Friday, November 15, 2024

কোথায় ঘটেছে এই ঘটনা?

 ঘটনাটি চীনের এক প্রদেশে ঘটেছে। বউয়ের সাথে ঝগড়া করে রাগের মাথায় গাড়ি চালিয়ে দেন খোলা মাঠে ব্যায়ামরত শতশত ব্যাক্তির উপর। সেখানেই ৩৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়।





৩০০ জুনিয়র সহকারি Gov নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ



 

কোথায় কোন অবস্থায় পাওয়া গেলো শিশুটিকে?

প্রাথমিকভাবে পুলিশের কাছ থেকে জানা গিয়েছে মোহাম্মদপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে কি অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং যারা জড়িত ছিল তাদেরকে ধরা গিয়েছে কিনা তার খবর এখনো ক্লিয়ার করেনি পুলিশ। কিন্তু যে মহিলা এর সাথে জড়িত তাকে পাওয়া গিয়েছে কিনা সে বিষয়ে পুলিশ জানায় মহিলার হদিস পাওয়া যায়নি। কিছুক্ষন পর সংবাদ সম্মেলন করে সকল কিছু জানাবে পুলিশ।



কিভাবে ও কবে থেকে শুরু হবে টেলিটকের নিয়োগ?


 

সরকারের মোস্ট প্রাইরিটি লিস্টে থাকা শিক্ষার্থীদের পার্ট টাইম কাজ প্রদান প্রকল্পকে বাস্তবায়িত ও ত্বরান্বিত করার জন্য সরকার নানাবিধ পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, অনেক শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করে নিজেদের জীবন নির্বাহ করছে। তাদেরকে এখন আর পরিবারের উপর নির্ভর করে থাকতে হচ্ছে না।

এরই ধারাবাহিকতায় টেলিটকেও শিক্ষার্থীদের নিয়োগ দেয়ার কথা সরকার চিন্তাভাবনা করে দেখবে বলে জানা গিয়েছে।

যেহেতু শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এই কাজ করতে হবে সেহেতু , কোনভাবেই যেন পড়াশোনা ব্যাহত না হয় সেদিকে খেয়াল রেখেই পার্ট টাইম বেসিসে এই জব দেয়া হতে পারে বলে ধারনা করা হচ্ছে। আশাকরা যায় এই মাসের শেষের দিকেই এ বিষয়ে সরকারি প্রস্তাবনা আসতে পারে। 

দেখে নিন ছাত্রলীগের কোন কোন নেতা ছাত্রদল সদস্যপদ পেয়েছে



মুলত অনেকেই যারা আগে ছাত্রলীগের কর্মী ছিলেন তারা স্থান পেয়েছে ছাত্রদলের কমিটিতে। তার মধ্যে উল্লেখযোগ্য ২ জনের পরিচয় ফলাও করে জানা গিয়েছে টিভি নিউজের মাধ্যমে। 

এই ২ হল নিম্নরুপঃ 

১/ মাহাদি ইসলাস - যিনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সক্রিয় ছাত্রলীগ কর্মী 

২/ আব্দুল্লাহ আল কাফি - যিনি এ এফ রহমান হলের একজন ছাত্রলীগ কর্মী

এছাড়া আরো অনেক ছাত্রলীগ কর্মীর সন্ধান পাওয়া গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটিতে।

Thursday, November 14, 2024

এভাবে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য সরকারি ব্যাংকগুলোতে ৩ ঘণ্টা পার্ট টাইম কাজের শুরু করতে যাচ্ছে সরকার

শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নের জন্য বর্তমান সরকার বধ্যপরিকর। তার মানে হচ্ছে, যেকোন মুল্যে শিক্ষার্থীদের চাহিদাকে সবার উপরে রেখেছে সরকার। শিক্ষার্থীরা যাতে কোনভাবেই বিগ্রহের স্বীকার না হয় তার জন্য যা যা করার দরকার সবই করা হবে। বর্তমানে শিক্ষার্থীরা সবচেয়ে বড় যে প্রব্লেম ফেস করে থাকে তা হল, তারা হাতখরচের জন্য টাকা আয়ের কোন পথ খুজে পায়না। ফলে দেয়া যায়, তারা বিপথে যেতে বাধ্য হয়। 



অনেকেই নেশার কবলে পড়ে যায়, কেউবা খারাপ কাজ করতে বাধ্য হয়। কেউবা আত্বহত্যার পথ বেছে নেয়। এসকল কিছু বিবেচনা করে, শিক্ষার্থীরা যাতে তাদের মন শান্ত রেখে দেশের উন্নয়নের সাথে ইজিলি সামিল হতে পারে তার জন্য বিশেষ বিশেষ ব্যাবস্থা নেয়ার পথে হাটছে সরকারের সকল মহল। ইতিমধ্যেই ট্রাফিকের কাজ করার জন্য ৫০০ টাকা ডেইলি বেতনে নিয়োগ দেয়া হয়েছে কয়েক শত শিক্ষার্থীকে। তারা বেশ আনন্দের সাথে এবং সাকসেসফুল্লি কাজ করে চলেছে রাজধানীর বেশ কিছু ট্রাফিক পয়েন্টে। সরকারের পরবর্তী পদক্ষেপ গুলোর মধ্যে আরেকটি হতে যাচ্ছে সরকারি ব্যাংকগুলোতে শিক্ষার্থীদের জন্য পার্ট টাইম কাজের ব্যাবস্থা করা যাতে তারা কাজ করে কিছু টাকাও আয় করতে পারে এবং একই সাথে ব্যাংকিং ব্যাপারটাও ভালমত রপ্ত করতে পারে। এক্ষেত্রে কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের বিশেষ সুবিধা হবে। অন্য ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রও তাদের নিজ নিজ ভার্সিটির ডিপার্টমেন্টের উপরে ভিত্তি করে কাজ দেয়া হবে যাতে কাজের পাশাপাশি ইন্টার্নিশটাও হয়ে যায়। এ বিষয়ে পুর্নাংগ প্রজ্ঞাপন প্রকাশিত হবে আগামি কয়েক দিনের মধ্যেই। 

সরকারি অফিসের টেলিফোন অপারেটর নিচ্ছে SSC পাস সম্মানী শুরু ৯০০০ এ বেড়ে হবে ২১৮০০


 

কোন ফ্যাশন হাউসে শুক্র ও ছুটির দিনে কাজ দিচ্ছে?

 বেশ কিছু ফ্যাশন হাউস এই অফারে চাকরি দিয়ে থাকে। তারা শুক্র বারের জন্য স্পেশাল জব অফার করে থাকে। তবে আপাতত নিচের সার্কুলারটি দেখতে পারেন। এটিতেও HSC পাসেই কাজ শুরু করতে পারবেন। এবং এখানেও শুক্রবারে এবং অন্যান্য ছুটির দিনে কাজ করতে হবে বলে বলা আছে। এবং বাড়তি সময় কাজ করতে পারার মানসিকতাও থাকতে হবে। দেখে নেন আপাতত নিচের বিজ্ঞপ্তিটি। ভাল লাগলে এপ্লাই করে ফেলুন।

Sales Associate (Retail)

Vacancy: N/A

Job Context:

We are looking for an energetic, presentable and motivated individual as a Sales Associate for the Display Centers of ILLIYEEN, The High-End Retailer. The candidate should be experienced, a keen-learner, a good improviser, a team-player and have excellent communication skills. He will take challenges and deliver consistent output with openness to learn and develop new skills. If you think you have the enthusiasm and qualifications according to our requirements, we are ready to meet.

Job Responsibilities:

  • Ensure a confident and congenial entrance of the customers into the Display Center
  • Deal with customers cordially and professionally, responding to their queries and concerns
  • Provide services in a friendly, hospitable and efficient manner
  • Have a professional demeanor with full understanding of organizational etiquette
  • Gain proper knowledge of the products and services
  • Recommend related products to increase customers’ options and enhance their shopping experience
  • Handle folding & packing processes
  • Make sure that the products are attractively displayed
  • Maintain the store and its cleanliness
  • Possess and reflecting a positive attitude and focusing on customer satisfaction

Requirements:

Age: 20-24 Years.

    • Excellent communication skills
    • Open to learn and develop new skills
    • Ability to work under pressure and handle multiple clients
    • Willingness to work on Fridays, Government holidays and extra hours when required
    • Ability to stay positive and motivated at all times

Educational Requirements: Minimum H.S.C. or equivalent qualification

Job Location: Anywhere in Bangladesh

Job Nature: Full-time

Compensation & other benefits

  • Performance Bonus
  • Festival Bonuses
  • Competitive Salary
  • Yearly Salary Review

Read Before Apply

Please read the requirements carefully before you apply.

*Photographs must be enclosed with the resume.

OR

You may also submit your CV to careers@ilyn.global Mention the name of the position you are applying for in the subject line

Application Deadline: December 14, 2024

সারজিসের পুরো বক্তব্যটি দেখুন

সারজিসের বক্তব্য,  "এক পরিবারের কয়েকজন ভাইয়ের মধ্যে মিটিং হইতেছে, পরিবারের ভেতরে মিটিং এর সময়, মানে আপনারা যে হিসেবে বলতেছেন মনে হচ্ছে যে, আমার কাছে এমন লাগতেছে যে, ছাত্রদল আর ছাত্রলীগের মিটিং......"

শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য ১৩০০ পার্ট টাইম পদের সূচনা হচ্ছে মেট্রোরেলে ৬ ঘন্টা ৩ দিন মান্থলি কমবেশি ১৮০০০

ইতিমধ্যেই সরকার ৩০০ জন শিক্ষার্থীকে ট্রাফিকে কাজ দিয়েছে যেখানে প্রত্যেকের ডেইলি ৪ ঘন্টা কাজ করতে হয়। ট্রাফিক শিক্ষার্থীরা এই ৪ ঘন্টা কাজের জন্য সম্মানী পায় ডেইলি ৫০০ টাকা করে। 



রকারে ২য় প্রতিশ্রুতি ছিল পুলিশে শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরি দিবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দারপ্রান্তে সরকার। শীগ্রয় পুলিশের পার্ট টাইম শিক্ষার্থী নিয়োগের ঘোষনা আসবে এবং নিয়োগ হয়েও যাবে। 

ঠিক একইভাবে ট্রাফিক ও পুলিশে শিক্ষার্থীদের চাকরি দেয়ার বিষয়টি ব্যাপকভাবে সর্বমহলে সমাদৃত হবার কারনে ৩য় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আর এই ৩য় সিদ্ধান্তটি হচ্ছে, এবার শিক্ষার্থীদেরকে মেট্রোরেলে পার্ট টাইম কাজের ব্যাবস্থা করা হবে। সেক্ষেত্রে সময় থাকবে পার্ট টাইম বেসিসে যাতে শিক্ষার্থীদের পড়াশুনার কোন ক্ষতি না হয়। খুব শিঘ্রয় এ বিষয় নীতিগত সিদ্ধান্ত জানতে পারবে সকলেই। 

Random Posts

    জিপিএ ২.২৫ থাকলে শুরুতেই ১২০০০ বেতনে এসিষ্টেন্ট টিচার নিচ্ছে রেইনবো স্কুল অভিজ্ঞতা কোন দরকার নেই যেকোন সাব্জেক্টে পাস ডিগ্রী লাগবে  

    Apply Linkhttps://www.ltlyrics.com/2025/02/teacher-school.html?q=teacher+training+south+africa

     

    Random Post

    Loading...

    এই মাসের চাকরি গুলো

    Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা 

    Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক

    Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক

    Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫

     

    Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.