Posts

Showing posts with the label Work Permit Visa From Bangladesh

ADSTE

CSE

ইতালি ভিসা এপ্লিকেশন সাবমিট করুন - Apply For Italy Visa

Image
 ইতালী কাজের ভিসা এপ্লিকেশন আজ থেকে নেয়া শুরু হয়েছে চলবে পুরো নভেম্বর জুড়ে। এপ্লিকেশন জমা দেবার প্রসেস  কিছুটা কমপ্লিকেটেড করা হয়েছে এবার। সকলের পক্ষে সহজে এপ্লাই করা প্রায় বলতে গেলে অসম্ভব। ফলে যে ঘটনাটি আমাদের দেশে দেখা যাবে সেটি হল, প্রচুর থার্ড পার্টি প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে যারা টাকার বিনিময়ে এপ্লিকেশন সাবমিট করে দেবে বলে বলবে। তারা হয়তো কাজটা ঠিকঠাক করেও দিবে কিন্তু এবার এপ্লিকেশন সাবমিট করার প্রসেস করে ইতালির সরকার বাংলাদেশী ইতালি গমনেচ্ছুদের একটা বিপাকে ফেলে দিয়েছে। যাইহোক, বহু প্রতিষ্ঠান ব্যাংগের ছাতার মত গজিয়ে যাবে, এইসব কাজ করে দেয়ার জন্য। ফলে প্রতারিত হবার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট। তাই সাবধানে থাকবেন এবং ঘরের কেউ অনলাইনের কাজের সাথে সম্পৃক্ত থাকলে তাকে দিয়ে কাজটা করে নেয়ার চেষ্টা করবেন। আর যদি থার্ড পার্টির সহায়তা নিতেই হয় তাহলে অবশ্যই তাদের সকল কিছু নিকটের পুলিশ ষ্টেশনে গিয়ে ভেরিফাই করে নিবেন। SSC পাস হয়ে থাকলে এই নিয়ে এপ্লিকেশন জমা দেন HSC পাস হয়ে থাকলে এই নিয়ে এপ্লিকেশন জমা দেন অনার্স পাস হয়ে থাকলে এই নিয়ে এপ্লিকেশন জমা দেন মাষ্টার্স পাস হয়ে থাকলে এই নিয়ে...

নেদারল্যান্ডে কিভাবে ভিসা নিয়ে যাবেন?

Image
নেদারল্যান্ডের মুল ভাষা ডাচ কিন্তু মজার ব্যাপার হচ্ছে, নেদারল্যন্ডই হচ্ছে একমাত্র দেশ যেখানে ডাচ ভাষার পাশাপাশি ইংরেজি জানে সবাই। এবং এখানে আপনি ডাচ জানলে যেরকম চাকরি পাবেন ঠিক একই রকম চাকরি পাবেন ইংরেজি জানলেও। ন্যাদারল্যন্ডের ভিসা ১৫ দিনেই পেতে পারেন যদি আপনি ভিজিট ভিসায় যান। শুধু তাই নয়, প্লেনের টিকেট কিনে তারপর ভিসার জন্য সিম্পল একটা এপ্লিকেশন ফর্ম ফিলাপ করেই আপনি চলে যেতে পারেন নেদারল্যন্ডে। ন্যাদারল্যান্ডে চাকরি নিয়ে যেতে চাইলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার উচ্চশিক্ষার সার্টিফিকেট। শুধু তাই নয়, কন্সষ্ট্রাকশন, লেবার বা অন্যান্য ছোট কাজেও কয়েক দিনের মধ্যে পাওয়া যায় ন্যাদারল্যন্ডের ভিসা। ন্যদারল্যান্ডে সহজেই কিভাবে কাজের বা অন্যান্য ভিসা নিয়ে যাবেন তা জানতে এখানে ক্লিক করুন  

এই ৫ চাকরির যেকোন ১ টি এপ্লাই করে রাখলেই নিশ্চিত জয়েনিং ঈদের পরে পরেই

লোড হচ্ছে...

Auto

msg