আপনার কি চাকরি খুব বেশি জরুরী? তাহলে এটাতে জয়েনিং নিয়ে বেতন নিন দ্রুত

Loading...

Sunday, October 27, 2024

জেনে নিন পুলিশ সার্কুলার Apply নিয়ম





জেনে নিন কেন চাপা দিয়েছে গাড়ি বিমানবন্দরে ৭ জনকে



প্রথমিক জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানিয়েছে, হঠাত তার গাড়িং সামনে চাকা ফেটে গিয়ে সম্পুর্ন নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।
গাড়ি অন্যদিকে ঘোড়ানোর জানপ্রান চেষ্টা করেও সে গাড়ীকে নিয়ন্ত্রনে আনতে পারেনি।
তবে, আরো পর্যবেক্ষন ও তদন্ত শেষে পুলিশ চার্জ শিট দিবে অথবা ফাইনাল রিপোর্ট সাবমিট করবে বলে জানা গিয়েছে

জেনে নিন চাপা পড়া ৭ জনের এই মুহুর্তের অবস্থা

সবার আগে বলে রাখি, যে গাড়ী ও ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে।

সেই ৭ জনের মধ্যে ১ জন একদম সবার সামনে থাকায় সে শুধু হালকা করে ধাক্কা খেয়ে দূরে ছিটকে যায়। আল্লাহ বাচাইছে যে, সে ধাক্কা খেয়ে আরেক গাড়ির নিচে পড়ে নাই।

জেনে নিন কেন চাপা দিয়েছে গাড়ি বিমানবন্দরে ৭ জনকে এখানে ক্লিক করে



বাকি ৬ জনের ৩ জন বেশ ভাল জখম হয়েছে। তবে ভয়াবহ কিছু হয়নি। হাত পা বুকের ছাল উঠে গেছে এই ৩ জনের যা সাড়তে ৭ দিনের মত লাগবে বলে ডাক্তার জানিয়েছে।

জেনে নিন কেন চাপা দিয়েছে গাড়ি বিমানবন্দরে ৭ জনকে এখানে ক্লিক করে

অন্য ৩ জনের অবস্থা খুবই গুরুতর তবে মৃত্যুর আশংকা খুব কম। আশাকরা যায় তারা মাস খানেক পড়ে ভাল হয়ে যাবে। তবে ২ জন হাটুতে প্রচন্ড আঘাত পেয়েছে যেটা আরো খারাপ হতেও পারে এবং পা হারাতে হতেও পারে।

১ জনের অবস্থা খুবই শংটাপন্ন তবে আশাকরা যায় বেচে যাবে ইনশাআল্লাহ।

তবে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, মহান আল্লাহর অশেষ রহমতে সবাই এখনো বেচে আছে।


ব্র্যাক ব্যাংক অফিসারে আগ্রহী?

 

BRAC Bank, a leading sustainable bank in Bangladesh, is committed to becoming the best bank in the country. It has pioneered SME Banking in Bangladesh and offers a comprehensive range of banking services to individuals and business entities. BRAC Bank stands out as a beacon of financial inclusion with solid financials, top credit ratings, and numerous accolades.

The bank is currently looking for an ambitious, intelligent, goal-oriented and enthusiastic individual for the following position in its Alternate Banking Channels Division

Officer, Alternate Delivery Channel

Employment TypeFull-time

KEY RESPONSIBILITIES:

  • Ensure the ATM terminals are correctly stocked with cash and stationery as per order instruction
  • Ensure collection of deposits at CDMs within scheduled time.
  • Liaison with the ATM Service Centre to ensure that equipment problems are dealt with promptness
  • Ensure the ATM/CDM booth maintenance 24/7 basis
  • Ensure that the ATM/CDM Booths are kept clean and maintained in good condition
  • Identify and resolve any equipment malfunctioning on time
  • Control ATM cash according to laid-down instructions (ATM, trunks or cassettes must be sealed) & reconcile daily
  • Balance cash at the required intervals and ensure correct process has been followed
  • Ensure the ATM cash is safeguarded against unnecessary and preventable loss (at all time)
  • Clear cash deposits accurately and promptly.

KEY QUALIFICATIONS:

  • Four-year graduation in any discipline from any UGC-approved or accredited foreign university
  • Fresh candidates are encouraged to apply however candidates with experience in managing ATM and CDM will have preference.
  • Ability to think and resolve issue independently or suggest options for resolution.
  • Proficient with computer software systems including word processing, spreadsheets and email.
  • Must have strong organization and communication skills (written and verbal).
  • Flexible to work at odd hours and outside Dhaka if requires
  • Proficient in customer centricity, self-propelled, and capability to meet deadlines

BRAC Bank is a values-driven organization that prioritizes the protection of all its stakeholders, including coworkers and the community we work in, from harassment, abuse, neglect, exploitation, and discrimination. As an equal opportunity enabler, BRAC Bank encourages applications from any gender-diverse individuals and persons living with a disability. We consider personal persuasion to be a disqualification of candidature.

If you want to take up the challenge, please 'Apply Online.'

Apply Online

Only short-listed candidates will be communicated for the next stage as per the recruitment process. BRAC Bank reserves the right to accept or reject any application without assigning any reason whatsoever.

BRAC Bank does not charge any fee at any stage of the recruitment process.

Application Deadline: November 9 , 2024


 

 

Saturday, October 26, 2024

পরিবার উন্নয়ন সার্কুলার

 


পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)


নিয়োগ বিজ্ঞপ্তি


স্বারক নং: এফডিএ/নি:প:/অ: কার্য/১৯/২৪

তারিখ: ২৩/১০/২৪ইং

পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ) একটি সু-প্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থাসমুহ রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রন অধ্যাদেশ (১৯৬১ সালের ৪৬ নং অধ্যাদেশ) হতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান, যার নিবন্ধন নং - ভোলা ৩৭/৯১ তারিখ ১৭/০৭/১৯৯১ এবং সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) হতেও সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। যার সনদ নং ০০৪৭৪-০০২৪৩-০০১৭৮। পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিবার উন্নয়ন সংস্থার কর্ম-এলাকা ভোলা জেলার চরফ্যাসন, লালমোহন, বোরহানউদ্দিন উপজেলায় "Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) Project Adoption of resource efficient and cleaner production practices (RECP) at coastal dairy microenterprises in Bhola শীর্ষক উপ-প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রার্থীদেরকে ঐ অঞ্চলের শাখা পর্যায়ে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করার মানসিকতা থাকতে হবে।


ক্র: নং

পদের নাম ও সংখ্যা


শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বেতন ও অন্যান্য সুবিধাদি

এমআইএস এবং ডকুমেন্টেশন অফিসার পদ সংখ্যা-০১

UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/পরিসংখ্যানে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীকে মনিটরিং এন্ড ইভালুয়েশন/এমআইএস এবং ডকুমেন্টেশন কাজের উপরে বাংলাদেশের যেকোন উন্নয়ন সংস্থায় কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

উদ্যোক্তা উন্নয়ন সংক্রান্ত প্রকল্প এবং সমজাতীয় ডোনার ফান্ডে কাজ করা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

অনলাইন বেইজড MIS, MS Office Packeges, Open Data Kits/Kobo Toolbox, SPSS / STATA সম্যক জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অধিক অগ্রাধিকার প্রদান করা হবে।

মাসিক সর্বসাকূল্যে বেতন BDT ৫০,০০০/-টাকা।

প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাসমূহ। (যেমন-উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, মোবাইল ভাতা, ইত্যাদি)

প্রাপ্য সুবিধা থেকে সরকারী নিয়ম অনুযায়ী উৎসে কর কর্তন করা হবে।

শর্তাবলী:


আগ্রাহী প্রার্থীদের সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন ০২ জন অনাত্নীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক আবেদন পত্রসহ জীবন বৃত্তান্ত আগামী ২৯/১০/২৪ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ),এফডিএ ভবন,আদর্শ পাড়া,ওয়ার্ড নং ০৬, চরফ্যাশন পৌরসভা, চরফ্যাশন, ভোলা এই ঠিকানায় সরাসরি/ডাকযোগে অথবা smart.fda.bhola@gmail.com এ পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

কেবল মাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য সুযোগ দেয়া হবে। এর জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

প্রার্থীকে ড্রাইভিং লাইসেন্স সহ ৫ বছরের মটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

কর্তৃপক্ষ যে কোন সময় নিয়োগ বিজ্ঞপ্তি ও দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষন করেন।



পল্লী বিকাশ কেন্দ্রে ট্রেইনি অফিসার হবেন?

পল্লী বিকাশ কেন্দ্রে (পিবিকে)



জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

এমআরএ সনদ নং:- ০০৫২৯-০৩৯৯৬-০০১৯০

পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে:


পদের নাম: ট্রেইনি ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)

পদ সংখ্যা: ৭০


কর্মস্থল: সংস্থার কর্মএলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যেকোন স্থান।


শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই কমপক্ষে স্নাতক পাশ হতে হবে। শিক্ষাজীবনে একটির বেশী তৃতীয় শ্রেনী/বিভাগ গ্রহণযোগ্য নয় ।


অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজের কোন অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে।


বয়স: অনুর্ধ্ব ৩৫ বছর।


অন্যান্য দক্ষতা ও যোগ্যতা:


প্রার্থীদের বাই সাইকেল/মোটর সাইকেল চালনা বাধ্যতামূলক। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজের মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে।

কম্পিউটার পরিচালনা, এমএস ওয়ার্ড, এক্সেল-এর কাজ এবং ইমেইল, ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকলে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে।

অন্যান্য শর্তাবলী: নির্বাচিত প্রার্থীদের ট্রেইনি ফিল্ড অফিসার হিসেবে যোগদান করানো হবে। যোগদান পরবর্তী প্রথম ০৩ (তিন) মাস প্রশিক্ষণকাল এবং সফলভাবে প্রশিক্ষণ শেষে পরবর্তী ০৩ (তিন) মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচনা করা হবে। শিক্ষানবিশকাল সফলভাবে সমাপ্ত হলে মূল্যায়নের ভিত্তিতে ফিল্ড অফিসার হিসেবে চাকুরী স্থায়ীকরণ করা হবে।


বেতন-ভাতা: ট্রেইনি ফিল্ড অফিসার হিসেবে প্রথম ০৩ (তিন) মাস প্রশিক্ষণকালে সর্বসাকূল্যে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা এবং শিক্ষানবিশকালে (পরবর্তী ০৩ মাস) সর্বসাকুল্যে ১৮,০০০ (আঠারো হাজার) টাকা মাসিক বেতন প্রদান করা হবে। ফিল্ড অফিসার হিসেবে স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো মোতাবেক নির্ধারিত বেতন-ভাতা হবে ২৪,২০০/- টাকা। অন্যান্য সকল প্রকার ভাতা আলাদাভাবে প্রদান করা হবে যা মাসিক বেতনের অর্ন্তভূক্ত নয়।


অন্যান্য সুবিধা: কর্মীগণ সংস্থার নিয়মানুযায়ী মাসিক মোটরসাইকেল জ্বালানী ভাতা, মোবাইল বিল, শাখা পর্যায়ে স্বল্প খরচে আবাসন সুবিধা ইত্যাদি প্রাপ্য হবেন। চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামোতে অন্তর্ভূক্ত করা হবে এবং সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী কল্যাণ তহবিল সুবিধা ও বিভিন্ন ইনসেনটিভ সুবিধা প্রাপ্য হবেন। ০২দিন সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটিসহ অন্যান্য সরকারী ছুটিও প্রাপ্য হবেন ।


আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষাগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন আগামী ২০.১১.২০২৪ ইং তারিখ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টসমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপর/ ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।


বি:দ্র: চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় কেবলমাত্র সংস্থার প্রধান কার্যালয়ে ১২,০০০/-(বারো হাজার) টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে, যা কর্মীর চাকুরী শেষে সংস্থা ত্যাগকালে সংস্থার নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরত প্রদান করা হবে। এছাড়াও রক্ত সম্পর্কীয় একজন আত্মীয় জামিনদার হিসেবে দিতে হবে। কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে অত্র নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। বাছাইকৃত প্রার্থীদের পর্যায়ক্রমে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনপ্রকার ভাতা প্রদান করা হবে না ।


সতর্কীকরণ: অত্র সংস্থায় অনৈতিকভাবে/অর্থের বিনিময়ে কোন নিয়োগ প্রদান করা হয় না । প্রার্থীদের এ বিষয়ে সতর্ক থাকতে এবং নিয়োগ লাভের জন্য কারো সাথে কোন প্রকার লেনদেন না করতে বলা হলো।

আবেদন ও যোগাযোগের ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।


ই-মেইল: pbkhrd123@gmail.com পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট https://pbk-bd.org/ ভিজিট করতে পারেন ।


Thursday, October 24, 2024

✔️ দরখাস্তের ফর্মঃ HSC থাকলেই সেলস অফিসার (Sales Officer) নিচ্ছে স্কয়ার টয়লেট্রিস

Square Toiletries is hiring sales officer in 3 different locations. All the information along with the exact circular published by the company is listed bellow. Interested candidate are requested to submit their application with due time frame.

 

Random Post

Loading...

এই মাসের চাকরি গুলো

Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা 

Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক

Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক

Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫

 

Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.