ইতালী কাজের ভিসা এপ্লিকেশন আজ থেকে নেয়া শুরু হয়েছে চলবে পুরো নভেম্বর জুড়ে। এপ্লিকেশন জমা দেবার প্রসেস
কিছুটা কমপ্লিকেটেড করা হয়েছে এবার। সকলের পক্ষে সহজে এপ্লাই করা প্রায় বলতে গেলে অসম্ভব। ফলে যে ঘটনাটি আমাদের দেশে দেখা যাবে সেটি হল, প্রচুর থার্ড পার্টি প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে যারা টাকার বিনিময়ে এপ্লিকেশন সাবমিট করে দেবে বলে বলবে। তারা হয়তো কাজটা ঠিকঠাক করেও দিবে কিন্তু এবার এপ্লিকেশন সাবমিট করার প্রসেস করে ইতালির সরকার বাংলাদেশী ইতালি গমনেচ্ছুদের একটা বিপাকে ফেলে দিয়েছে। যাইহোক, বহু প্রতিষ্ঠান ব্যাংগের ছাতার মত গজিয়ে যাবে, এইসব কাজ করে দেয়ার জন্য। ফলে প্রতারিত হবার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট। তাই সাবধানে থাকবেন এবং ঘরের কেউ অনলাইনের কাজের সাথে সম্পৃক্ত থাকলে তাকে দিয়ে কাজটা করে নেয়ার চেষ্টা করবেন। আর যদি থার্ড পার্টির সহায়তা নিতেই হয় তাহলে অবশ্যই তাদের সকল কিছু নিকটের পুলিশ ষ্টেশনে গিয়ে ভেরিফাই করে নিবেন।
SSC পাস হয়ে থাকলে এই নিয়ে এপ্লিকেশন জমা দেন
HSC পাস হয়ে থাকলে এই নিয়ে এপ্লিকেশন জমা দেন
অনার্স পাস হয়ে থাকলে এই নিয়ে এপ্লিকেশন জমা দেন
মাষ্টার্স পাস হয়ে থাকলে এই নিয়ে এপ্লিকেশন জমা দেন
LLB/ LLM পাস হয়ে থাকলে এই নিয়ে এপ্লিকেশন জমা দেন
বয়স ৩০ এর মধ্যে থাকলে এই নিয়ে এপ্লিকেশন জমা দেন