
Ignite Tech Solutions
Telesales Executive (Night Shift)
1. নাইটে ব্যাংকে কাজ ৩৬০ টাকা পার নাইট - Apply Now
________________________________
2. বেশ ভাল নাইটে জয়েন করুন এই ১০ চাকরিতে
_______________________________
3. Daily নাইট কাজ ছুটি নেই সেন্টারে ২১০০০ বেতনে দরখাস্তে ফর্ম
_______________________________
4. গ্রামিনফোনে নাইট শিফটে কাজের জন্য জয়নিং দিচ্ছে
_______________________________
5. এই ৩ সরকারি নাইটের চাকরিতে যত দ্রুত সম্ভব এপ্লাই করে ফেলেন - কোন প্রকার পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে
নাইট শিফটে কাজ করতে চান যারা তারা দয়াকরে একটি ব্যাপারে সতর্ক থাকবেন। যেহেতু সারারাত জেগে কাজ করতে হবে সেহেতু হঠাত অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই, আগে থেকে রাত জাগার অভ্যাস না থাকলে এই কাজ নিয়েন না। অথবা অনেকের ইন্সোমিয়া আছে তারাও এই কাজের জন্য পার্ফেক্ট।
_______________________
Requirements
Education
Higher Secondary, Bachelor of Business Administration (BBA), Master of Business Administration (MBA)
Experience
At least 1 year
The applicants should have experience in the following business area(s):
Call Center
Additional Requirements
Age 18 to 35 years
Ability to multi-task, set priorities and manage time effectively
Previous experience in a customer support role
Strong phone and verbal communication skills along with active listening
Familiarity with CRM systems and practices Customer focus and adaptability to different personality types
Responsibilities & Context
Manage large amounts of inbound and outbound calls in a timely manner
Follow communication "scripts" when handling different topics Identify customers' needs, clarify information, research every issue and provide solutions.
Seize opportunities to upsell products when they arise
Build sustainable relationships and engage customers by taking the extra mile Keep records of all conversations in our call center database in a comprehensible way
Frequently attend educational seminars to improve knowledge and performance level
Meet personal/team qualitative and quantitative targets
Skills & Expertise
Fluent in English Speaking
Good communication skills
Multi tasking ability
Quick learner and hard working
Compensation & Other Benefits
Weekly 2 holidays, Performance bonus, Tour allowance, Over time allowance, Medical allowance
Lunch Facilities: Full Subsidize
Salary Review: Half Yearly
Festival Bonus: 2
Salary will be provided on time guaranteed.
Highly attractive Sales Bonus.
Exclusive training will be provided for free.
Experienced Executives have an opportunity to become a Team Leader & Sales Manager.
Find an innovative career and assemble yourself as an asset for the country to build our economy.
You will be under 6 months of probation period contract.
The increment will be given based on performance.
You can be our full-time member if you are a good performer.
Workplace
Work at office
Employment Status
Full Time
Gender
Only Female
Job Location
Dhaka (Mirpur)
Job Highlights
Are you looking for Job while studying? if yes, this is for you
Office Hours: Monday - Friday | 9:00PM to 6:00AM (NIGHT SHIFT)
DON'T APPLY IF YOU CANNOT SPEAK ENGLISH FLUENTLY
Don't Apply if you cannot work at Night Shift.
Apply Procedure
Email your CV
Send your CV to the given email hireme@ignitebpo.biz
কার কার দুর্নীতির কাগজ পাওয়া গেছে?
আপাতত ট্রাক ভর্তি নথি জব্দ করে নিয়ে গিয়েছে শিক্ষা প্রকৌশন অধিদপ্তর। তবে ২ ট্রাক ভর্তি নথিতে এগজেক্টলী কি কি আছে জানা যায়নি এখনো। তবে শিক্ষার প্রকৌশল অফিস থেকে ট্রাক দুটি যাওয়া হয়েছে ফলে সবাই ধারনা করে নিচ্ছে যে, তাদেরই কাগজ হবে হয়তো।
Random Post
Loading...
এই মাসের চাকরি গুলো
-
▼
2025
(74)
-
▼
January
(74)
- বাড্ডা বণশ্রী রামপুরার আশেপাশে থাকেন যারা সারারাত ...
- এখন কি অবস্থা পানির?
- কিভাবে ঘুরে যাবে?
- BADAS Data Collection এর কাজ নিন এখানে ক্লিক করে
- Key Kraft এ গিয়ে জয়েনিং নিয়ে চাকরি ষ্টার্ট করে দিন
- এই ঠিকানায় সিভি নিয়ে গিয়ে সিম্ফনিতে চাকরি নিন
- সরকারি জরিপের কাজে ২৩৮ জনকে নিয়োগ এভাবে
- বাইক Driving জানলে ২৪০০০ এ কাজ দিচ্ছে Akij
- Apply করেন ইন্টারন্যাশনাল কল সেন্টারে কাজের জন্য
- ইসলামী ট্রাভেল Agency এভাবে জব নিন
- কত বিলিয়ন ডলার পুড়েছে লস এঞ্জেলেসের আগুনে?
- Islamic স্কুলে Teacher হিসেবে Join নিন
- BRT বাস ষ্টেশনে Ticket বিক্রির কাজ নিন
- আসল সত্যিটা কি লস এঞ্জেলসের আগুনের?
- ২৫০০০ বেতনে সরকারি ভুমি জরিপের কাজ নিন
- ফায়ার টর্নেডো কোন অংশে শুরু হয়েছে লস এঞ্জেলসের?
- ফায়ার টর্নেডো কোন অংশে শুরু হয়েছে লস এঞ্জেলসের?
- ফায়ার সার্ভিসে HSC হলেই ২২৪৯০ স্কেলে কাজ নিন
- উত্তরায় ৪০০০০ এ নাইট শিফট Jobs
- ট্রেইনিং এর মাধ্যেমে চাকরি দিচ্ছে BRAC তবে জিপিএ ৩...
- পুলিশ ট্রাফিকে শিক্ষার্থীরা কাজ নিন এভাবে
- এই নিয়মে আড়ং এ যেতে পারলেই ইন্সষ্ট্যন্ট জয়েনিং লেট...
- বাংলা গনিত ও প্রিস্কুলের শিক্ষার্থীদের পড়াতে পারবেন?
- ইল্লিয়েন শপে সেলস পার্সন হিসেবে কাজ নিন
- কাল রাত থেকে কাজ করতে আজ রাতে এপ্লাই করে রাখুন
- সরকারি অফিসের Data Collector সার্ভের কাজ নিন
- রমজানের ১ম মাস কাজের জন্য শুধুমাত্র ভার্সিটির শিক্...
- ৩২০০০ বেতনে ম্যানেজার নিচ্ছে পদক্ষেপ এনজিও
- শিক্ষানবিশ অফিসার পদে ২০০০০ বেতনে চাকরি নিন
- পোস্টম্যান হিসেবে ২০০০০ এ আজই জয়েন করুন
- আজ থেকে শুরু হচ্ছে বানিজ্য মেলার শেষের ১৫ দিন কাজে...
- প্রিস্কুলে ৯০০০ এ HSC হলেই কাজ নিন
- রাতের বেলা ১০ টা থেকে সকাল ৭ টা কাজ করতে পারবেন? ১...
- অনেক কথা বলতে পারলে ১৪০০০ এ Call Center এর এই কাজ...
- টুরিজম (Tourism) অফিসে ২৫০০০ এ HSC পাসেই জব নিন
- জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে কাজ নিন
- মাধ্যমিক বিদ্যালয় প্রকল্পে কাজ নিন
- একুশে বইমেলায় কাজ নিন এভাবে
- কোন কোন ষ্টলে নিচ্ছে শেষের ১৫ দিন মেলার কাজ?
- ভিসা অফিসে হাই সেলারিতে কাজ নিন
- ভিভোতে কাজ করবেন? ২০০০০ সেলারি
- রাত জেগে কাজ করতে পারলে ৩০০০০ এ এই কাজ নিন
- উত্তরাতে ট্রাভেল এজেন্সিতে কাজ নিন
- টঙ্গিতে নাইট শিফটে ১৫০০০ এ কাজ নিন
- রাতের শিফটে মিরপুরে কাজ নিন
- ঢাকার স্কুলে ১০২০০ তে সহকারি শিক্ষকতা করুন
- নিজ এরিয়া সেলসে কাজ নিন
- ২২০০০ বেতনে জলাভুমি জরিপের কাজ নিন
- হাইকোর্টে ২২০০০ এ কাজ নিন
- এয়ারপোর্ট হজ অফিসে কাজ নিন
- সারারাতের জেগে লালমাটিয়ায় কাজ নিন
- মাউশি তে ১৯৭৮০ বেতনে চাকরি নিন
- দেখুন কি ভয়ংকর অবস্থা তীব্বতে
- পল্লী বিদ্যুতে ৩৯০০০ এ চাকরি নিন
- ম্যাজিষ্ট্রেটের অফিসে ২৪০০০ বেতনে চাকরি নিন
- ট্রেইনি পদে হাই সেলারিতে জব দিচ্ছে আবুল খায়ের
- হজ্জ ক্যাম্পে চাকরি নিন
- বাইক চালাতে জানতে ২১০০০ বেতনে সরকারি চাকরি
- কলেজে দরখাস্তের ফর্ম নিন
- হিন্দিতে কথা বলতে পারলে এই কল কল সেন্টারে কাজ নিন ...
- প্রচারের জন্য যেকোন শিক্ষার্থীদের কাজ দিচ্ছে স্বপ্...
- বিশেষভাবে শিক্ষার্থীদেরকে ইন্সুরেন্সের কাজে চাকরি ...
- ক্যাশিয়ার পদে শিক্ষার্থীদের আবেদন ফর্ম
- অনেক ঘুরেঘুরে জরিপের কাজ করবেন?
- অনেক ঘুরেঘুরে জরিপের কাজ করবেন?
- পল্লী বিদ্যত ৪৬০০০ বেতনে চাকরি
- মিনিষ্টার ইলেকট্রনিক্স বানিজ্য মেলায় চাকরি দিচ্ছে
- সরকারি চা বোর্ডের জরিপের কাজে ২৪৬৮০ বেতনে শিক্ষার্...
- ওয়ালটন মোবাইল বানিজ্য মেলা ২০২৫ এ কিভাবে কাজ নিবেন?
- ওয়ালটন মোবাইল বানিজ্য মেলা ২০২৫ এ কিভাবে কাজ নিবেন?
- আজ রাতেই ২০০০০ -৩০০০০ বেতনে জয়েনিং নিতে পারেন নাইট...
- ১৪৭০ টি অসাধারন শুন্যপদে বিশেষভাবে শিক্ষার্থীদেরকে...
- Telecom এ আবেদন জমা দাও
- কৃষি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি - আবেদন ফর্ম
-
▼
January
(74)
- বিনাপ্রশ্নে যেকোন ষ্টুডেন্টকে শিক্ষানবিশ অফিসার (২২০০০ - ৫৩০০০) ও ম্যানেজার (৯৭০০ - ২৩৪৯০) পদে চাকরি দিচ্ছে গ্রামীণ ব্যাংক
- ইয়েলো দিচ্ছে শিক্ষার্থীদেরকে ২২০০০ বেতনে চাকরি। পার্ট টাইম করতে চাইলে ষ্টুডেন্ট হলে ডেইলি ৫৪০ এবং অন্যদের জন্য ৪৫০ করে দেয়া হবে সপ্তাহে ৩ দিন ৫ ঘন্টা।
- সরকারি প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ১৬০০০ - ৩৮০০০
Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা
Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক
Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫
- Job5: বিনাপ্রশ্নে যেকোন ষ্টুডেন্টকে শিক্ষানবিশ অফিসার (২২০০০ - ৫৩০০০) ও ম্যানেজার (৯৭০০ - ২৩৪৯০) পদে চাকরি দিচ্ছে গ্রামীণ ব্যাংক
- Job6: ইয়েলো দিচ্ছে শিক্ষার্থীদেরকে ২২০০০ বেতনে চাকরি। পার্ট টাইম করতে চাইলে ষ্টুডেন্ট হলে ডেইলি ৫৪০ এবং অন্যদের জন্য ৪৫০ করে দেয়া হবে সপ্তাহে ৩ দিন ৫ ঘন্টা।
- Job7: সরকারি প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ১৬০০০ - ৩৮০০০
- BankJob1: বেকার শিক্ষার্থীদের তেমন কোন হেসেল ছাড়াই হাই সেলারিতে চাকরি দিচ্ছে NRB BANK
- BankJob2: বলতে গেলে চাহিবামাত্র ব্র্যাক ব্যাংকে ষ্টুডেন্টদের জন্য ম্যানেজার হবার সুযোগ দিচ্ছে
- BankJob3: বিনাপ্রশ্নে যেকোন ষ্টুডেন্টকে শিক্ষানবিশ অফিসার (২২০০০ - ৫৩০০০) ও ম্যানেজার (৯৭০০ - ২৩৪৯০) পদে চাকরি দিচ্ছে গ্রামীণ ব্যাংক
Apply Link
- Apply to শুরুতেই ২৯৬০০ তে ৪৮১ পদে সরকারি সুবিধায় কর্মী নিবে পল্লী বিদ্যুৎ যা ৬ মাসে বেড়ে ৩১০৮০ হবে
- অবিশ্বাস্য ৪২ হাজার ৯ শ ৫০ এ কাজ দিচ্ছে পল্লী বিদ্যুৎ শিক্ষা লাগবে না শুধু বাংলা পড়তে ও লিখতে পারতে হবে
- আবাসিক স্কুলে সহকারি শিক্ষকতা করবেন? বাড়ি ভাড়া, চিকিৎসা নিজস্ব কোয়ার্টারে পরিবার সহ খাওয়া ও থাকার ব্যবস্থা সহ সরকারি স্কেলে ৩৮৬৮০
- ট্রাফিকে যে ৭০০ জন শিক্ষার্থীকে কাজ দেয়া হয়েছে তারা শিফটে ৪ ঘন্টা করে কাজ করছে প্রতি শিফটে ৪ ঘন্টার জন্য ভাতা ৫০০ ডাবল শিফট ১০০০
- পল্লী বিদ্যুৎ কাজ দিচ্ছে সম্মানী ৪১০০০ সাথে বাড়ি ভাড়া চিকিতসা ও আরো ভাতা
- বাইক চালাতে জানলে নিজ এলাকায় শিক্ষার্থীদের ২৪০০০ এ কাজ দিচ্ছে আকিজ ৬ মাসে বেড়ে হবে ২৬০০০
- শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য ১৩০০ পার্ট টাইম পদের সূচনা হচ্ছে মেট্রোরেলে ৬ ঘন্টা ৩ দিন মান্থলি কমবেশি ১৮০০০
- সিটিসেলে আবেদন জমা দেন (CityCell Apply)
Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.