মাদারীপুর মসজিদের ভেতর ঢুকে ৩ ভাইকে কুপিয়ে মেরেছে। জমি নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকান্ড ঘটানো হয়েছে
Saturday, March 8, 2025
কি হয়েছে? ঘটনা কি?
মাদারীপুর মসজিদের ভেতর ঢুকে ৩ ভাইকে কুপিয়ে মেরেছে। জমি নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকান্ড ঘটানো হয়েছে
৬ মাস ট্রেনিংকালে ৪২০০০ বেতন ট্রেনিং শেষে ৬ মাস পরে হবে ৪৮৭৫০
পল্লী বিকাশ কেন্দ্রে (পিবিকে)
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
এমআরএ সনদ নং :-০০৫২৯-০৩৯৯৬-০০১৯০
রেফারেন্স Link - https://hotjobs.bdjobs.com/jobs/pbk/pbk37.htm
পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। পিবিকে'র মানব সম্পদ বিভাগের জন্য জরুরী ভিত্তিতে ডেপুটি ম্যানেজার (এইচ আর) পদের জন্য আগ্রহী এবং যোগ্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করছে।
পদের নাম: ডেপুটি ম্যানেজার (এইচ আর)
পদ সংখ্যা: ০১
Apply Link - https://hotjobs.bdjobs.com/jobs/pbk/pbk37.htm
প্রধান দায়িত্ব-কর্তব্যসমূহ:
১. কর্মী নিয়োগ ও নির্বাচন:
সংস্থার কর্মপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত জনবল চাহিদা পূরণের লক্ষ্যে নিয়োগ পরিকল্পনা প্রণয়ন করা ।
বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি তৈরী এবং বিভিন্ন মাধ্যমে তা প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করা ।
প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে উপযুক্ত প্রার্থী নির্বাচন, সাক্ষাৎকার বোর্ড গঠন, নিয়োগ পরীক্ষা আয়োজন এবং সমন্বয় করা।
চূড়ান্ত বাছাইকৃত প্রার্থীদের Background Check, Reference Check সম্পন্ন করা।
পিবিকে-এর নীতিমালা ও নির্দেশিকা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট রেকর্ড সংরক্ষণ করা।
সংস্থার বর্তমান ও ভবিষ্যৎ জনবল চাহিদা পূরণের জন্য Talent Pipeline তৈরী ও সংরক্ষণ করা ।
২. নতুন কর্মীদের যোগদান এবং ওরিয়েন্টেশন:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সকল ডকুমেন্ট যাচাই এবং নিয়োগ সংক্রান্ত সকল ডকুমেন্ট প্রস্তুত করা ।
নতুন যোগদানকৃত কর্মীদের চাকরীর শর্তাবলী, প্রতিষ্ঠানের নীতিমালা, কাজের পরিবেশ এবং প্রতিষ্ঠানের সংস্কৃতি সম্পর্কে ওরিয়েন্টেশন প্রদান ।
চাহিদার ভিত্তিতে জোনাল ম্যানেজার/সংশ্লিষ্ট বিভাগ প্রধানের সাথে সমন্বয়পূর্বক নতুন কর্মীদের পোস্টিং/পদায়ন নিশ্চিত করা ।
৩. কর্মী সম্পর্ক ও সম্পৃক্ততা:
Apply Link - https://hotjobs.bdjobs.com/jobs/pbk/pbk37.htm
উন্মুক্ত যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানের মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে একটি ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টি করা ।
কর্মীদের বিভিন্ন প্রশ্ন, সমস্যা ও অভিযোগ সম্পর্কে প্রয়োজনীয় সহযোগীতা ও সমাধান দেওয়া ।
কর্মীদের মধ্যে উদ্ভূত বিরোধের মধ্যস্থতা করা ও তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
কর্মী সম্পৃক্ততা (Employee Engagement) বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা এবং কর্মী ধরে রাখার (Retention) কৌশল বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করা ।
কর্মীদের বার্ষিক কর্ম-দক্ষতা মূল্যায়ন প্রক্রিয়া/পদ্ধতি নির্ধারণ ও বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগীতা করা ।
কর্মীদের দক্ষতা ও কাজের মান বিশ্লেষণ করে চাকরী স্থায়ীকরণ, ইনসেনটিভ ও পদোন্নতির সুপারিশ করা।
কর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করা ।
৪. মানব সম্পদ ব্যবস্থাপনা:
Apply Link - https://hotjobs.bdjobs.com/jobs/pbk/pbk37.htm
কর্মীদের শৃঙ্খলা ভঙ্গ, অনুপস্থিতি, পারফরমেন্স সংক্রান্ত সমস্যা ইত্যাদি বিষয়ে নীতিমালা অনুসারে ব্যবস্থা গ্রহণ করা ।
সংস্থার অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে কর্মীদের সংস্থার আচরণবিধি সম্পর্কে অবহিত করা।
কর্মীদের বদলী, ছুটি, পদোন্নতি, পদাবনতি, চাকরী বিচ্যূতি, চূড়ান্ত দেনা-পাওনা নিস্পত্তিসহ মানব সম্পদ প্রশাসন ও ব্যবস্থাপনা সংক্রান্ত সকল বিষয় পরিচালনা এবং প্রয়োজনীয় পত্রাদি প্রস্তুত, প্রেরণ এবং বাস্তবায়ন নিশ্চিত করা ।
মানব সম্পদ প্রশাসন ও ব্যবস্থাপনা সংক্রান্ত সকল বিষয়ে শ্রম আইন, এমআরএ'র গাইডলাইন এবং সংস্থার নীতিমালা অনুসরণ নিশ্চিত করা ।
মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে শাখা, এরিয়া এবং জোন পর্যায়ে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা।
৫. মানব সম্পদ সংক্রান্ত নথিপত্র ও সফটওয়্যার ব্যবস্থাপনা :
সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা প্রক্রিয়া উন্নয়ন এবং Digital Transformation -এ সার্বিক সহযোগিতা করা ।
সংস্থার নীতিমালা অনুযায়ী কর্মীদের ব্যাক্তিগত নথি এবং মানব সম্পদ বিভাগের বিভিন্ন নথিপত্র ব্যবস্থাপনা এবং তা নিয়মিত হালনাগাদ রাখা নিশ্চিত করা। কর্মীদের সকল প্রকার তথ্য মানব সম্পদ সফটওয়্যারে অর্ন্তভূক্তি, নিয়মিত হালনাগাদকরন নিশ্চিত করা ।
৬. তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরী:
সংস্থার মানব সম্পদ সংক্রান্ত তথ্য বিশ্লেষণপূর্বক বিভিন্ন প্রতিবেদন (যেমন : কর্মী বিচ্যূতির হার, কর্মী ধরে রাখার হার, উপস্থিতি, ছুটি, জনবলের সময় ভিত্তিক অবস্থা, কর্মী সন্তুষ্টি জরিপ ইত্যাদি তৈরী করা ।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণ এবং মানব সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়া উন্নয়নে সহযোগিতা করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য, পরিসংখ্যান প্রতিবেদন তৈরী করা ।
এছাড়াও কর্তৃপক্ষ নির্দেশিত অন্যান্য দায়িত্ব পালন করা ।
শিক্ষাগত যোগ্যতা:
Apply Link - https://hotjobs.bdjobs.com/jobs/pbk/pbk37.htm
যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা/ব্যবসায় প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাশ হতে হবে। শিক্ষাজীবনে কোন তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয় ।
মানব সম্পদ ব্যবস্থাপনায় পেশাদার সার্টিফিকেশন (যেমন : PGDHRM, SHRM, HRMP) অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে ।
অভিজ্ঞতা: স্বনামধন্য কোন বেসরকারী উন্নয়ন সংস্থাতে মানব সম্পদ ব্যবস্থাপনায় কমপক্ষে ৬ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ২ বছর এ্যাসিসটেন্ট/ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোফিন্যান্স এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার হিসেবে বিচেনা করা হবে।
অন্যান্য যোগ্যতা ও দক্ষতা:
বয়স: অনুর্ধ্ব ৪০ বছর
নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
বাংলা ও ইংরেজিতে প্রতিবেদন তৈরী এবং মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক পত্রাদি তৈরীতে পারদর্শী হতে হবে।
বাংলা ও ইংরেজী টাইপিংসহ কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এবং এইচ আর সফটওয়্যার ব্যবহার জানা বাধ্যতামূলক চমৎকার যোগাযোগ ও আন্তঃব্যক্তিক সম্পর্ক স্থাপন দক্ষতা থাকতে হবে।
চাপের মধ্যে কাজ করতে সক্ষম ও নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার দক্ষতা থাকতে হবে।
একক ও দলগত কাজ এবং টীম ম্যানেজমেন্ট দক্ষতা থাকতে হবে ।
কর্মস্থল: সংস্থার প্রধান কার্যালয়, ঢাকা। প্রয়োজনে মাঠ পরিদর্শন করতে হবে।
বেতন-ভাতা: শিক্ষানবীশকালে (০৬ মাস) সর্বসাকূল্য ৪২,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪৮,৭৫০ টাকা।
Apply Link - https://hotjobs.bdjobs.com/jobs/pbk/pbk37.htm
অন্যান্য সুবিধা: স্থায়ীকরণের পর সংস্থার প্রচলিত বিধিমোতাবেক বেতনস্কেল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, কর্মী কল্যাণ তহবিল সুবিধাসহ প্রযোজ্য সকল সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের কপি, সকল শিক্ষগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন আগামী ১৩.০৩.২০২৫ ইং তারিখ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টসমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপর/ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
বি:দ্র: কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে অত্র নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনপ্রকার ভাতা প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে। চাকুরীর জন্য কোন প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে।
আবেদন পাঠানো ও যোগাযোগের ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। ই-মেইল- pbkhrd0007@gmail.com পল্লী বিকাশ কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট https://pbk-bd.org/ ভিজিট করতে পারেন।
Apply Link - https://hotjobs.bdjobs.com/jobs/pbk/pbk37.htm
Friday, March 7, 2025
HSC পাসেই ১৪০০০ বেতনে চাকরি দিচ্ছে পাইকারিঘর ঢাকাতে অফিসের গাড়িতে যাতায়াত সুবিধা আছে
কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ
Vacancy: 20
Job Description / Responsibility
Apply Link - https://hotjobs.bdjobs.com/jobs/paikarighor/paikarighor14.htm
পাইকারিঘর একটি ই-কমার্স প্রতিষ্ঠান। এখানে organic স্কিন ও হেয়ার কেয়ার এর পণ্য নিয়ে কাজ করা হয়।অত্র প্রতিষ্ঠানের ইভনিং শিফট এর জন্য দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত কল সেন্টার এক্সিকিউটিভ পদে কিছু সংখ্যংক মহিলা এবং পুরুষ নিয়োগ করা হবে।
মূল দায়িত্ব:
কল রিসিভিং
গ্রাহককে সঠিক তথ্য প্রদান করা
নতুন পণ্য এবং পরিষেবার জন্য গ্রাহকদের জানানো
টেলিমার্কেটিং প্রচারাভিযান
ক্লায়েন্ট ডাটাবেস রক্ষণাবেক্ষণ
প্রতিক্রিয়া এবং সহযোগিতা
লক্ষ্য উন্নয়ন এবং অর্জন ,কল সেন্টার অপারেশন।
Employment Status: FullTime
Apply Link - https://hotjobs.bdjobs.com/jobs/paikarighor/paikarighor14.htm
Educational Requirements: HSC
Experience Requirements
1 to 2 year(s)
The applicants should have experience in the following business area(s): E-commerce,E-commerce Startup,F-commerce
Job Location: Dhaka (Nikunja)
Salary: Tk. 12000 - 14000 (Monthly)
Compensation & Other Benefits
ঢাকা সিটি এর মধ্যে ট্রান্সপোর্ট সুবিধা দেয়া হবে
Apply Procedure
Application Deadline : April 4, 2025
Apply Link - https://hotjobs.bdjobs.com/jobs/paikarighor/paikarighor14.htm
কেন গ্রেফতার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্রদের?
চাদাবাজি ও ভাংচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৪ জনকে আটক করেছে পুলিশ। তারা ৩ লাখ টাকা চাদাবাজি করে ও দোকানের মালামাল ভাংচুর করে।
সন্ধ্যা ৬ টা থেকে রাত ৩ টা পর্যন্ত ৩৫০০০০ বেতনে এই কাজ করতে পারেন
আবশ্যকতা
শিক্ষা
একটি স্তর
অভিজ্ঞতা
কমপক্ষে ১ বছর
Apply Link - https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1345596
আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে:
বীমা, টেলিযোগাযোগ, বিপিও/ডেটা এন্ট্রি ফার্ম, পরামর্শ সংস্থা, বিদেশী কোম্পানি, ইমিগ্রেশন/ভিসা প্রক্রিয়াকরণ, কল সেন্টার, স্বাস্থ্যসেবা স্টার্টআপ
নবীনদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
অতিরিক্ত প্রয়োজনীয়তাসমূহ
বয়স ২৫ থেকে ৩৫ বছর
ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকা আবশ্যক।
হিন্দিতে কথা বলার দক্ষতা
কলেজ ডিগ্রি থাকা বাধ্যতামূলক নয়
দায়িত্ব এবং প্রেক্ষাপট
সমন্বয়কারী (রাতের শিফট - সন্ধ্যা ৬টা থেকে ভোর ৩টা)
Apply Link - https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1345596
ক্লায়েন্টের চাহিদা এবং যত্নশীলের প্রাপ্যতার উপর ভিত্তি করে ক্লায়েন্ট কেয়ার পরিষেবার সময়সূচী এবং সমন্বয় করুন।
স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে সহযোগিতায় মূল্যায়ন পরিচালনা করুন এবং যত্ন পরিকল্পনা তৈরি করুন।
ক্লায়েন্টের অগ্রগতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করুন এবং প্রয়োজন অনুসারে যত্ন পরিকল্পনা সামঞ্জস্য করুন।
মামলার জন্য সকল প্রাসঙ্গিক বিভাগের সাথে কার্যকর যোগাযোগ নিশ্চিত করুন।
অন্যান্য দায়িত্ব অর্পণ করা হবে অথবা প্রয়োজন অনুসারে।
দক্ষতা ও দক্ষতা
ক্লায়েন্টের সাথে যোগাযোগ
কম্পিউটার অপারেটর
ইংরেজিতে সাবলীল কথা বলা
হিন্দিতে সাবলীল ভাষী
মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলে ভালো
ভালো যোগাযোগ দক্ষতা
সু-আচরণযুক্ত
Apply Link - https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1345596
ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা
কর্মক্ষমতা বোনাস, সাপ্তাহিক ২টি ছুটি, ওভারটাইম ভাতা
বেতন পর্যালোচনা: বার্ষিক
উৎসব বোনাস: ৩টি
কর্মক্ষেত্র
অফিসে কাজ
চাকরির ধরন
পূর্ণকালীন
কর্মস্থল
ঢাকা (শ্যামলী)
চাকরির হাইলাইটস
একটি আমেরিকান সংস্থার ব্যাক অফিস (কটেজ হোমকেয়ার সার্ভিসেস_ https://cottagehomecare.com/ )
অন-সাইট জব: রূপায়ণ শেলফোর্ড টাওয়ার, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-1207
নাইট শিফট (সন্ধ্যা ৬টা-ভোর ৩টা_সোমবার-শুক্রবার)
Apply Link - https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1345596
আবেদন করার আগে পড়ুন
HR থেকে আগে থেকে ফোন পেতে, অনুগ্রহ করে আপনার পরিচয় লিপিবদ্ধ করুন, আপনি কেন চাকরি খুঁজছেন তার কারণ সহ, এবং আপনার জীবনবৃত্তান্ত সহ এটি 01886850500 নম্বরে পাঠান।
ইংরেজিতে পারদর্শী না হলে আবেদন করবেন না।
কোম্পানির তথ্য
যত্ন নির্দেশিকা
এই কোম্পানির আরও চাকরি
ঠিকানা::
রূপায়ন শেলফোর্ড টাওয়ার
ব্যবসা:
Apply Link - https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1345596
একটি আমেরিকান হোম কেয়ার এজেন্সি
৫৬৭৫৩ বেতনে অফিসার পদে চাকরি দিচ্ছে প্রত্যাশী অভিজ্ঞতার দরকার নেই
পদের নাম: অফিসার (এমআইএস এবং মিল)
পদ সংখ্যা: ০১ টি
পোস্টিং এর স্থান: রামু, কক্সবাজার
চুক্তির মেয়াদ: ৩১ জানুয়ারী ২০২৬ পর্যন্ত।
চাকরির সারসংক্ষেপ
প্রতিষ্ঠার পর থেকে দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করে আসছে একটি সামাজিক উন্নয়ন সংস্থা, যার লক্ষ্য সকলের মর্যাদা ও সমৃদ্ধির সাথে জীবনযাপন নিশ্চিত করা। জীবন বাঁচাতে এবং সমান মূল্যবোধ এবং অগ্রাধিকারের সাথে জীবনযাপনের সুবিধা প্রদানের জন্য প্রত্যাশী সম্প্রদায়ের কাছে মৌলিক চাহিদা এবং সহায়তা পৌঁছে দেয়। প্রত্যাশী সম্প্রদায়ের সুবিধাবঞ্চিত অংশের জন্য কাজ করে, প্রাসঙ্গিকভাবে কার্যকর এবং পরিবেশগতভাবে টেকসই কৌশল অনুসরণ করে তাদের জরুরি চাহিদা পূরণ করে। প্রত্যাশী ২০১৭ সালের আগস্ট থেকে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত আশ্রয়দাতা এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে প্রথম প্রতিক্রিয়াশীল হিসেবে মানবিক প্রতিক্রিয়ায় শরণার্থী জনগোষ্ঠীকে সক্রিয়ভাবে সহায়তা করে আসছে। প্রত্যাশী মানবতা এবং দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি তার প্রতিশ্রুতি পূরণের জন্য এই সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সজাগভাবে সহায়তা করে আসছে।
কক্সবাজারের ক্ষতিগ্রস্ত আশ্রয়দাতা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য উন্নত খাদ্য নিরাপত্তা এবং জীবিকা নিশ্চিত করার জন্য, পরিবেশগতভাবে টেকসই উপায়ে পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করার জন্য, প্রত্যাশী রামু উপজেলা/উপজেলায় WFP কক্সবাজার স্থিতিস্থাপকতা কর্মসূচির "জীবিকা" কার্যক্রম বাস্তবায়ন করতে চলেছে। প্রত্যাশী প্রকল্পের জন্য অফিসার (MIS & MEAL) শীর্ষক শূন্য পদের জন্য আবেদনপত্র আহ্বান করে এবং বাংলাদেশে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত আশ্রয়দাতা এবং স্থানীয় সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে অবদান রাখতে উৎসাহী ব্যক্তিদের উৎসাহিত করে। এই পদটি পরিকল্পিত প্রকল্প উদ্যোগের উপর নজরদারি হস্তক্ষেপ সহজতর করার মাধ্যমে কর্মসূচির মান নিশ্চিত করার জন্য দায়ী থাকবে।
রিপোর্টিং
অফিসার (এমআইএস এবং মিল) প্রত্যয়ীর মিল ম্যানেজারের কাছে রিপোর্ট করবেন। তাকে তার সহকর্মী, প্রকল্প দল এবং সংস্থার অন্যান্য অগ্রাধিকার দলগুলির সাথে কার্যকরী সম্পর্ক বজায় রাখতে হবে। তাকে অবশ্যই সংস্থার প্রোগ্রাম এবং পরিচালনা উভয় ক্ষেত্রেই অন্যান্য দল এবং ইউনিটের সাথে যোগাযোগ করতে সক্ষম হতে হবে।
মূল দায়িত্ব
প্রকল্পের প্রধান এবং অন্যান্য কর্মীদের সাথে সমন্বয় করে কেন্দ্রবিন্দু থেকে প্রকল্পের সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করুন।
প্রতিটি প্রকল্পের উপাদান এবং সমস্ত প্রকল্প সূচকের জন্য বেসলাইন ডেটা তৈরি করুন।
মাঠ পরিদর্শন এবং প্রকল্পের সরাসরি সুবিধাভোগীদের সাথে আলোচনার মাধ্যমে প্রকল্পের ফলাফল বাছাই করার জন্য বিভিন্ন পর্যবেক্ষণ সরঞ্জাম এবং ফর্ম্যাট তৈরি করুন।
প্রকল্পের কর্মপরিকল্পনা অনুসরণে প্রকল্প দলকে সহায়তা করুন এবং প্রকল্পের কার্যক্রম এবং প্রাসঙ্গিক সময়সীমা অনুসারে এটি আপডেট রাখুন।
MoDA/KoBo টুলবক্স ব্যবহার করে কর্মক্ষমতা সূচকের বিপরীতে কৃতিত্ব পরিমাপ করার জন্য নিয়মিতভাবে তথ্য সংগ্রহ করুন।
M&E ডাটাবেস রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করা; ডেটা ম্যানেজমেন্ট সফ্টওয়্যার ব্যবহার করে ফলাফল বিশ্লেষণ এবং একত্রিত করা।
জনগণের জন্য সচেতনতা বৃদ্ধির উদ্যোগের অগ্রগতি পর্যবেক্ষণ ও ট্র্যাক করা এবং প্রত্যাবর্তনকারী মহিলাদের জন্য উদ্যোক্তাদের উদ্যোগ তৈরি করা।
প্রকল্প সমন্বয়কারী এবং অন্যান্য মাঠ পর্যায়ের কর্মীদের সাথে সমন্বয়ের মাধ্যমে সাপ্তাহিক/মাসিক/ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি করা।
প্রকল্পের গুণগত ফলাফল ক্যাপচার করার জন্য শেখা পাঠগুলি চিহ্নিত করুন এবং কেস স্টাডি তৈরি করুন।
M&E ফলাফল ব্যবহার করে প্রকল্পের কর্মক্ষমতা উন্নত করার জন্য প্রকল্প ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তাদের পরামর্শ প্রদান করুন।
M&E ফলাফলের উপর প্রতিবেদন তৈরি করুন এবং প্রয়োজন অনুসারে M&E তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপনা প্রস্তুত করুন।
পর্যবেক্ষণ তথ্য মাসিক এবং ত্রৈমাসিক সভায় এবং ভবিষ্যতের পদক্ষেপের প্রভাবের পরিপ্রেক্ষিতে সময়োপযোগীভাবে আলোচনা করা হয়েছে কিনা তা পরীক্ষা করুন।
দাতা সংস্থার প্রয়োজনীয়তা অনুসারে প্রকল্পের কার্যক্রম এবং ফলাফলের উপর বিশেষ প্রতিবেদন তৈরি করুন।
একটি কার্যকর MEAL সিস্টেমের জন্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক এবং উপযুক্ত তথ্য সংগ্রহ নিশ্চিত করতে প্রকল্প সমন্বয়কারী এবং অন্যান্য দায়েরকৃত কর্মীদের সাথে কাজ করুন যা প্রকল্প বাস্তবায়নের শক্তি, দুর্বলতা এবং ফাঁকগুলি পর্যবেক্ষণ করতে এবং দাতাদের প্রতিশ্রুতি সম্পর্কে প্রতিবেদন করার জন্য ব্যবহার করা হবে।
সাংগঠনিক নীতি অনুসারে প্রকল্পের সকল কার্যক্রমে অংশগ্রহণ, লিঙ্গ, বয়স এবং প্রতিবন্ধকতার মতো আন্তঃসম্পর্কিত বিষয়গুলি কার্যকরভাবে সমাধান/মূলধারায় অন্তর্ভুক্ত করা নিশ্চিত করুন।
প্রোগ্রাম বিতরণে লিঙ্গ, বয়স, প্রতিবন্ধিতা বিচ্ছিন্ন তথ্য (SADD), জবাবদিহিতা এবং লিঙ্গ মান ধারাবাহিকভাবে মেনে চলা নিশ্চিত করুন।
মান উন্নয়নের সুবিধার্থে প্রতিশ্রুতি প্রোগ্রাম টিমের কাছে অভিযোগ প্রতিবেদন এবং প্রতিক্রিয়া ব্যবস্থা (CRFM) জবাবদিহিতার তথ্য নিয়মিতভাবে সংগ্রহ এবং বিশ্লেষণ করুন।
সুরক্ষা এবং PSEA-এর প্রতি সাংগঠনিক মূল্যবোধ এবং নিয়মাবলী
কর্মক্ষেত্রে যৌন হয়রানি, শোষণ ও নির্যাতন, সততার অভাব এবং আর্থিক অসদাচরণ সহ যেকোনো ধরণের অবাঞ্ছিত আচরণ প্রতিরোধে প্রত্যাশী এবং কর্মীরা সর্বদা শিশু, যুবক এবং প্রাপ্তবয়স্কদের কল্যাণে অবদান রাখবেন বলে আশা করে। প্রত্যাশী আমাদের আচরণবিধির মাধ্যমে সমস্ত কর্মী এবং স্বেচ্ছাসেবকদের এই প্রতিশ্রুতি ভাগ করে নেওয়ার প্রত্যাশা করে। আমরা নিশ্চিত করার উপর উচ্চ অগ্রাধিকার দিই যে কেবলমাত্র যারা এই প্রতিশ্রুতি ভাগ করে এবং প্রদর্শন করে তাদেরই আমাদের সাথে কাজ করার জন্য নিয়োগ করা হয়।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা
যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষ করে সামাজিক বিজ্ঞান, পরিসংখ্যানে।
প্রকল্পের পর্যবেক্ষণ এবং মূল্যায়নে জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় কমপক্ষে ০৪ বছরের পেশাদার অভিজ্ঞতা।
কারিগরি দক্ষতা
ইংরেজি এবং বাংলায় পেশাদার লেখা এবং বলার ক্ষমতা থাকতে হবে, যেমন ফিল্ড ভিজিট রিপোর্ট, ইভেন্ট রিপোর্ট, কেস স্টাডি/গল্প, কন্টেন্ট রাইটিং ইত্যাদি।
এমএস অফিস স্যুটে দক্ষ।
SPSS, KoBo টুলবক্স, ডেটা ম্যানেজমেন্টে কাজের দক্ষতা থাকতে হবে।
সময়মত সিদ্ধান্ত নিতে, অগ্রাধিকার দিতে এবং বহুমুখী কাজ নির্বিঘ্নে করতে সক্ষম।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মোট বেতন হবে ৫৬,৭৫৩ টাকা, অবদানমূলক ভবিষ্য তহবিল ২৮৩০ টাকা, মাসিক বোনাস ৫৪১৭ টাকা এবং নিয়মিত ভ্রমণ ও যোগাযোগ বিল।
আবেদনের নির্দেশাবলী
উপরোক্ত প্রয়োজনীয়তা পূরণকারীদেরই কেবল এই নির্দেশাবলী অনুসরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আবেদনের শেষ তারিখ ১৩/০৩/২০২৫
নির্দেশনা প্রয়োগ করুন
অথবা
আগ্রহী আবেদনকারীদের প্রাসঙ্গিক পটভূমি সহ একটি কভার লেটার, জীবনবৃত্তান্ত (সিভি) এবং সাম্প্রতিক ছবি সহ career.prottyashi@gmail.com ঠিকানায় আবেদন করতে হবে।
বিঃদ্রঃ:
প্রত্যাশীর লক্ষ্য হলো জাতি, বয়স, লিঙ্গ, এইচআইভি অবস্থা, শ্রেণী, জাতিগততা, অক্ষমতা, অবস্থান এবং ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে এমন একটি বৈচিত্র্যময় কর্মীবাহিনীকে আকর্ষণ করা এবং নির্বাচন করা।
মহিলাদের আবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
যেকোনো ব্যক্তিগত প্ররোচনা/ফোন কলের ফলে প্রার্থীতা বাতিল করা হবে। আমরা প্রয়োজনীয় মানদণ্ড পূরণকারী প্রতিবন্ধী প্রার্থীদের সাক্ষাৎকারের নিশ্চয়তা দিচ্ছি।
বৈষম্য, হয়রানি এবং নির্যাতনের প্রতি প্রত্যাশীর শূন্য সহনশীলতার নীতি রয়েছে। সকল কর্মচারীর কাছ থেকে প্রত্যাশীর যৌন শোষণ এবং নির্যাতন থেকে সুরক্ষা এবং শিশু সুরক্ষা নীতি মেনে চলার আশা করা হচ্ছে।
সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ এবং বহিরাগত আবেদনকারীদের সমানভাবে বিবেচনা করা হবে।
নিয়োগের সময় স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার জন্য, অভ্যন্তরীণ প্রার্থীদের তাদের লাইন ম্যানেজারদের সাথে সম্ভাব্য আবেদনগুলি নিয়ে আলোচনা করা উচিত যাতে সংশ্লিষ্ট লাইন ম্যানেজাররা তাদের আবেদনগুলি অনুমোদন করে।
প্রতিশ্রুতির সাথে পদের জন্য আবেদন করার জন্য কোনও খরচ নেই। চাকরির আবেদনের খরচের জন্য যেকোনো আবেদনকে প্রতারণামূলক হিসেবে বিবেচনা করা উচিত।
কি হয়েছে? কিসের যুদ্ধ?
বায়তুল মোকারাম থেকে হিজবুত তাহরিরের মিছিলকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ ও কাদানে গ্যাসের তান্ডবে যুদ্ধক্ষেত্রে পরিনত হয়েছে বায়তুল মোকাররাম
Thursday, March 6, 2025
কুড়িলে ফুল নাইট ২৫০০০ বেতনে কাজ করতে চাইলে নিতে পারেন এই কাজ
আবশ্যকতা
শিক্ষা
স্নাতক/সম্মান
অভিজ্ঞতা
কমপক্ষে ১ বছর
আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে:
আইটি সক্ষম পরিষেবা, বিপিও/ডেটা এন্ট্রি ফার্ম, বহুজাতিক কোম্পানি, ডাইরেক্ট সেলিং/মার্কেটিং সার্ভিস কোম্পানি।
নবীনদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
অতিরিক্ত প্রয়োজনীয়তাসমূহ
বয়স ২৩ থেকে ৩০ বছর
প্রার্থীর দৃষ্টিশক্তি ভালো, বানান, ব্যাকরণ এবং বিরামচিহ্নের দক্ষতা ভালো এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা থাকতে হবে।
দায়িত্ব এবং প্রেক্ষাপট
এই শূন্যপদটি শুধুমাত্র নাইট শিফট বিশ্লেষক পদের জন্য।
পরিষেবার মান এবং গ্রাহক সেবা নিশ্চিত করুন
গুরুত্বপূর্ণ গ্রাহক এবং বিক্রেতাদের সাথে সম্পর্ক ব্যবস্থাপনা।
অগ্রাধিকার চ্যানেলগুলিতে অগ্রাধিকার বিভাগের জন্য চ্যানেল বৃদ্ধি নিশ্চিত করুন।
নতুন শ্রেণীর জন্য বাজার উন্নয়নে গতি আনুন।
বাজারে উদ্ভাবনকে উৎসাহিত করুন
বিতরণ উন্নয়ন এবং উৎপাদনশীলতায় অবদানের মান বৃদ্ধি করুন।
দক্ষতা ও দক্ষতা
কম্পিউটার দক্ষতা
ইংরেজি ব্যাকরণ
ইন্টারনেট এবং ইমেল
মাইক্রোসফট অফিস স্যুট
সম্পত্তি সংরক্ষণ
বানান
শক্তিশালী যোগাযোগ দক্ষতা।
ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা
পারফরম্যান্স বোনাস, সাপ্তাহিক ২টি ছুটি, প্রভিডেন্ট ফান্ড
বেতন পর্যালোচনা: বার্ষিক
উৎসব বোনাস: ২টি
বন্ধুত্বপূর্ণ কর্ম পরিবেশ
কর্পোরেট ব্যাংকিং সুবিধা
সীমাহীন কফি
কর্মক্ষেত্র
অফিসে কাজ
চাকরির ধরন
পূর্ণকালীন
কর্মস্থল
ঢাকা (কুড়িল)
চাকরির হাইলাইটস
বিশ্লেষক কোম্পানির কার্যকলাপ পরিকল্পনা এবং কৌশলগুলির সর্বোত্তম বাস্তবায়নের জন্য দায়ী থাকবেন।
কাজের আদেশ প্রক্রিয়া, বিশ্লেষণ এবং মূল্যায়ন করুন এবং বিদেশী ক্লায়েন্টদের কাছে জমা দিন।
কোম্পানির তথ্য
এক্সজোন আইটি পার্ক প্রাইভেট লিমিটেড
ঠিকানা::
র্যাঙ্ক বিজনেস সেন্টার, ৬ষ্ঠ তলা, কা-২১৮/২, প্রগতি সরোনি, কুড়িল, ঢাকা-১২২৯
ব্যবসা:
আমরা বিজনেস প্রসেসিং আউটসোর্সিং, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট, ভয়েস ওভার সার্ভিস, আইটি কনসালটেন্সি এবং ডেটা প্রসেসিং করি এবং আমরা কার্যকারিতা এবং ফলাফল সহ রক্ষণাবেক্ষণ এবং গ্রাহক সহায়তা সমাধান প্রদান করি।
Wednesday, March 5, 2025
কেন কখন কোথায় সারজিসকে হামলা করে শিক্ষার্থীরা?
সারজিস গিয়েছিল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আলোচনা করার জন্য। কিন্তু শিক্ষার্থীরা সারজিসকে সাদরে গ্রহন করেনি। তারা সারজিসকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়।
Random Posts
জিপিএ ২.২৫ থাকলে শুরুতেই ১২০০০ বেতনে এসিষ্টেন্ট টিচার নিচ্ছে রেইনবো স্কুল অভিজ্ঞতা কোন দরকার নেই যেকোন সাব্জেক্টে পাস ডিগ্রী লাগবে
Apply Link - https://www.ltlyrics.com/2025/02/teacher-school.html?q=teacher+training+south+africa
এপ্লাই করেন স্কুলে
Random Post
Loading...
এই মাসের চাকরি গুলো
-
▼
2025
(341)
-
▼
March
(39)
- সরাসরি ৩০০০০ বেতনে নাইট শিফটে কাজ HSC পাস অফিস বাড...
- যত দ্রুত পারেন এই ৩ চাকরিতে এপ্লাই করে রাখুন ঈদের ...
- সিংগাপুর এয়ারলাইন্স যেকোন শিক্ষায় ৭৫০০০ বেতনে কাষ্...
- শুধুমাত্র LLB পাস থাকলেই ১৫০০০ বেতনে ইন্টার্ন হিসে...
- শাহীন শিক্ষা পরিবারে ১৫০০০ বেতনে ৪০ জন শিক্ষক নিচ্ছে
- সরকারি অফিসের ছুটিতে থাকার কর্মীর শুন্যপদে ৪৫০০০ ব...
- কন্ট্রাক্টে চাকরি দিচ্ছে সিটি ব্যাংক
- সরকারি অফিস সহকারি পদে ৩৯১৭০ বেতনে Job দিচ্ছে
- সরকারি মাধ্যমিক স্কুলের Assistant Teacher নিয়োগ বি...
- পুর্বে যারা ২/১ মাস অন্য কোথাও কাজ করেছেন কিন্তু ভ...
- পানি উন্নয়ন বোর্ডে যেকোন শিক্ষায় ৫৩০০০ বেতনে জব দি...
- লাইসেন্স সহ বাইক চালানো জানলে শিক্ষানবিশ হিসেবে ২৪...
- শরিফ মেলামাইনের শরিফ হাউজিং অফিসে HSC পাসেই ৩২০০০ ...
- কমিউনিটি ব্যাংকে HSC পাসেই অফিসার পদে ২৫০০০ বেতনে ...
- কি হয়েছে? ঘটনা কি?
- ৬ মাস ট্রেনিংকালে ৪২০০০ বেতন ট্রেনিং শেষে ৬ মাস পর...
- HSC পাসেই ১৪০০০ বেতনে চাকরি দিচ্ছে পাইকারিঘর ঢাকাত...
- কেন গ্রেফতার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্রদের?
- সন্ধ্যা ৬ টা থেকে রাত ৩ টা পর্যন্ত ৩৫০০০০ বেতনে এই...
- ৫৬৭৫৩ বেতনে অফিসার পদে চাকরি দিচ্ছে প্রত্যাশী অভিজ...
- কি হয়েছে? কিসের যুদ্ধ?
- শহীদ পুলিশ স্মৃতি কলেজে বিনা অভিজ্ঞতায় ৩৯০০০ বেতনে...
- কুড়িলে ফুল নাইট ২৫০০০ বেতনে কাজ করতে চাইলে নিতে পা...
- কেন কখন কোথায় সারজিসকে হামলা করে শিক্ষার্থীরা?
- Apply Link for Brac 31000 Salary Jobs
- নিজের এলাকায় ২৫০০০ বেতনে অফিসার পদে চাকরি দিচ্ছে ব...
- নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান এবার বিজ্ঞপ্তিট...
- শুধুমাত্র LLB পাস থাকলেই ৫০০০০ থেকে ৭৫০০০ বেতনে চা...
- কবে কখন?
- ঘন্টায় ১০০০ বেতনে পার্ট টাইম ইন্টার্নি করার সুযোগ ...
- BUET ইঞ্জিনিয়ারিং SCHOOL ৫৩০০০ বেতনে শিক্ষক নিচ্ছে...
- একদম বিনা অভিজ্ঞতায় BA পাস শিক্ষার্থীদের ৪০০০০ বেত...
- ৬ মাসের জন্য ভারপ্রাপ্ত নিচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র...
- Apply Link FOR সরকারি অফিসের অভ্যর্থনাকারী পদে চাকরি
- সরকারি অফিসের অভ্যর্থনাকারী হিসেবে ২৩০০০ বেতনে কাজ...
- শুধু LLB থাকলেই ৮৫০০০ বেতনে Job নিন IFIC ব্যাংকে
- শুধুমাত্র LLB থাকলেই হাই সেলারিতে ইন্টার্নশিপের কা...
- কল সেন্টারে ২৫০০০ বেতনে চাকরি দিচ্ছে সিনার্জি
- ১৮০০০ বেতনে ডে বা নাইটে কাজ কাজ করতে পারেন
-
▼
March
(39)
- বিনাপ্রশ্নে যেকোন ষ্টুডেন্টকে শিক্ষানবিশ অফিসার (২২০০০ - ৫৩০০০) ও ম্যানেজার (৯৭০০ - ২৩৪৯০) পদে চাকরি দিচ্ছে গ্রামীণ ব্যাংক
- ইয়েলো দিচ্ছে শিক্ষার্থীদেরকে ২২০০০ বেতনে চাকরি। পার্ট টাইম করতে চাইলে ষ্টুডেন্ট হলে ডেইলি ৫৪০ এবং অন্যদের জন্য ৪৫০ করে দেয়া হবে সপ্তাহে ৩ দিন ৫ ঘন্টা।
- সরকারি প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ১৬০০০ - ৩৮০০০
Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা
Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক
Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫
- Job5: বিনাপ্রশ্নে যেকোন ষ্টুডেন্টকে শিক্ষানবিশ অফিসার (২২০০০ - ৫৩০০০) ও ম্যানেজার (৯৭০০ - ২৩৪৯০) পদে চাকরি দিচ্ছে গ্রামীণ ব্যাংক
- Job6: ইয়েলো দিচ্ছে শিক্ষার্থীদেরকে ২২০০০ বেতনে চাকরি। পার্ট টাইম করতে চাইলে ষ্টুডেন্ট হলে ডেইলি ৫৪০ এবং অন্যদের জন্য ৪৫০ করে দেয়া হবে সপ্তাহে ৩ দিন ৫ ঘন্টা।
- Job7: সরকারি প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ১৬০০০ - ৩৮০০০
- BankJob1: বেকার শিক্ষার্থীদের তেমন কোন হেসেল ছাড়াই হাই সেলারিতে চাকরি দিচ্ছে NRB BANK
- BankJob2: বলতে গেলে চাহিবামাত্র ব্র্যাক ব্যাংকে ষ্টুডেন্টদের জন্য ম্যানেজার হবার সুযোগ দিচ্ছে
- BankJob3: বিনাপ্রশ্নে যেকোন ষ্টুডেন্টকে শিক্ষানবিশ অফিসার (২২০০০ - ৫৩০০০) ও ম্যানেজার (৯৭০০ - ২৩৪৯০) পদে চাকরি দিচ্ছে গ্রামীণ ব্যাংক
Apply Link
- Apply to শুরুতেই ২৯৬০০ তে ৪৮১ পদে সরকারি সুবিধায় কর্মী নিবে পল্লী বিদ্যুৎ যা ৬ মাসে বেড়ে ৩১০৮০ হবে
- অবিশ্বাস্য ৪২ হাজার ৯ শ ৫০ এ কাজ দিচ্ছে পল্লী বিদ্যুৎ শিক্ষা লাগবে না শুধু বাংলা পড়তে ও লিখতে পারতে হবে
- আবাসিক স্কুলে সহকারি শিক্ষকতা করবেন? বাড়ি ভাড়া, চিকিৎসা নিজস্ব কোয়ার্টারে পরিবার সহ খাওয়া ও থাকার ব্যবস্থা সহ সরকারি স্কেলে ৩৮৬৮০
- ট্রাফিকে যে ৭০০ জন শিক্ষার্থীকে কাজ দেয়া হয়েছে তারা শিফটে ৪ ঘন্টা করে কাজ করছে প্রতি শিফটে ৪ ঘন্টার জন্য ভাতা ৫০০ ডাবল শিফট ১০০০
- পল্লী বিদ্যুৎ কাজ দিচ্ছে সম্মানী ৪১০০০ সাথে বাড়ি ভাড়া চিকিতসা ও আরো ভাতা
- বাইক চালাতে জানলে নিজ এলাকায় শিক্ষার্থীদের ২৪০০০ এ কাজ দিচ্ছে আকিজ ৬ মাসে বেড়ে হবে ২৬০০০
- শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য ১৩০০ পার্ট টাইম পদের সূচনা হচ্ছে মেট্রোরেলে ৬ ঘন্টা ৩ দিন মান্থলি কমবেশি ১৮০০০
- সিটিসেলে আবেদন জমা দেন (CityCell Apply)
Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.