Thursday, November 14, 2024

সারজিসের পুরো বক্তব্যটি দেখুন

সারজিসের বক্তব্য,  "এক পরিবারের কয়েকজন ভাইয়ের মধ্যে মিটিং হইতেছে, পরিবারের ভেতরে মিটিং এর সময়, মানে আপনারা যে হিসেবে বলতেছেন মনে হচ্ছে যে, আমার কাছে এমন লাগতেছে যে, ছাত্রদল আর ছাত্রলীগের মিটিং......"

শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য ১৩০০ পার্ট টাইম পদের সূচনা হচ্ছে মেট্রোরেলে ৬ ঘন্টা ৩ দিন মান্থলি কমবেশি ১৮০০০

ইতিমধ্যেই সরকার ৩০০ জন শিক্ষার্থীকে ট্রাফিকে কাজ দিয়েছে যেখানে প্রত্যেকের ডেইলি ৪ ঘন্টা কাজ করতে হয়। ট্রাফিক শিক্ষার্থীরা এই ৪ ঘন্টা কাজের জন্য সম্মানী পায় ডেইলি ৫০০ টাকা করে। 



রকারে ২য় প্রতিশ্রুতি ছিল পুলিশে শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরি দিবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দারপ্রান্তে সরকার। শীগ্রয় পুলিশের পার্ট টাইম শিক্ষার্থী নিয়োগের ঘোষনা আসবে এবং নিয়োগ হয়েও যাবে। 

ঠিক একইভাবে ট্রাফিক ও পুলিশে শিক্ষার্থীদের চাকরি দেয়ার বিষয়টি ব্যাপকভাবে সর্বমহলে সমাদৃত হবার কারনে ৩য় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আর এই ৩য় সিদ্ধান্তটি হচ্ছে, এবার শিক্ষার্থীদেরকে মেট্রোরেলে পার্ট টাইম কাজের ব্যাবস্থা করা হবে। সেক্ষেত্রে সময় থাকবে পার্ট টাইম বেসিসে যাতে শিক্ষার্থীদের পড়াশুনার কোন ক্ষতি না হয়। খুব শিঘ্রয় এ বিষয় নীতিগত সিদ্ধান্ত জানতে পারবে সকলেই। 

কাজ দিচ্ছে ব্র্যাক

 এই মুহুর্তে ব্র্যাক স্কুলের কোন সার্কুলার নেই। অনেকেই ব্র্যাক স্কুলের সার্কুলার হয়েছে বলে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছে। সেগুলো ঠিক নয়। তবে কিছুদিন পর ব্র্যাক স্কুলের সার্কুলার আসবে বলে জানা গিয়েছে। তখন এখান থেকেই সেই বিজ্ঞপ্তিটি পাবেন।

তবে, ব্র্যাকের একটি নতুন দারুন সার্কুলার নিচে দেয়া হল। এটিতে এপ্লাই করে জয়েনিং নিতে পারেন।

Senior Manager, MEAL, Pooled Fund

Location: Head OfficeDate Posted: November 12, 2024Last Date of Application: November 24, 2024

BRAC is an international development organisation founded in Bangladesh that partners with over 100 million people living with inequality and poverty globally to create sustainable opportunities to realise potential.

Working at brac is not like any other job. It is a platform where you can bring about real change for people who need it the most. We are not just dreaming of a better world, we are building it. Join us to find the way.

Job Purpose

The Senior Manager for MEAL oversees and implements MEAL systems within the Pooled Fund for the Localisation Project, focusing on Monitoring, Evaluation, Accountability, and Learning. This role involves leading knowledge management and reporting throughout the project. Key responsibilities include coordinating MEAL rollouts, setting up standard procedures, and ensuring accountability to beneficiaries. The Senior Manager will bring experience and innovation to improve MEAL systems, oversee evaluations, manage budgets, and contribute to proposal development. Strengthening MEAL capacity among Pool Fund teams and partners is also a priority. Additionally, the Senior Manager will prepare work plans, monitor progress, and work closely with the Head of the Pool Fund for evidence-based decision-making.

Key Responsibilities

  • Adhere to Pooled Fund’s Monitoring, Evaluation, Accountability and Learning (MEAL), Knowledge Management (KM) and Reporting standards and protocols.
  • Provide technical support to Head of Pooled Fund and Senior Director with evidence-based strategic directions during the development of funding proposals.
  • Develop and review log frames and M&E Plans (MEPs) of the project and for the partners.
  • Evaluate, develop, maintain, and improve the functionality of Pooled Fund’s MEAL, KM, and Reporting systems to support evidence-based programming, goal and outcome measurement, decision-making, and advocacy.
  • Develop and review tools, methods, and formats for MEAL, KM, and project reporting and ensure alignment.
  • Collate and consolidate PFL information on reach, coverage, and short-term outcomes to improve advocacy, communications, and project learning.
  • Facilitate management of external evaluation processes or lead on internal evaluation activities.
  • Set up a knowledge management system, collating lessons learned from programme implementation in collaboration with the Head of Pool Fund.
  •  Help PFL teams to develop learning agendas and work closely with them in identifying learning and priorities, and cascade that process to the project level.
  • Conduct programmatic monitoring over Pooled Fund for Localisation, and monitor local NGO’s progress report using harmonised templates & Indicators.
  • Develop a digital MIS system for the project to capture real-time MIS data for all components, and develop harmonised reports for all BNGOs’ sectoral projects every quarter for donors.
  • Provide necessary technical support to Head of Pooled Fund in designing Monitoring, Evaluation, Accountability and Learning tools, data analysis, and report writing.
  • Maintain regular coordination with BRAC HCMP central MEAL teams, and other sectoral teams (WASH, Education and Livelihood), and conduct capacity development of Pooled Fund staff through need assessment, planning, training, and follow-up.

SAFEGUARDING RESPONSIBILITIES

  • Ensure the safety of team members from any harm, abuse, neglect, harassment, and exploitation to achieve the project goals of safeguarding implementation. Act as a key source of support, guidance, and expertise in safeguarding for establishing a safe working environment
  • Practice, promote and endorse the issues of safeguarding policy among team members and ensure the implementation of safeguarding standards in every course of action
  • Follow the safeguarding reporting procedure in case any reportable incident takes place, and encourage others to do so.

Additional Job Requirements

  • Expertise in MEAL systems, including designing and managing tools, data analysis, and integrating accountability mechanisms; proficient in qualitative and quantitative methodologies, data visualization, and proposal development for large-scale programs.
  • Strong understanding of thematic areas such as WASH, Education, Livelihood, Gender, and Inclusion, alongside sectoral and donor standards (SPHERE, IASC, OECD-DAC), with knowledge of local contexts, particularly related to Rohingya communities.
  • Proven leadership, stakeholder engagement, and project management skills, with the ability to oversee MEAL processes, manage resources, and work collaboratively with diverse teams and partners.
  • Advanced communication, reporting, and capacity-building skills to present insights clearly, support team learning, and enhance MEAL capacities within partner organizations.
  • Strategic, detail-oriented, and adaptable approach with a commitment to accountability, ethical standards, and cultural sensitivity, driving innovation and data-informed decision-making in MEAL.
  • Reasonable training in development and monitoring issues.

Educational Requirements

Minimum Master’s degree in Development Studies, Social Science, or related discipline.

Experience Requirements

Minimum 5 years of working experience in MEAL. Experience in both emergency and development contexts, preferably with solid experience in more than one of the sectors of food security, livelihoods, nutrition WASH, rehabilitation, protection, and/or education. Previous experience working with Rohingyas or displacement issues is desirable.

Benefits

Festival Bonus, Health & Life Insurance and others as per organisation policy

Wednesday, November 13, 2024

আপ্নিও চান? জেনে নিন কিভাবে নিলো তারা এই ট্রাফিক কন্ট্রোলারের কাজ

 আপনি যদি পেইড ষ্টুডেন্ট ট্রাফিক কন্ট্রলার হতে চান তাহলে কিভাবে কি করবেন এবং কার সাথে কোথায় যোগাযোগ করবেন তার কোন স্পেসিফিক নির্দেশনা সরকার থেকে আসেনি।

তবে, এই কাজ যদি করতে চান, তাহলে আপনি ঢাকার ফার্মগেট, আসাদ গেট, মহাখালি এবং অন্যান্য গুরুত্বপুর্ন ট্রাফিক এরিয়াতে গিয়ে সেখানে যারা এবং যেসব ষ্টুডেন্ট কাজ পেয়েছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন।



তারা যেহেতু কাজ পেয়েছে সেহেতু তার বলতে পারবে সঠিক প্রসেসটা কী।

একদম অনভিজ্ঞ এক্সিকিউটিভ ষ্টার্টিং ৪১৫৯০ বেড়ে ৬৩২৮০ হবে সাথে বাড়িভাড়া ও মেডিকেল খরচ এবং যাতায়াত ভাতা ২০০০


 

Tuesday, November 12, 2024

এভাবে→ নিজ এলাকায় কাজ দিচ্ছে আনজুমান মফিদুল ভাতা ২৬০০০ এ শুরু বেড়ে হবে ৫১০০০

→ 


কোথায় ঘটতেছে এই ঘটনা? হয়েছ টা কি?

দুঃখজনক হলেও সত্য যে, এই ঘটনা আমাদের বাংলাদেশেরই। মাদারীপুর ঘটে চলেছ এই আইয়ামে জাহিলিয়াত। মাদারিপুরের শিবচর গ্রামে এই ঘটনা ঘটছে এখনো।
২ পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোটামোটি শুরু হয় যুদ্ধ। সেই যুদ্ধে আহত হয়েছে শতশত আর নিহতে সংখ্যাও কম হবেনা।

Monday, November 11, 2024

ঢাকার আড়ং এ ২০ পর্যন্ত জয়েনিং চান?

ঢাকার যত গুলো আড়ং এর শপ আছে সেগুলোতে আপনি কাজ যদি করতে চান তাহলে করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কমপক্ষে এইস এস সি পাস হতে হবে। তবে ভার্সিটি পড়ুয়া যারা আছে তারা আরো ইজিলি জয়েনিং পেতে পারবেন। ভার্সিটির ক্ষেত্রে কমপক্ষে সেকেন্ড ইয়ারের হলে ভাল হয়। তবে অন্য ইয়ার হলেও সমস্যা নেই। এইস এস সি পাস করেই যারা এই কাজ করতে চান তারাও ইজিলি এপ্লাই করতে পারবেন। এপ্লাই করার সিষ্টেম অনলাইনে। আপনাকে অবশ্যই ২০ তারিখের আগেই এপ্লিকেশন জমা দিতে হবে। অনলাইনে এপ্লিকেশন সাবমিট করার জন্য আপনাকে অনলাইন এপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে এবং সব তথ্য সঠিক দিতে হবে।

২০ তারিখের আগেই যদি এপ্লাই করে রাখতে পারেন তবে আশাকরা যায় আগামি রমজানে আপনি কাজ শুরু করতে পারবেন। 

অনলাইনে আবেদন জমা দেবার পর আপনার আর তেমন কোন কাজ নেই। সেক্ষত্রে অফিস থেকে আপনার সাথে কন্টাক্ট করে জানানো হবে পরবর্তী কাজ সম্পর্কে। ২০ তারিখের আগেই এপ্লিকেশন জমা করে ফেলতে ভুলে যেয়েন না। 

এপ্লিকেশন জমা দেন

 আবেদন জমা দিতে সমস্যা হলে নিচের কমেন্টে জানাবেন অবশ্যই। প্রয়োজনে আমি আপনার আবেদন জমা দিয়ে দিবো।

কিভাবে আবেদন জমা দিবেন দেখে নিন সরকার রাজুকের ফ্লাটের জন্য

 রাজউক উত্তরা প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদন: একটি সম্পূর্ণ গাইড


রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) সম্প্রতি উত্তরা প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দের জন্য আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ধাপগুলো অনুসরণ করে আবেদন করতে পারবেন। নিচে ফ্ল্যাট বরাদ্দের আবেদন প্রক্রিয়া ধাপে ধাপে বর্ণনা করা হলো:


১. আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানুন

প্রথমে রাজউক কর্তৃপক্ষের ওয়েবসাইট অথবা অফিসে ফ্ল্যাট বরাদ্দের আবেদন গ্রহণের তারিখ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। উত্তরা প্রকল্পে ফ্ল্যাট পেতে আগ্রহী হলে নিশ্চিত করুন যে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন ফর্ম পাওয়া যাচ্ছে।


২. আবেদন ফর্ম সংগ্রহ করুন

ফ্ল্যাট বরাদ্দের জন্য রাজউক কর্তৃক নির্দিষ্ট আবেদন ফর্ম সরবরাহ করা হয়। আপনি এই আবেদন ফর্মটি রাজউক অফিস থেকে সংগ্রহ করতে পারেন বা তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ফর্মে ব্যক্তিগত তথ্য, যোগাযোগের ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যেমন জাতীয় পরিচয়পত্র নম্বর, আয়, এবং কর্মস্থল উল্লেখ করতে হবে।


৩. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন

আবেদন প্রক্রিয়ার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। সাধারণত যা লাগবে:


জাতীয় পরিচয়পত্র (NID)

পাসপোর্ট সাইজের ছবি

ব্যাংক স্টেটমেন্ট বা আয়কর রিটার্ন (যদি থাকে)

স্থাবর সম্পত্তির কাগজপত্র (যদি প্রয়োজন হয়)

অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র

৪. আবেদন ফি পরিশোধ করুন

আবেদন জমা দিতে নির্দিষ্ট একটি আবেদন ফি পরিশোধ করতে হয়। এই ফি সাধারণত ব্যাংক ড্রাফট, চেক, বা অনলাইনে প্রদান করা যায়। ফি পরিশোধের পর আপনাকে একটি রসিদ দেওয়া হবে, যা আপনার আবেদন যাচাইয়ের জন্য প্রয়োজন হবে।


৫. আবেদন ফর্ম জমা দিন

সম্পূর্ণ আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ রাজউকের নির্দিষ্ট অফিসে জমা দিন। অনলাইনে আবেদন জমা দেওয়ার ব্যবস্থাও থাকলে, ওয়েবসাইটের মাধ্যমে সেটি করতে পারেন। ফর্ম জমা দেওয়ার পর একটি রিসিপ্ট প্রদান করা হবে, যা আবেদন গ্রহণের প্রমাণ হিসেবে কাজ করবে।


৬. লটারির মাধ্যমে ফ্ল্যাট বরাদ্দ

প্রার্থীর সংখ্যা বেশি হলে, রাজউক লটারির মাধ্যমে বরাদ্দ ঘোষণা করে থাকে। নির্বাচিত প্রার্থীদের ডাকযোগে বা ফোনে জানানো হবে। লটারিতে নির্বাচিত হলে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।


৭. ফ্ল্যাট বুকিং ও পেমেন্ট

লটারিতে ফ্ল্যাট বরাদ্দ হলে, আপনাকে বুকিং ফি প্রদান করতে হবে। এরপর মালিকানা নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ এবং সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে।


৮. ফ্ল্যাট হস্তান্তর

সব প্রক্রিয়া সম্পন্ন হলে, নির্দিষ্ট সময়ে রাজউক আপনার ফ্ল্যাট হস্তান্তর করবে এবং আপনি নতুন বাড়িতে বসবাস শুরু করতে পারবেন।


যোগাযোগের জন্য

ফ্ল্যাট বরাদ্দের জন্য আরও তথ্য এবং আবেদন ফর্ম পেতে রাজউক অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। নিয়মিত আপডেটের জন্য তাদের ওয়েবসাইট বা সামাজিক মাধ্যমগুলোতে চোখ রাখুন।

যেসব সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ২৫০ এর বেশি সেসব স্কুলের জন্য সাড়ে ৯ হাজার প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


 

Sunday, November 10, 2024

আবাসিক স্কুলে সহকারি শিক্ষকতা করবেন?

 আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

সহকারী শিক্ষক (আবাসিক/ অনাবাসিক)

আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

সহকারী শিক্ষক (আবাসিক/ অনাবাসিক)

Requirements

Education

সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক(সম্মান) সহ স্নাতকোত্তর।

Responsibilities & Context

স্বনামধন্য দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় (এ বি ফাউন্ডেশন) এর আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক (আবাসিক/ অনাবাসিক) নিয়োগ দেওয়া হবে।


বিষয়ঃ গনিত, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান , চারুকারু, আইসিটি ।


Compensation & Other Benefits

বেতনঃ ১৬,০০০/- থেকে ৩৮,৬৪০/-


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিধি অনুযায়ি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। আবাসিক শিক্ষকগণের জন্য প্রাতিষ্ঠানিক নিয়মে আবাসিক ভাতা, আবাসন ব্যবস্থা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যথারীতি বাৎসিক উৎসব ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে। আবাসিক শিক্ষকবৃন্দের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব কোয়ার্টারের সপরিবারে বসবাসের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ, দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের বিশেষ সুবিধা প্রাপ্তির সুযোগ রয়েছে।


Workplace

Work at office


Employment Status

Full Time


Job Location

Dinajpur (Chirirbandar)


Apply Procedure

Hard Copy

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর অনুকূলে যে কোন তফসিল ব্যাংক হতে  এম,আই,সি,আর ( পে-অর্ডার/ডিডি) (সকল পদে ১০০/- টাকা) সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ২ কপি ছবি সহ আবেদন পত্র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ , চিরিরবন্দর, দিনাজপুর বরাবর আগামী ২১ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। ৩০ বছরের নীচের বয়সী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ।


অধ্যক্ষ


লে. কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ এইসি(অব.),


আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।


প্রাক্তন অধ্যক্ষ, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল।


খুলনা পাবলিক কলেজ, খুলনা (শিক্ষা মন্ত্রালয়ে প্রেষণে নিযুক্ত)


Company Information

আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।



Random Posts

    জিপিএ ২.২৫ থাকলে শুরুতেই ১২০০০ বেতনে এসিষ্টেন্ট টিচার নিচ্ছে রেইনবো স্কুল অভিজ্ঞতা কোন দরকার নেই যেকোন সাব্জেক্টে পাস ডিগ্রী লাগবে  

    Apply Linkhttps://www.ltlyrics.com/2025/02/teacher-school.html?q=teacher+training+south+africa

     

    Random Post

    Loading...

    এই মাসের চাকরি গুলো

    Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা 

    Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক

    Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক

    Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫

     

    Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.