বিমান
বাংলাদেশ এয়ারলাইনস লি: Biman BANGLADESH AIRLINES LTD.
HEAD OFFICE, BALAKA, KURMITOLA, DHAKA 1228 BANGLADESH, PHONES 80100148901580-04 FAX:86-02-001558. www.biman-airlines.com
সূত্র: ৩০.৩৪.০০০০.০৭৩.২৯.০০০.২৫/৫৯
নিয়োগ বিজ্ঞপ্তি
Apply Link
- https://alljobs.teletalk.com.bd/jobs/government/448?jobId=10311
তারিখ: ৩০-০১-২০২৫ খ্রিঃ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ নিম্নে লিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে:
ক্রঃ নং
০১
পদের নাম, বেতন বিভাগ, পদ সংখ্যা ও বয়স
জুনিয়র অপারেটর জিএসই (ক্যাজুয়াল)
বেতন বিভাগ ৩(১) প্রশাসন
পদ সংখ্যা: ৮১ টি
০২
০৩
বয়স: ০৪-০২-২০২৫ খ্রিঃ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
জুনিয়র মেকানিক জিএসই
বেতন বিভাগ ৩(১) প্রশাসন
বেতন স্কেল টাঃ ১১০০০----২৬৫৯০/-
পদ সংখ্যা: ৪১ টি
বয়স: ০৪-০২-২০২৫ খ্রিঃ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই
বেতন বিভাগ ৩(১) প্রশাসন
বেতন স্কেল টাঃ ১১০০০----২৬৫৯০/-
পদ সংখ্যা: ৩০ টি
বয়স: ০৪-০২-২০২৫ খ্রিঃ তারিখে অনূর্ধ্ব ৩২
বছর।
Apply Link
- https://alljobs.teletalk.com.bd/jobs/government/448?jobId=10311
শর্তাবলি ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি।
শিক্ষাগত যোগ্যতা
১) কমপক্ষে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
২) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে।
৩) যানবাহন চালনায় তিন (০৩) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১) মেকানিক্যাল/মেকাট্রোনিক্স এর উপর ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
২) এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) থাকতে হবে। 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে ন্যূনতম 'সি' এবং ডিপ্লোমাতে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
৩) কম্পিউটার চালনায় জ্ঞান অবশ্যই থাকতে হবে।
৪) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
৫) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
১) ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/পাওয়ার/মেকাট্রোনিক্স এর উপর ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
২) এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) থাকতে হবে। 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে ন্যূনতম 'সি' এবং ডিপ্লোমাতে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে।
৩) কম্পিউটার চালনায় জ্ঞান অবশ্যই থাকতে হবে।
৪) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
৫) জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
০১। সকল পদে বয়সসীমা ০৪-০২-২০২৫ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
০২। ক্রমিক নং ১ এর বর্ণিত পদের নির্বাচিত প্রার্থীগণ ৮৯ দিন ভিত্তিতে (শর্তসাপেক্ষে নবায়নযোগ্য) নিয়োগপ্রাপ্ত হবেন। ক্রমিক নং ২ ও ৩ এর বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে ০৩ (তিন) বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক ০৩ (তিন) বছর চুক্তিভিক্তিক চাকুরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।
০৩। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন, সংযোজন (যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইটে www.biman.gov.bd এবং www.biman-airlines.com প্রকাশ করা হবে।
০৪। বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং পদের নাম সংশোধন/পরিবর্তন, পরীক্ষার সময়-সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
০৫। চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে/অনুমতিক্রমে আবেদন করতে হবে।
০৬। বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একইদিনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন।
০৭। প্রার্থী নির্বাচনে সরকারি বিধি-বিধান অনুসরণ করা হবে।
০৮। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:
Apply Link
- https://alljobs.teletalk.com.bd/jobs/government/448?jobId=10311
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের
সময়সীমা নিম্নরূপ:
1. অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ০৪-০২-২০২৫ খ্রিঃ, সকাল ১০:০০টা।
ii. অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ০৫-০৩-২০২৫ খ্রিঃ, বিকাল ০৫:০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS (এসএমএস)-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Apply Link
- https://alljobs.teletalk.com.bd/jobs/government/448?jobId=10311