Friday, January 24, 2025

NGO তে ৩২০০০ এ শিক্ষানবিশ চাকরি নিন

 

বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। ৩৮ বছরের এই পথ চলায় ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরি এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থালি পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সংস্থাটি ৩০ এর অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ৭০০ এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপন পূর্বক কার্যক্রম পরিচালনা করে আসছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কার প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা। বিস্তারিত জানতে ভিজিট করুন www.padakhep.org এই ঠিকানায়।

সংস্থার প্রধান কার্যালয়ে মানব সম্পদ ও প্রশাসন বিভাগের আওতায় “ম্যানেজার” পদে কর্মী নিয়োগের লক্ষ্যে দেশের স্বনামধন্য  কর্পোরেট প্রতিষ্ঠান বা এনজিও তে আইন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।

পদের নাম:ম্যানেজার
পদের সংখ্যা:৪টি
কর্মস্থল/কর্মএলাকা:প্রধান কার্যালয়, ঢাকা
চাকুরির ধরন:শিক্ষানবিশকাল ৬ মাস। পরবর্তীতে মূল্যায়নের ভিত্তিতে চাকুরি নিয়মিত করা হবে।

“ম্যানেজার” পদের দায়িত্বসমূহ:

  • সংস্থার ফিল্ড পর্যায়ে বকেয়া আদায় মনিটরিং করা।
  • বকেয়া গ্রাহকের নিকট হতে সংস্থার প্রাপ্য অর্থ আদায়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণকল্পে ব্রাঞ্চ নোটিশ ও আইনগত নোটিশ প্রেরণ বিষয়ে মনিটরিং ও নির্দেশনা প্রদান করা।  
  • বকেয়া আদায় ও মনিটরিং এবং মামলার কার্যক্রম পর্যালোচনার জন্য ফিল্ড ভ্রমণ করা।
  • যেকোনো প্রকল্পের কাজ শুরু করার আগে মাস্টার প্ল্যান প্রস্তুতকরণ এবং উক্ত মাস্টার প্ল্যান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কার্যসম্পাদন করা।
  • বকেয়া আদায় বিষয়ে মাসিক রিপোর্ট তৈরি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।
  • বকেয়া আদায় ও মামলার বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত অন্যান্য দায়িত্ব পালন করা।
  • ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো বিশেষ দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

ন্যূনতম এল.এল.বি। কোন স্বনামধন্য প্রতিষ্ঠান বা এনজিও তে লিগ্যাল সেল এ রিকভারী কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

অন্যান্য যোগ্যতা:

  • কম্পিউটারে বাংলা ও ইংরেজি লিখনে এবং এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং এ দক্ষ হতে হবে।
  • আন্তব্যক্তিক যোগাযোগ, সৃজনশীল চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।
  • প্রয়োজনে দেশের যে কোনো স্থানে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।          
  • শারীরিকভাবে সুস্থ, কর্মঠ, সৎ, বিচক্ষণ ও দায়িত্বশীল হতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা:

  • মাসিক সর্বমোট বেতন ৩২,০০০/- টাকা।
  • সফলভাবে শিক্ষানবিশকাল (৬ মাস) সমাপ্তি শেষে বর্ধিত বেতনে চাকুরি নিয়মিত করা সহ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, ইন্সুরেন্স সুবিধা, বছরে দু’টি উৎসব ভাতা, নববর্ষ / বৈশাখী ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রভৃতি প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রাপ্য হবেন।       

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী:

অনলাইন আবেদনের নিয়ম: উপরোল্লিখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র, সিভি (CV), রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জম্মসনদ, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র/ছাড়পত্র এসবের স্ক্যানকপি সংযুক্ত করে ই-মেইল করুন career@padakhep.org এই ঠিকানায়।

সরাসরি প্রধান কার্যালয়ে বা ডাকযোগে আবেদনের নিয়ম:

  • আগ্রহী প্রার্থীদের A-4 সাইজের সাদা কাগজে লিখিত আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (আপনাকে চিনবেন এমন দুই জন বিশিষ্ট ব্যক্তির ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ পূর্বক), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি স্পষ্ট রঙিন ছবি (ল্যাব প্রিন্ট), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ/ছাড়পত্র, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত সহ আগামী ৩০/০১/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে “নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, এস টাওয়ার, ২৮/১, পশ্চিম তেজতুরি বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫” এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।            
  • খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচি দরখাস্তে (সিভিতে) প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে।

আবেদনের শেষ সময়ঃ
৩০/০১/২০২৫ (সন্ধ্যা ৬:০০টা)

ড্রাইভিং জানলে ২২০০০ এ ইউএস বাংলা Airlines এ জব নিন


 

সরকারি জরিপের কাজে ২২০০০ এ চাকরি নিন



 

Thursday, January 23, 2025

৭০০০০ বেতনে শিক্ষার্থীরা ব্র্যাক ব্যাংকে এই জব নিন

 


ব্র্যাক ব্যাংক

ইয়াং লিডারস প্রোগ্রাম (YLP)

ব্র্যাক ব্যাংক বাংলাদেশের শীর্ষ টেকসই ব্যাংকগুলোর একটি। আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত, ব্র্যাক ব্যাংক বাংলাদেশে এসএমই ব্যাংকিং-এর পথপ্রদর্শক, ব্যক্তি এবং ব্যবসায়িক সত্ত্বাকে সম্পূর্ণ ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করে। শীর্ষস্থানীয় বৈশ্বিক এবং স্থানীয় রেটিং এজেন্সিগুলির সেরা ক্রেডিট রেটিং এবং অসংখ্য স্বীকৃতি সহ এর শক্তিশালী আর্থিক, দেশের সেরা ব্যাংক হওয়ার জন্য ব্যাংকের আকাঙ্ক্ষার কথা বলে।


ব্র্যাক ব্যাংকে, আমরা জনগণকে সাফল্যের মূল উপাদান হিসেবে দেখি। ব্র্যাক ব্যাংকের ওয়াইএলপি, নতুন স্নাতকদের জন্য সবচেয়ে প্রত্যাশিত প্রোগ্রাম, একটি শক্তিশালী এবং মেধাবী কর্মী গঠনে আমাদের বিনিয়োগের অংশ। আমাদের উদ্ভাবনী তরুণ নেতাদের অবশ্যই ব্যাংকের মধ্যে পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার জন্য সচেষ্ট হতে হবে। এই প্রোগ্রামটি কাঠামোগত শিক্ষার সুযোগ এবং ব্র্যাক ব্যাংকিং কার্যক্রমে সর্বাত্মক এক্সপোজার প্রদান করবে।


ন্যূনতম মানদণ্ড

ন্যূনতম মানদণ্ড

UGC-অনুমোদিত বা স্বীকৃত বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছরের স্নাতক

চমৎকার বিশ্লেষণাত্মক এবং সমস্যা সমাধানের দক্ষতা

বাংলা ও ইংরেজিতে কার্যকর যোগাযোগ

বাংলাদেশের যেকোনো স্থান থেকে কাজ করতে ইচ্ছুক

উচ্চাভিলাষী, স্মার্ট, এবং সততা এবং সামাজিক দক্ষতা সহ ফলাফল-ভিত্তিক

একটি দলে কাজ করার ক্ষমতা, স্ব-চালিত এবং পরিবর্তনের সাথে অভিযোজিত

টেক-স্যাভি, একটি নতুন ব্যাঙ্কিং ল্যান্ডস্কেপের জন্য ডিজিটাল রূপান্তরে অবদান রাখতে প্রস্তুত


ন্যূনতম মানদণ্ড

অফার এবং সুবিধা

তরুণ নেতারা প্রতি মাসে 70,000 টাকা মোট পারিশ্রমিক পাবেন

উন্নয়ন কর্মসূচী সমাপ্ত হলে, তরুণ নেতারা ব্যাঙ্কের প্রয়োজনীয়তার ভিত্তিতে বিভিন্ন বিভাগে প্রধান কর্মকর্তা হিসেবে নিযুক্ত হবেন।

ব্র্যাক ব্যাংক সফল তরুণ নেতাদের জন্য উত্তেজনাপূর্ণ শিক্ষার সুযোগ, একটি প্রতিযোগিতামূলক সুবিধার প্যাকেজ এবং সর্বোত্তম-শ্রেণীর কাজের পরিবেশ সহ একটি দ্রুত-ট্র্যাক ক্যারিয়ার অফার করে।

ব্র্যাক ব্যাংক একটি মূল্যবোধ-চালিত প্রতিষ্ঠান এবং সহকর্মী এবং আমরা যে সম্প্রদায়ে কাজ করি সেগুলি সহ এর সকল স্টেকহোল্ডারকে সকল প্রকার হয়রানি, অপব্যবহার, অবহেলা, শোষণ এবং বৈষম্য থেকে রক্ষা করতে বিশ্বাস করে। সমান সুযোগ সুবিধা প্রদানকারী হিসেবে, ব্র্যাক ব্যাংক যেকোন লিঙ্গ-বিচিত্র ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে আবেদন করতে উৎসাহিত করে। আমরা ব্যক্তিগত প্ররোচনাকে প্রার্থীতার অযোগ্যতা হিসাবে বিবেচনা করি।


আপনি যদি চ্যালেঞ্জটি নিতে চান, অনুগ্রহ করে 'অনলাইনে আবেদন করুন'।


যেভাবে আবেদন করবেন:

👉এখানে ক্লিক করে এপ্লাই করেন অথবা নিচের লিংকে ট্রাই করেন

https://www.bracbank.com/career/

আবেদন করতে নিচের লিঙ্কে ক্লিক করুন এখনই আবেদন করুন

বাছাই প্রক্রিয়া অনুযায়ী শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরবর্তী পর্যায়ের জন্য যোগাযোগ করা হবে। ব্র্যাক ব্যাংক কোনো কারণ ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।

ব্র্যাক ব্যাংক বাছাই প্রক্রিয়ার কোনো পর্যায়ে কোনো ফি নেয় না।

IFIC ব্যাংকে ট্রেইনি পদে চাকরি নেন



 

রাতের ৩ টা পর্যন্ত কাজ করতে পারলে এই কাজ নিন

 

যত্ন গাইড

সমন্বয়কারী ( নাইট শিফট) এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিন


শিক্ষা

এ লেভেল, স্নাতক/সম্মান

অভিজ্ঞতা

কমপক্ষে 1 বছর

রাতের ৩ টা পর্যন্ত কাজের এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিন


আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রের অভিজ্ঞতা থাকতে হবে:

বীমা, টেলিকমিউনিকেশন, বিপিও/ডাটা এন্ট্রি ফার্ম, কনসাল্টিং ফার্ম, বিদেশী কোম্পানি, ইমিগ্রেশন/ভিসা প্রসেসিং, কল সেন্টার, স্বাস্থ্যসেবা স্টার্টআপ

ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়।

অতিরিক্ত প্রয়োজনীয়তা

বয়স 20 থেকে 35 বছর

ইংরেজিতে সাবলীল কথা বলা।

হিন্দিতে সাবলীল কথা বলা।

সমস্যা-সমাধান: মসৃণ ক্রিয়াকলাপ বজায় রাখার জন্য সক্রিয়ভাবে সমস্যাগুলি চিহ্নিত করুন এবং সমাধানগুলি বাস্তবায়ন করুন।

যোগাযোগের দক্ষতা : স্পষ্ট এবং কার্যকর যোগাযোগের উপর জোর দিয়ে শক্তিশালী মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা।

আজকেই জয়েন করতে চাইলে খানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিন


সাংগঠনিক দক্ষতা: ক্লায়েন্টের চাহিদা মেটাতে সময় নির্ধারণ, পরিকল্পনা এবং সংস্থান পরিচালনায় দক্ষতা।

অভিযোজনযোগ্যতা: পরিবর্তনশীল অগ্রাধিকারগুলি পরিচালনা করার নমনীয়তা এবং বিকশিত ক্লায়েন্টের চাহিদাগুলির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য।

বৃদ্ধির সম্ভাবনা: একটি গতিশীল কাজের পরিবেশে ব্যক্তিগত এবং পেশাদার বৃদ্ধির সুযোগ।

দায়িত্ব ও প্রসঙ্গ

সমন্বয়কারী (নাইট শিফট: সন্ধ্যা ৬টা থেকে ভোর ৩টা)


মূল ভূমিকা: মসৃণ অপারেশন এবং সময়মত ডেলিভারি নিশ্চিত করে পরিষেবাগুলির সমন্বয় তত্ত্বাবধান ও পরিচালনা করুন।

মাল্টিটাস্কিং : দ্রুত গতির পরিবেশে একাধিক কাজ পরিচালনা করার এবং কার্যকরভাবে অগ্রাধিকার দেওয়ার ক্ষমতা।

সহযোগিতা: নিরবচ্ছিন্ন পরিষেবা সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন দল, ক্লায়েন্ট এবং পরিষেবা প্রদানকারীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করুন।

দক্ষতা ও দক্ষতা

এখানে আজ রাতেই জয়েন করতে পারবেন? যদি পারেন তাহলে এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিনে


ক্লায়েন্টের সাথে যোগাযোগ

কম্পিউটার অপারেটর

ইংরেজিতে সাবলীল কথা বলা

হিন্দিতে সাবলীল কথা বলা

Microsoft Word এবং Microsoft Excel এ ভালো

ভালো যোগাযোগ দক্ষতা

ওয়েল ম্যানারড

ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা

পারফরমেন্স বোনাস, সাপ্তাহিক 2 ছুটি, সময়ের সাথে সাথে ভাতা

বেতন পর্যালোচনা: বার্ষিক

উত্সব বোনাস: 2

জন্মদিন বোনাস


কর্মক্ষেত্র

অফিসে কাজ করুন

এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিনে



কর্মসংস্থানের অবস্থা

ফুল টাইম


কাজের অবস্থান

ঢাকা (শ্যামলী)


কাজের হাইলাইটস

কটেজ হোমকেয়ার সার্ভিসের পিছনের অফিস ( https://cottagehomecare.com/ )


অন-সাইট জব: রূপায়ণ শেলফোর্ড টাওয়ার, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-1207


নাইট শিফট (6 PM - 3 AM_সোমবার-শুক্রবার)


আবেদন করার আগে পড়ুন

এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিনে


HR থেকে প্রাথমিক কল পেতে, অনুগ্রহ করে আপনার পরিচয় রেকর্ড করুন, আপনি যে কারণে চাকরি খুঁজছেন তা সহ, এবং আপনার জীবনবৃত্তান্ত সহ 01886850500 নম্বরে পাঠান।


দয়া করে নোট করুন আমরা আপনাকে 6 PM-4 AM এর মধ্যে অডিও কল ইন্টারভিউয়ের জন্য কল করব।


কোম্পানির তথ্য

যত্ন গাইড


এই কোম্পানি থেকে আরো কাজ

ঠিকানা:

রূপায়ণ শেলফোর্ড টাওয়ার

এখানে ক্লিক করে এপ্লিকেশন জমা দিনে



ব্যবসা:

একটি আমেরিকান হোম কেয়ার সংস্থা


দেখুন সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি





 

সন্ধ্যা ৬ টা থেকে রাত ৩ টা পর্যন্ত কাজ নিন

 

যত্ন গাইড

সমন্বয়কারী ( নাইট শিফট_6টা থেকে সকাল 3টা)

প্রয়োজনীয়তা

শিক্ষা

এ লেভেল, স্নাতক/সম্মান

অভিজ্ঞতা

👉এখানে ক্লিক করে ৬ টা থেকে রাত ৩ টা পর্যন্ত এই কাজ নিতে পারেন

কমপক্ষে 1 বছর

আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রের অভিজ্ঞতা থাকতে হবে:

বীমা, টেলিকমিউনিকেশন, বিপিও/ডাটা এন্ট্রি ফার্ম, কনসাল্টিং ফার্ম, বিদেশী কোম্পানি, ইমিগ্রেশন/ভিসা প্রসেসিং, কল সেন্টার, স্বাস্থ্যসেবা স্টার্টআপ

ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়।

অতিরিক্ত প্রয়োজনীয়তা

বয়স 20 থেকে 35 বছর

সমস্যা-সমাধান: মসৃণ ক্রিয়াকলাপ বজায় রাখার জন্য সক্রিয়ভাবে সমস্যাগুলি চিহ্নিত করুন এবং সমাধানগুলি প্রয়োগ করুন।

যোগাযোগের দক্ষতা : স্পষ্ট এবং কার্যকর যোগাযোগের উপর জোর দিয়ে শক্তিশালী মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা।

সাংগঠনিক দক্ষতা: ক্লায়েন্টের চাহিদা মেটাতে সময় নির্ধারণ, পরিকল্পনা এবং সংস্থান পরিচালনায় দক্ষতা।

অভিযোজনযোগ্যতা: পরিবর্তনশীল অগ্রাধিকারগুলি পরিচালনা করার নমনীয়তা এবং বিকশিত ক্লায়েন্টের চাহিদাগুলির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য।

বৃদ্ধির সম্ভাবনা: একটি গতিশীল কাজের পরিবেশে ব্যক্তিগত এবং পেশাদার বৃদ্ধির সুযোগ।

দায়িত্ব ও প্রসঙ্গ

ইংরেজিতে সাবলীল কথা বলা।


হিন্দিতে সাবলীল কথা বলা।


মূল ভূমিকা: মসৃণ অপারেশন এবং সময়মত ডেলিভারি নিশ্চিত করে পরিষেবাগুলির সমন্বয় তত্ত্বাবধান ও পরিচালনা করুন।


মাল্টিটাস্কিং : দ্রুত গতির পরিবেশে একাধিক কাজ পরিচালনা করার এবং কার্যকরভাবে অগ্রাধিকার দেওয়ার ক্ষমতা।


সহযোগিতা: নিরবচ্ছিন্ন পরিষেবা সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন দল, ক্লায়েন্ট এবং পরিষেবা প্রদানকারীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করুন।


দক্ষতা ও দক্ষতা

ক্লায়েন্টের সাথে যোগাযোগ

কম্পিউটার অপারেটর

ইংরেজিতে সাবলীল কথা বলা

হিন্দিতে সাবলীল কথা বলা

Microsoft Word এবং Microsoft Excel এ ভালো

ভালো যোগাযোগ দক্ষতা

👉এখানে ক্লিক করে ৬ টা থেকে রাত ৩ টা পর্যন্ত এই কাজ নিতে পারেন

ওয়েল ম্যানারড

ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা

পারফরমেন্স বোনাস, সাপ্তাহিক 2 ছুটি, সময়ের সাথে সাথে ভাতা

বেতন পর্যালোচনা: বার্ষিক

উত্সব বোনাস: 2

জন্মদিন বোনাস


কর্মক্ষেত্র

অফিসে কাজ করুন


কর্মসংস্থানের অবস্থা

ফুল টাইম


কাজের অবস্থান

ঢাকা (শ্যামলী)


👉এখানে ক্লিক করে ৬ টা থেকে রাত ৩ টা পর্যন্ত এই কাজ নিতে পারেন


কাজের হাইলাইটস

কটেজ হোমকেয়ার সার্ভিসের পিছনের অফিস ( https://cottagehomecare.com/ )


অন-সাইট চাকরি: রূপায়ন শেলফোর্ড টাওয়ার, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭


নাইট শিফট (6 PM - 3 AM_সোমবার-শুক্রবার)


আবেদন করার আগে পড়ুন

HR থেকে প্রাথমিক কল পেতে, অনুগ্রহ করে আপনার পরিচয় রেকর্ড করুন, আপনি যে কারণে চাকরি খুঁজছেন তা সহ, এবং আপনার জীবনবৃত্তান্ত সহ 01886850500 নম্বরে পাঠান।


দয়া করে নোট করুন আমরা আপনাকে 6 PM-4 AM এর মধ্যে অডিও কল ইন্টারভিউয়ের জন্য কল করব।

Wednesday, January 22, 2025

আগুন কতখানি ছড়িয়েছে?

একদম নতুন এই আগুনে দিশেহারা হয়ে পড়েছে কোর্তৃপক্ষ। কারন তারা অলরেডি ক্লান্ত এবং অনেক অর্থ ইতোমধ্যে খরচ হয়ে গিয়েছে। তাই নতুন এই আগুন সামাল দিতে পারবেনা বলে জানিয়েছে তারা। এজন্যই প্রত্যেককে তার নিজ নিজ জানমান রক্ষার নিজ দায়িত্বে নেয়ার আহবান করেছে সরকার। ইতিমধ্যে ২২ স্কয়ার কিলোমিটার পুড়ে ছাই করেছে গতকাল থেকে।

জেলা জজের অফিসে চাকরি নিন




 

কারা কিজন্য আগুন দিয়েছে?

  গাজিপুরে শতশত গাড়ি ভাংচুর করে আগুন লাগিয়ে দিয়েছে বাস ট্রাক সহ কয়েকটি বড় কারখানা পুড়ে ছাই এককথায় জাহান্নাম নেমে এসেছে এলাকায়। কারা কিজন্য এই আগুন দিয়েছে তা জানতে এবং লাইভ ভিডিও দেখতে এখানে ক্লিক করু

বেক্সিমকোর শ্রমিকেরা গজিপুরে শতশত গাড়ীতে আগুন দিয়ে জালিয়ে দিয়েছে। আগুন আরো দিয়েছে নিজেদের কারখানায়। শ্রমিকেরা ১৬ টি বেক্সিমকোর কারখানার চালুর দাবিতে এই কাজ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো দাউদাউ করে জলেই যাচ্ছে চন্দ্রা নবিনগরে। দেখুন নিচের ছবিতে বিস্তারিত








Random Posts

    জিপিএ ২.২৫ থাকলে শুরুতেই ১২০০০ বেতনে এসিষ্টেন্ট টিচার নিচ্ছে রেইনবো স্কুল অভিজ্ঞতা কোন দরকার নেই যেকোন সাব্জেক্টে পাস ডিগ্রী লাগবে  

    Apply Linkhttps://www.ltlyrics.com/2025/02/teacher-school.html?q=teacher+training+south+africa

     

    Random Post

    Loading...

    এই মাসের চাকরি গুলো

    Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা 

    Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক

    Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক

    Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫

     

    Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.