ভয়ংকর এক ঘুর্নিঝড় আঘাত হানতে যাচ্ছে বাংলাদেশে। এই ঝড় ২৪ থেকে ২৮ নভেম্বরের যেকোন দিন হতে পারে। প্রবল বৃষ্টিপাতের আশংকা রয়েছে।
এই ঘুর্নিঝড়ের নাম দেয়া হয়েছে ফেলগাল বা FENGAL
ভয়ংকর এক ঘুর্নিঝড় আঘাত হানতে যাচ্ছে বাংলাদেশে। এই ঝড় ২৪ থেকে ২৮ নভেম্বরের যেকোন দিন হতে পারে। প্রবল বৃষ্টিপাতের আশংকা রয়েছে।
এই ঘুর্নিঝড়ের নাম দেয়া হয়েছে ফেলগাল বা FENGAL
ফুড প্রসেসিং কাজের জন্য কর্মী নিচ্ছে লিথুনিয়া। ফুল টাইম কাজের জন্য এই নিয়োগ দিচ্ছে দেশটি। কাজ কি? - মুলত খাদ্য প্রস্তুতের কাজ করতে হবে। এছাড়া খাদ্য প্যাকেজিং এবং প্রোসেসিং এর কাজও করতে দিতে পারে। এসব কাজের পুর্ব অভিজ্ঞতা থাকলে খুব সহজে ভিসা পাবেন আর না থাকলে একটু কঠিন হবে। মান্থলি ৮০০ থেকে ১২০০ পাউন্ড পাবেন সেলারি হিসেবে। এপ্লিকেশন অনলাইনে নিজেই করতে পারবেন cv.it লিংকে ঢুকেই।
এছারা এখানে ক্লিক করে আরো ইজিলি ভিসা নিয়ে নিতে পারবেন
ঘটনাটি চীনের এক প্রদেশে ঘটেছে। বউয়ের সাথে ঝগড়া করে রাগের মাথায় গাড়ি চালিয়ে দেন খোলা মাঠে ব্যায়ামরত শতশত ব্যাক্তির উপর। সেখানেই ৩৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
প্রাথমিকভাবে পুলিশের কাছ থেকে জানা গিয়েছে মোহাম্মদপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে কি অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং যারা জড়িত ছিল তাদেরকে ধরা গিয়েছে কিনা তার খবর এখনো ক্লিয়ার করেনি পুলিশ। কিন্তু যে মহিলা এর সাথে জড়িত তাকে পাওয়া গিয়েছে কিনা সে বিষয়ে পুলিশ জানায় মহিলার হদিস পাওয়া যায়নি। কিছুক্ষন পর সংবাদ সম্মেলন করে সকল কিছু জানাবে পুলিশ।
সরকারের মোস্ট প্রাইরিটি লিস্টে থাকা শিক্ষার্থীদের পার্ট টাইম কাজ প্রদান প্রকল্পকে বাস্তবায়িত ও ত্বরান্বিত করার জন্য সরকার নানাবিধ পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, অনেক শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করে নিজেদের জীবন নির্বাহ করছে। তাদেরকে এখন আর পরিবারের উপর নির্ভর করে থাকতে হচ্ছে না।
এরই ধারাবাহিকতায় টেলিটকেও শিক্ষার্থীদের নিয়োগ দেয়ার কথা সরকার চিন্তাভাবনা করে দেখবে বলে জানা গিয়েছে।
যেহেতু শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এই কাজ করতে হবে সেহেতু , কোনভাবেই যেন পড়াশোনা ব্যাহত না হয় সেদিকে খেয়াল রেখেই পার্ট টাইম বেসিসে এই জব দেয়া হতে পারে বলে ধারনা করা হচ্ছে। আশাকরা যায় এই মাসের শেষের দিকেই এ বিষয়ে সরকারি প্রস্তাবনা আসতে পারে।
মুলত অনেকেই যারা আগে ছাত্রলীগের কর্মী ছিলেন তারা স্থান পেয়েছে ছাত্রদলের কমিটিতে। তার মধ্যে উল্লেখযোগ্য ২ জনের পরিচয় ফলাও করে জানা গিয়েছে টিভি নিউজের মাধ্যমে।
এই ২ হল নিম্নরুপঃ
১/ মাহাদি ইসলাস - যিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সক্রিয় ছাত্রলীগ কর্মী
২/ আব্দুল্লাহ আল কাফি - যিনি এ এফ রহমান হলের একজন ছাত্রলীগ কর্মী
এছাড়া আরো অনেক ছাত্রলীগ কর্মীর সন্ধান পাওয়া গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটিতে।
শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নের জন্য বর্তমান সরকার বধ্যপরিকর। তার মানে হচ্ছে, যেকোন মুল্যে শিক্ষার্থীদের চাহিদাকে সবার উপরে রেখেছে সরকার। শিক্ষার্থীরা যাতে কোনভাবেই বিগ্রহের স্বীকার না হয় তার জন্য যা যা করার দরকার সবই করা হবে। বর্তমানে শিক্ষার্থীরা সবচেয়ে বড় যে প্রব্লেম ফেস করে থাকে তা হল, তারা হাতখরচের জন্য টাকা আয়ের কোন পথ খুজে পায়না। ফলে দেয়া যায়, তারা বিপথে যেতে বাধ্য হয়।
অনেকেই নেশার কবলে পড়ে যায়, কেউবা খারাপ কাজ করতে বাধ্য হয়। কেউবা আত্বহত্যার পথ বেছে নেয়। এসকল কিছু বিবেচনা করে, শিক্ষার্থীরা যাতে তাদের মন শান্ত রেখে দেশের উন্নয়নের সাথে ইজিলি সামিল হতে পারে তার জন্য বিশেষ বিশেষ ব্যাবস্থা নেয়ার পথে হাটছে সরকারের সকল মহল। ইতিমধ্যেই ট্রাফিকের কাজ করার জন্য ৫০০ টাকা ডেইলি বেতনে নিয়োগ দেয়া হয়েছে কয়েক শত শিক্ষার্থীকে। তারা বেশ আনন্দের সাথে এবং সাকসেসফুল্লি কাজ করে চলেছে রাজধানীর বেশ কিছু ট্রাফিক পয়েন্টে। সরকারের পরবর্তী পদক্ষেপ গুলোর মধ্যে আরেকটি হতে যাচ্ছে সরকারি ব্যাংকগুলোতে শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজের ব্যাবস্থা করা যাতে তারা কাজ করে কিছু টাকাও আয় করতে পারে এবং একই সাথে ব্যাংকিং ব্যাপারটাও ভালমত রপ্ত করতে পারে। এক্ষেত্রে কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের বিশেষ সুবিধা হবে। অন্য ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রও তাদের নিজ নিজ ভার্সিটির ডিপার্টমেন্টের উপরে ভিত্তি করে কাজ দেয়া হবে যাতে কাজের পাশাপাশি ইন্টার্নিশটাও হয়ে যায়। এ বিষয়ে পুর্নাংগ প্রজ্ঞাপন প্রকাশিত হবে আগামি কয়েক দিনের মধ্যেই।
জিপিএ ২.২৫ থাকলে শুরুতেই ১২০০০ বেতনে এসিষ্টেন্ট টিচার নিচ্ছে রেইনবো স্কুল অভিজ্ঞতা কোন দরকার নেই যেকোন সাব্জেক্টে পাস ডিগ্রী লাগবে
Apply Link - https://www.ltlyrics.com/2025/02/teacher-school.html?q=teacher+training+south+africa
Loading...
Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা
Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক
Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫
Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.