আপনার কি চাকরি খুব বেশি জরুরী? তাহলে এটাতে জয়েনিং নিয়ে বেতন নিন দ্রুত

Loading...

Friday, December 6, 2024

তেল কই গেলো?

আসলে সয়াবিন তেল কোথাও যায়নি। সয়াবিন তেল আছে। কিন্তু দোকানদার তেল দিচ্ছেনা। তেল কিনলে নাকি সাথে আরো হাজার টাকার পন্য কিনতে হবে। বোঝেন অবস্থা 

Thursday, December 5, 2024

Friday Saturday JOBS APPLY

সবার আগে যে ব্যাপারটি আপনার জানা দরকার সেটি হচ্ছে, শুক্র শনিবারের এইসব কাজ শুধুমাত্র তারাই করতে পারবেন যারা অলরেডী কোন ব্যাংকে চাকরিরত আছেন। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ব্যাংকের সাথে আগের থেকেই কাজের পুর্ব অভিজ্ঞতাও থাকতে হবে। যদি এমন হয় যে, আপনি আগে কোন কাজও করেননি আবার কোন ব্যাংকের সাথে আপনার কোন কাজের ইতিহাসও নেই, সেক্ষেত্রে আপনাকে ভিন্ন উপায়ে এই কাজ পেতে হতে পারে। যদিও সেই ভিন্ন উপায় সবার জন্য সহজ না। ভিন্ন উপায়টি হল, আপনার পরিবারের কেউ একজন থাকতে হবে যে কোন এক ব্যাংকে কাজ করেন। আপনি তাকেই বলবেন আপনি শুক্র শনিবার ব্যাংকে কাজ করতে চান। তার ব্যাংকে যদি এই ধরনের কাজের উপায় থাকে তবে তিনি আপনাকে সাহায্য করতে পারবেন। আর যাদের আগেই অন্য ব্যাংকের সাথে কাজের ইতিহাস আছে তারা জাষ্ট সেই ব্যাংকে গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করে এই কাজ নিতে পারবেন। তবে মনে রাখবেন, সেই ব্যাংকের সাথে আগেই কাজের ইতিহাস না থাকলে সেখানে নতুন মুখ গেলে কোন কাজ পাবেন না। 

কিভাবে পাবো শুক্র ও শনিবারের কাজ?

শুধুমাত্র শুক্রবারের যারা কাজ করতে পারবেন তারা এখানে ক্লিক করুন

শুধুমাত্র শনিবার যারা কাজ করতে চান তারা এখানে ক্লিক করুন

যারা শুক্র ও শনি ২ দিনই করতে পারবেন তারা এখানে ক্লিক করে জয়েনিং নিন 

কি কি বলেছে শুভেন্দু আজকের সমাবেশ?

আজকের সমাবেশে শুভেন্দুর মুল বক্তব্যের পুরোটা জুরেই ছিল বাংলাদেশ বিরোধী স্পিচ। শুভেন্দু হচ্ছে পশ্চিমবংগ বিজেপি নেতা। আজকের সমাবেশের নামই ছিল বাংলাদেশ বিরোধী সমাবেশ। সমাবেশে অভিযোগ করা হয় যে, বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। এছারা তিনি পশ্চিমবংগ রাজ্য সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে তুলনা করেন শুভেন্দু। বলেন যে, "যাহাই ইউনুস তাহাই মমতা"

Dhaka Public School & College Teacher vacancy jobs circular

 

 

ঢাকা পাবলিক স্কুল এন্ড কলেজ

স্থাপিত: ১৯৯৫, বিদ্যালয় কোড: ১১৭২, কলেজ কোড : ১৩২৮, EIIN:133712
বাড়ি নং-১১২, রোড নং-৮/এ (নতুন), ১৫(পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯

নিয়োগ বিজ্ঞপ্তি

নিম্মে বর্ণিত পদসমূহে বাংলা মাধ্যম ও English Version এর জন্য জরুরী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে -

ক্র:নং
পদের নাম ও সংখ্যা
বিষয়
শিক্ষাগত যোগ্যতা

০১

প্রভাষক (বিষয় ভিত্তিক বাংলা মাধ্যম ০১ জন ইংরেজি ভার্সন ০১জন)

বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, পরিসংখ্যন, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা, , ফিন্যান্স, কৃষি শিক্ষা, অর্থনীতি,পৌরনীতি, সমাজ বিজ্ঞান, , ভুগোল, ইসলামের ইতিহাস ও , সংস্কৃতি,ইসলাম শিক্ষাশিক্ষা
সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী (ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ স্পোকেন এ বিশেষ দক্ষতা থাকতে হবে)

০২

সহকারী শিক্ষক (বাংলা মাধ্যম ০১ জন, ইংরেজি ভার্সন ০১জন)

মাধ্যমিক : বাংলা, ইংরেজি,গণিত, ইসলাম শিক্ষা, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, বিজিএস, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, বিজ্ঞান, পৌরনীতি, ভুগোল, শরীর চর্চা (বিপিএড) প্রাইমারী : বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, বিজ্ঞান, আরবী(নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও ড্রইং
সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী/¯স্নাতক পাশ /সমমান (ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ স্পোকেন এ বিশেষ দক্ষতা থাকতে হবে)

আবেদনের নিয়মাবলী : আগ্রহী প্রার্থীকে “ঢাকা পাবলিক স্কুল এন্ড কলেজ;” এর অনুকুলে ৫০০/= টাকা ব্যাংক ড্রাফট / পে-অর্ডারের মূলকপি . দুই কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) সনদের সত্যায়িত ফটোকপিসহ আগামী ২৪/১২/২৪ ইং তারিখের মধ্যে দরখাস্ত পৌছাতে হবে। লিখিত পরীক্ষা ও প্রাকটিচ টিচিং এর দিন ও সময় ২৮/১২/২০২৪ ইং শনিবার সকাল ০৯.০০ টা। পরীক্ষার ধরন MCQ (বাংলা,ইংরেজি,অংক,সাধারণ জ্ঞান) পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। বেতন ভাতাদি : যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে ।

 
অধ্যক্ষ

ঢাকার পাবলিক স্কুল এন্ড কলেজে টিচার ও সহকারি শিক্ষকতা করতে পারবেন?

ঢাকার পাবলিক স্কুল এন্ড কলেজে টিচার ও সহকারি শিক্ষকতা করতে পারবেন? ২৫ প্রকার স্কুল শিক্ষক ও ২০ প্রকার কলেজ শিক্ষক নিচ্ছে যদি কলেজে শিক্ষকতা করতে চান তাহলে এখানে ক্লিক করে এপ্লাই করুন 
আর 
যদি স্কুলে সহকারি শিক্ষকতা করতে চান তাহলে এখানে ক্লিক করে এপ্লাই করুন

ব্র্যাক স্কুলে চাকরির জন্য দরখাস্ত দাও

ব্র্যাক স্কুলের বেশ কিছু পদের জন্য আবেদন নেয়া হচ্ছে। যারা এপ্লাই করতে চান তারা এখানে ক্লিক করে সব কিছু জেনে নিন তারপর এপ্লাই করুন 

Random Post

Loading...

এই মাসের চাকরি গুলো

Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা 

Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক

Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক

Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫

 

Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.