আপনার কি চাকরি খুব বেশি জরুরী? তাহলে এটাতে জয়েনিং নিয়ে বেতন নিন দ্রুত

Loading...

Tuesday, December 3, 2024

HSC AND SSC PASSED JOBS CIRCULAR OF DHAKA UNIVERSITY


 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে SSC/ HSC পাস শিক্ষার্থীরা কাজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে SSC/ HSC পাস শিক্ষার্থীরা কাজ করতে চাইলে সরকারি সকল সুবিধাসহ করতে পারেন এই কাজ বেতন শুরুতে ৯৩০০ যা ২২৪৯০ হবে - এই কাজে অংশগ্রহন করার জন্য প্রথমত আপনাকে প্রকাশিত সার্কুলারটি দেখতে হবে। সেই সার্কুলারে কিভাবে এপ্লিকেশন সাবমিট করবেন এবং কি কি পদ আছে সেগুলো উল্লেখ রয়েছে। সেই পদগুলো থেকে সবার আগে আপনাকে চুজ করে নিতে হবে কোন পদটি আপনার জন্য উপযুক্ত। যাইহোক আগে সার্কুলারটি দেখে নিন এখানে ক্লিক করে

জেনে নিন সার্জিস হাসনাত এক্সিডেন্ট মামলায় ট্রাক চালকের কি হয়েছে

সার্জিস হাসনাত এক্সিডেন্ট মামলায় ট্রাক চালকের আজ ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। যেহেতু চালক ২ জন ছিল তাই ২ জনকেই রিমান্ড মঞ্জর করেছে আদালত।

Monday, December 2, 2024

Job Opportunity at TESOL ELEMENTARY SCHOOL [English Medium]

 

Job Opportunity
at TESOL ELEMENTARY SCHOOL
[English Medium]

Join the Nation’s First STEM Education School for Kids!

Are you passionate about teaching and shaping young minds? TESOL Elementary School, Dhaka’s pioneering STEM-based education institution for children aged 3 to 10 (Play Group, Nursery, KG, Std. I, and Std. II), is looking for FEMALE teachers to join our dynamic team!

Why TESOL Elementary School?

Be a part of an innovative school (which is going to be a chain school from 2027) where students are taught through activity-based approaches in STEM curricula, fostering creativity, critical thinking, and excellence.

Key Requirements:

  • Pronunciation Skills: BBC or CNN-standard pronunciation is a must.
  • Full-Time Availability: Ready to dedicate your time and skills.
  • Teaching Expertise: Proficiency in teaching:
    • Common school subjects
  • Activity-Based Learning: Ability to engage kids in interactive, STEM-based learning.
  • Ed-Tech Savvy: Expertise in using educational technology for online classes.
  • Educational Background: English Medium background candidates will be preferred.
  • Certifications: A Level/CELTA/ELT/TESOL/Hons./Masters certifications or native English speakers are a plus.
  • IELTS Score: Minimum 7.5 band score is preferred.
  • Multi-Tasking Abilities: Capable of handling multiple roles, such as:
    • Counselling, consulting, and writing materials
    • Conducting live classes, public relations, podcasting, and more

Benefits:

  • Salary Range: Competitive salary from 20,000 to 40,000 (gross) Taka per month.
  • Office Hours:
    • Offline: 8:00 AM to 3:00 PM
    • Online: 7:00 PM to 10:00 PM

Who Should NOT Apply:

  • Smokers or individuals with addictions.
  • Intolerant, impatient, arrogant, or angry individuals.
  • Those with camera phobia, glossophobia, or learning disorders.

Highly Encouraged to Apply:

  • Practicing Muslim and vastly qualified Non-Muslim candidates with the above credentials.

How to Apply:

Or

N.B. Video Profiles are Preferred.

  • Copied and Pasted Cover Letters/CVs will not be accepted.

Application Deadline: 31st December 2024

Contact Information:

Before the Interview:

Explore our platforms to understand TESOL Elementary School - TES:
https://tesolbd.com/school-offer-stem-education-webinar-reg-welcome

Join TESOL Elementary School Today!

Empower young learners with innovative skills and become part of a supportive and forward-thinking teaching team. Together,let redefine education!

Head Office:

KOBI Bhabon, House 43, Bashundhora Lane, Next to Priyangon Shopping Center, Science Laboratory, New Market Dhaka 1205
Hotline: 01633686868

Malibagh Office:

1 Chamelibagh (5th floor), Next to the CID Police Office, Malibagh Bus Stand, Dhaka 1217
Hotline: 01620000994

FB Page LINK: https://www.facebook.com/tesolbangladesh
FB Group Link: https://www.facebook.com/groups/kidsenglish.tesolkidscenter
YouTube Link: https://www.youtube.com/@TESOLBANGLADESH
Website: https://edu.englishwithyeasir.com


প্লেগ্রুপ নার্সারী বাচ্চাদের পড়াতে পারবেন? কনফিডেন্ট থাকলে ২০০০০ এ শুরু করে দিন টিচিং কয়েক মাসেই বেড়ে বেড়ে ৪০০০০ হবে

রাজধানীর একটি স্বনামধন্য স্কুলে প্লেগ্রুপে শিক্ষক নেয়া হচ্ছে। শুধু প্লেগ্রুপই নয়, নার্সারিতে পড়ানোর জন্যও শিক্ষক নেয়া হচ্ছে। শুরুর বেতন ২০০০০ টাকা মান্থলি এবং এই বেতন বেড়ে ৪০০০০ টাকা হবে। আপনি যদি এই স্কুলে শিক্ষকত করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে আবেদন জমা দিতে পারেন 

শুধুমাত্র শিক্ষার্থীদের ৫৩৬৮৫ বেতনে চাকরি দিচ্ছে পৌরসভা অফিস

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়
তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ।
www.tarabopaurashava.com

স্মারক নং-তারাব পৌ:/ইউপিএইচসিএসডিপি-২/পিআইইউ/2024/1216
তারিখঃ
১৬অগ্রহায়ন ১৪৩১ বঙ্গাব্দ
০১ ডিসেম্বর ২০২৪ খ্রি.

নিয়োগ বিজ্ঞপ্তি

তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত “আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত পদের বিপরীতে উল্লিখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

ক্র.নং
পদের নাম
পদ সংখ্যা
প্রারম্ভিক মাসিক মোট বেতন
বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১.
বিশেষজ্ঞ চিকিৎসক (গাইনী এন্ড অবস)
০১
৫৩,৬৮৫/-
সর্বোচ্চ ৫৯ বছর
এমবিবিএসসহ গাইনী এন্ড অবস সম্পর্কিত পোষ্ট গ্রাজুয়েশন ডিগ্রী/ডিপ্লোমাধারী। গাইনী এন্ড অবস বিশেষজ্ঞ হিসাবে ০৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

শর্তাবলীঃ

১ . প্রার্থীকে প্রশাসক, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ বরাবর আবেদন করতে হবে ।

২. আবেদনপত্র আগামী ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে অবশ্যই প্রশাসক, তারাব পৌরসভা, রূপগঞ্জ, " নারায়ণগঞ্জ পৌছাঁতে হবে। উক্ত তারিখের পর কোন ভাবেই আবেদনপত্র গ্রহণ করা হবে না ।

৩. আবেদনপত্রের সাথে সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

৪. আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।

৫. নির্বাচিত প্রার্থীগণ কেবলমাত্র প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের বিধি-মোতাবেক সাকুল্যে বেতনে নিয়োগ প্রাপ্ত হবেন । নিয়োগপত্রই প্রকল্প সমাপ্তি শেষে চাকুরী হতে অব্যাহতি পত্র হিসাবে গণ্য হবে।

৬. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।

৭. শুধুমাত্র বৈধ প্রার্থীদেরকে লিখিত/মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহনের জন্য ডাকা হবে।

৮. নির্বাচনী পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৯. কোন প্রকার কারন দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ এ নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।

 
মোঃ সাইফুল ইসলাম
প্রশাসক, তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ ।
ও সভাপতি, নিয়োগ কমিটি ইউপিএইচসিএসডিপি-২,
তারাব পৌরসভা, নারায়ণগঞ্জ ।

৫৯৩৮২ বেতনে শিক্ষার্থী ওয়ার্কার নিচ্ছে একশন এইড সাথে চিকিৎসা সুবিধা, মোবাইল ও ইন্টারনেট ভাতা এবং ইন্স্যূরেন্স সুবিধা

 

 

 

ActionAid is a global movement of people working together to achieve greater human rights for all and defeat poverty.

 

Logo of ActionAid

একশনএইড বাংলাদেশ নিম্নলিখিত পদের জন্য উপযুক্ত প্রার্থী খুজেেছ:

পদের নাম::কেস ওয়ার্কার (Case Worker - WFS)
প্রজেক্টের নাম:ইউএনএফপিএ ফান্ডেড প্রজেক্ট (Health and Gender Support Project)
কর্মক্ষেত্র   :উখিয়া, কক্সবাজার
চুক্তির সময়সীমা:৩১ ডিসেম্বর ২০২৪; তবে এটি পরর্বতীতে নবায়নরে সম্ভাবনা রয়ছেে
পদ সংখ্যা:১ (শুধূ নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন)
বেতন ও সুবিধাদি:মাসিক বেতন ৫৯,৩৮২ /- এবং অন্যান্য সুবিধাসমূহ যেমন: চিকিৎসা সুবিধা, মোবাইল ও ইন্টারনেট ভাতা এবং ইন্স্যূরেন্স সুবিধা   

কাজের সংক্ষিপ্ত বিবরণ:

কেস ওয়ার্কার ওসিসি এর কাজ সম্পর্কে জানবেন এবং কমিউনিটিতে ঝুঁকিতে আছেন এমন নারীকে পৃথকভাবে গৃহভিত্তিক সহায়তা প্রদান করবেন। তাকে এপদে কাজ করতে হলে অবশ্যই সহানুভুতিশীল হতে হবে এবং একই সাথে ভাল শ্রোতা হতে হবে। কেস ওয়ার্কার পৃথক কাউন্সেলিং, ফলোআপ সাপোর্ট এবং রেফারেল পাথওয়ে সম্পর্কিত পরিসেবা সম্পর্কিত তথ্যগুলো প্রদানের মাধ্যমে জিবিভি সারভাইভারকে মনস্তাত্বিক এবং প্রাথমিক কেস ব্যবস্থাপনা সেবা ও সহায়তা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন। কেস ওয়ার্কাররা জিবিভি কেস ব্যবস্থাপনা, পিএসএস, পিএফএ এবং রেফারেল সহায়তা প্রদান করবেন এবং এই সহায়তাসমূহ প্রদানের সময় অবশ্যই জিবিভি কেস ব্যবস্থাপনার আন্তার্জাতিক মান মেনে চলতে হবে। পাশাপাশি নৈমিত্তিক কাজ হিসাবে প্রয়োজন নিরিখে কমিউনিটিতে গৃহভিত্তিক পরিদর্শন, প্রতিবেদন তৈরি ও তাহাদের চাহিদাসমূহ তুলে ধরবেন।

কেস ওয়ার্কারের দায়িত্ব এবং কর্তব্য:

  • পরিকল্পনা অনুযায়ী ওসিসি প্রকল্পের কার্যক্রমের বিকাশ ও বাস্তবায়ন করা
  • সকল জিবিভি কেসসমূহের দৈনিক ব্যবস্থাপনা  এবং ফলোআপ করা
  • পরিষেবা সরবরাহকারী সকল প্রতিষ্ঠানের সাথে এবং অন্যান্য পরিষেবা সরবরাহকারীদের (স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য -এসআরএইচ, আশ্রয়, এনএফআই, আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান) রেফারেলের জন্য প্রাত্যাহিক যোগাযোগ রাখা
  • সারভাইভারদের সাথে কাজ করার সময় সারভাইভার কেন্দ্রিক পদ্ধতির গাইডিং নীতিমালা সমূহ বজায় রাখা এবং নীতিগুলো প্রয়োগ হচ্ছে সে বিষটি নিশ্চিত করা
  • জিবিভি ডাটা ফাইল তৈরি, হালনাগাদ এবং সংরক্ষণ করা
  • সারভাইভার নারী এবং কিশোরীদের শনাক্ত করা এবং ডকুমেন্টেশন নিশ্চিত করা
  • সহিংসতার শিকার নারী ও কিশোরীদের সরাসরি সহায়তা করা এবং এ সম্পর্কিত এ্যাকশন প্ল্যান তৈরি, বাস্তবায়ন, ফলোআপ, কেস সমাপনি প্রক্রিয়া এবং কেস ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত নির্দেশিকার সাথে সামাঞ্জস্য রেখে কাজ করা
  • কার্যক্রম বাস্তবায়নের সময় যেন ‘ডু নো হার্ম’ এবং ‘গোপনীয়তা’ এর মূলনীতি পালন  এবং সমর্থন করা হয় সে বিষয়ে নিশ্চিত করা
  • কর্ম এলাকার অন্যন্য স্টেকহোল্ডারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা
  • সূচকের দিকে লক্ষ্য পরিবীক্ষণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সহায়তা করা
  • প্রকল্পের প্রয়োজনে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।

নূন্যতম যোগ্যতা :

  • শুধুমাত্র নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
  • সামাজিক বিজ্ঞান বা পদ সংশ্লিষ্ট/সম্পর্কিত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • প্রান্তিক জনগোষ্ঠী, সমাজসেবা/উন্নয়নের অভিজ্ঞতা, এবং / অথবা অ্যাডভোকেসি প্রোগ্রামগুলির সাথে কাজ করার ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা
  • জিবিভি / সুরক্ষা প্রদানে অভিজ্ঞতা
  • বেসরকারী সংস্থা বা স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে কাজ করার অভিজ্ঞতা
  • ভাল যোগাযোগ দক্ষতা এবং প্রশিক্ষণ পরিচালনার ক্ষমতা
  • কম্পিউটার ও ট্যাব পরিচালানোর দক্ষতা
  • সাংগঠনিক এবং পরিচালনার দক্ষতা

কাজের শর্র্তাবলী:

কেস ওয়ার্কার সরাসরি ওসিসি এমএইচপিএসএস অফিসার বরাবর রিপোর্টেবল থাকবে এবং তাকে প্রাত্যাহিক ভিত্তিতে প্রতিবেদন প্রদান করতে হবে। কেস ওয়ার্কারকে কর্ম এলাকায় ওসিসি’র সন্নিকট (৫ কিমি এর ভেতর) স্থানে অবস্থান/বসবাস করতে হবে।

আবদনের নির্দেশনা:
শুধুমাত্র উপরে বর্ণিত যোগ্যতাসম্পন্ন র্প্রাথীদের নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ করে আবদনের জন্য অনুরোধ করা হচ্ছ:
আবেদনের শেষ সময় ০৬ ডিসেম্বর ২০২৪
আপনার আবদেন জমা দিতে এখানে (click here) রেজিষ্টার করুন।

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ActionAid Bangladesh aims to attract and select a diverse workforce ensuring equal opportunity to everyone, irrespective of race, age, gender, sexual orientation, HIV status, class, ethnicity, disability, location and religion. Any personal persuasion/phone-call will result in disqualification of candidature.

Any personal persuasion/phone-call will result in disqualification of candidature. ActionAid Bangladesh has a nonnegotiable policy of ZERO TOLERANCE towards Sexual Harassment, Exploitation and Abuse (SHEA) and other Safeguarding concerns (including child abuse and adults at-risk abuse) and expects all employees to abide by the Safeguarding Policies and Code of Conduct of ActionAid Bangladesh.

N.B: There is no cost involved with applying for positions with ActionAid Bangladesh. Any solicitation of job application costs should be regarded as fraudulent

https://actionaidbd.org/
Find us also in Facebook and Twitter for regular updates!

 

Random Post

Loading...

এই মাসের চাকরি গুলো

Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা 

Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক

Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক

Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫

 

Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.