আপনার কি চাকরি খুব বেশি জরুরী? তাহলে এটাতে জয়েনিং নিয়ে বেতন নিন দ্রুত

Loading...

Showing posts with label Special Job Circulars. Show all posts
Showing posts with label Special Job Circulars. Show all posts

Wednesday, November 20, 2024

ওয়াক ইন ইন্টার্ভিউতে Student নেয়া হচ্ছে আড়ং উত্তরা যমুনা ও বসুন্ধরা সিটি

আড়ং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুপরিচিত একটি প্রতিষ্ঠান। আড়ং এর অনেকগুলো শপিং আউটলেট আছে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে। এই আড়ং এ কাজ করে সংসার চালাচ্ছে বাংলাদেশের অসংখ্য তরুন তরুনী। যারা কাজ করে থাকে আড়ং এ তাদের সাথে কথা বলে জানতে পেরেছে যে, আড়ং এ কাজের পরিবেশ খুবই উন্নত এবং আরামদায়ক।

সম্প্রতি আড়ং এ কাজের জন্য লোক নিয়োগ দেয়া হবে বলে জানা গিয়েছে। ৩ টি ধাপে এই নিয়োগ সংক্রান্ত বিষয় সম্পর্কে পরিষ্কার ধারনা দেবার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সাথেই থাকবেন।



There are so many international brand in Bangldesh. Aarong is none other than one of them. But interestingly Aarong brand was basically originated in Bangladesh. This aarong in Bangladesh is such a big company that you can not relate any other company with this gigantic company. As it is a very big company and a countrywide chain fashion brand, so this company has thousands of worker working round the clock. Interestingly most of the employee of aarong are female. Now the question is why most of the worker working in aarong are women. There is reason for that. As it is fashion outlet, that is why a big number of women works under aarong on production the product of the aarong. 

১) আড়ং এ এই চাকরিটা কোন পদের?



এই প্রশ্নটাই সবার মনে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে নিশ্চিত। তাই সবার আগে এই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবো। প্রথমত বলতে চাই যে, আপনারা যারা আড়ং এ গিয়ে অব্যস্ত তারা অবশ্যই জানেন যে, আপনি যখন আড়ং এ শপিং করতে যান তখন কেউ একজন আপনার পাশে এসে আপনাকে সাহায্য করার চেষ্টা করতে থাকে। এদেরকে বলা হয়ে থাকে সেলস পার্সন। মুলত এই সেলস পারসন পদের জন্যই লোক নিয়োগের প্রকৃয়া চালু আছে।





২) কোন আড়ং এ এই চাকরি দেয়া হচ্ছে?

এটা খুবই ভাল প্রশ্ন। তবে আপনি শুনে আস্থস্ত হবেন যে, আড়ং এর প্রায় সবগুলো আউটলেটেই চাকরির এই সুবিধা পাওয়া যাচ্ছে। আপনি চেষ্টা করবেন আপনার নিকটের আড়ং এ জয়েনিং নিতে কারন যাতাযাত সুবিধা না হলে চাকরি করে শান্তি পাবেন না। তবে আপনার নিকটের টা তে যদি না পান সেক্ষেত্রে যত নিকটের আড়ং এ মেনেজ করতে পারেন সেটাতে চেষ্টা করার অনুরোধ রইলো।


৩) কিভাবে জয়েন করতে হবে?

এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে উত্তরটা খুবই সহজ। এই চাকরিতে জয়েন করতে চাইলে আপনাকে প্রথমে এপ্লিকেশন জমা দিতে হবে। আপনার এপ্লিকেশন গ্রহনযোগ্য তবে আপনি পেতে পারেন আড়ং এর এই চাকরি।
আপনার নিকটের আড়ং এ চলে যাবেন। সেখানে দেখতে পাবেন সিভি দিয়ে আসার জন্য একটা বক্স রাখা আছে। সেই বক্সে আপনার সিভি জমা করে দিয়ে আসবেন।

সবচেয়ে জেনে খুশি হবেন যে, 

আড়ং এ বর্তমানে অনেকেই এই কাজ করে থাকেন। তারা সবাই সিভি জমা দিয়েই চাকরিতে জয়েন করেছে। সুতরাং চাকরি হবে কি হবেনা এটা না ভেবে নিশ্চিন্তে আল্লাহর নাম নিয়ে সিভি জমা দিয়ে আসুন। আশাকরি অনেকের মতই আপ্নারো চাকরিটা হয়ে যাবে ইনশাআল্লাহ।

Sunday, November 3, 2024

ভার্চুয়াল স্কুলে বাচ্চাদের অনলাইনে পড়াতে চাইলে Apply করুন

 চাকরির বিজ্ঞপ্তি

পদের নাম:
শিক্ষক (সহকারী/গাইড)

শিক্ষাগত যোগ্যতা:
অনার্সসহ মাস্টার্স।

অতিরিক্ত যোগ্যতা:
বয়স সর্বোচ্চ ৪০ বছর।

দায়িত্ব ও প্রেক্ষাপট:
“ইস্পাত কঠিন প্রাচীর ভেদ করে যারা সম্মুখভাগে অগ্রসর হতে চায় আমরা তাদেরই দলে” এই শ্লোগানকে সামনে রেখে নভেলটি স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু। নভেলটি স্কুল অ্যান্ড কলেজ একটি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ও শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। যারা এই প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের নিকট থেকে নিম্নলিখিত পদসমূহের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

কর্মস্থল:
ঢাকা

চাকরির ধরন:
পূর্ণকালীন

ক্ষতিপূরণ ও অন্যান্য সুবিধাদি:
আলোচনা সাপেক্ষে (যোগ্যতা ও অভিজ্ঞতা অনুসারে)।

আবেদনের পদ্ধতি:
আবেদন শুধুমাত্র হার্ড কপি আকারে গ্রহণ করা হবে। ০৮/০৭/২০২৪ ইং (সোমবার) পর্যন্ত আবেদন করা যাবে। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং প্রার্থীকে অবশ্যই অধুমপায়ী ও সৎচরিত্রের অধিকারী হতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:
মানব সম্পদ বিভাগ, নভেলটি স্কুল অ্যান্ড কলেজ, প্লট নং-১৪/৭, মেইন রোড, (৫ নং রোড সংলগ্ন), নন্দীপাড়া, সবুজবাগ- ঢাকা-১২১৪।

প্রতিষ্ঠানের তথ্য:
নভেলটি স্কুল অ্যান্ড কলেজ (নন্দীপাড়া ক্যাম্পাস)
ঠিকানা: ১৪/৭, মেইন রোড, নন্দীপাড়া, সবুজবাগ, ঢাকা - ১২১৪



Job Vacancy Announcement

Position Title:
Teacher (Assistant/Guide)

Educational Requirements:
Bachelor's and Master's degrees.

Additional Requirements:
Age must be at most 40 years.

Responsibilities & Context:
With the motto "Those who wish to advance forward breaking through the iron wall are welcome," Novelty School & College started its journey. This is a modern, technology-equipped, and air-conditioned institution. We are inviting applications from interested candidates for the following positions to build a career with us.

Job Location:
Dhaka

Employment Status:
Full-time

Compensation & Other Benefits:
Negotiable (based on qualifications and experience).

Application Procedure:
Applications must be submitted in hard copy. The deadline for submission is Monday, 8th July 2024. Any kind of recommendation will be considered as disqualification. Candidates must be non-smokers and of good character.

Send Applications To:
Human Resources Department, Novelty School & College, Plot No. 14/7, Main Road, (Adjacent to Road No. 5), Nandipara, Sabujbagh, Dhaka-1214.

Company Information:
Novelty School & College (Nandipara Campus)
Address: 14/7, Main Road, Nandipara, Sabujbagh, Dhaka - 1214

Friday, August 16, 2024

পল্লী বিদ্যুৎ নতুনভাবে বিলিং সহকারি নিচ্ছে

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং সহকারি নিয়োগ বিজ্ঞপ্তি

ফরিদপুরের কানাইপুর অবস্থিত ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির তরখ থেকে বিলিং সহকারি পদের জন্য এই অসামান্য নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
মুলত এটি একটি দৈনিক মজুরী ভিত্তিক চাকরি এবং এটি কোন স্থায়ী চাকরি নয়। সম্পুর্ন অস্থায়ী ভিত্তিতে ১৪ জন্য বিলিং সহকারি পদে জন্য জনবল দরকার পুরনের লক্ষ্যেই এই বিজ্ঞপ্তি ছেড়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

কারা এপ্লাই করতে পারবেন?

এই চাকরিটি মুলত সবার জন্য নয়। কারন দৈনিক মজুরী ভিত্তিতে বিলিং সহকারি পদের এই চাকরি শুধুমাত্র মহিলাদের জন্যই সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে/

প্রার্থীকে অবশ্যই এইস এস সি পাস ধারী হতে হবে। শুধু তাই নয়, জিপিএ ৩ থাকতে হবে এইস এস সি পরীক্ষার ফলাফলে। একই সাথে প্রার্থীকে অবশ্যই গানিতিক বিষয়ে ভাল জ্ঞান থাকা আবশ্যক। এছারা, কম্পিউটার চালনা এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার ক্ষেত্রেও অভিজ্ঞতা মাস্ট।
এই শেষ নয়, প্রার্থীকে অবশ্যই বেশ ভাল টাইপিং জানতে হবে যা, বাংলা মিনিটে ১০ ও ইংরেজিতে মিনিটে ৩০ শব্দের টাইপিং স্পিড থাকা আবশ্যক।


 বিলিং সহকারি পদের বেতন কত?

বেতন যেহেতু দৈনিক ভিত্তিতে দেয়া হবে সেহেতু মান্থলি কোন ফিক্সড সেলারি নেই। সার্কুলারের তথ্য মোতাবেক, ডেইলি ৮০০ টাকা হবে মজুরী।
এই মজুরীর সাথে আরো কোন সুবিধা সংযুক্ত আছে কিনা সে বিষয়ে কোন কিছুই উল্লেখ নেই সার্কুলারে।

আবেদন করবো কিভাবে?

আবেদন করার নিয়ম এখানে লিখলাম না। কারন আবেদন করার সিস্টেম যেভাবে সার্কুলারে উল্লেখ আছে ঠিক সেভাবে দেখে নিয়ে নিজ চোখে অবলোকন করে করলে ভুল হবার সম্ভাবনা থাকবে না। তবে বলে দিতে চাই যে, আবেদন ফর্ম খুজে পাবেন, pbs.faridpur.gov.bd এই ওয়েব লিংক থেকে।
আরো বলে দিতে চাই যে, আবেদন জমা দিতে ২০০ টাকার পে অর্ডার জমা দিতে হবে।
এছাড়া আবেদনের নির্দেশনা উপরে বিজ্ঞপ্তির ছবি দেখে ক্লিয়ারলি জেনে নেয়ার আহবান জানাচ্ছি।
আগ্রহী থাকলে, সময় থাকতে এপ্লাই করে ফেলুন। আল্লাহ আপনার সহায় হোন। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

Wednesday, August 14, 2024

নতুনভাবে মেট্রোরেল টিকেট মেশিন অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মেট্রোরেল টিকেট মেশিন অপারেটর

মেট্রোরেল থেকে সম্প্রতি একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মেট্রোরেলের টিকেট মেশিন অপারেটর পদের শুন্যতা পুরনের লক্ষ্যেই এই বিজ্ঞপ্তি ছেড়েছে ঢাকা মাস ট্রাঞ্জিট কোম্পানি যাকে সংক্ষেপে DMTCL নামেই সবার কাছে বহুল পরিচিত।
মুলত মেট্রোরেলের স্বত্বাধিকারি প্রতিষ্ঠান হচ্ছে এই DMTCL এবং শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এই DMTCL কোম্পানি।
এই প্রতিষ্ঠান অর্থাৎ যেখান থেকে এই সার্কুলারটি পাবলিশ করা হয়েছে সেই অফিসের ঠিকানা সার্কুলারে উল্লেখিত তথ্য অনুসারে প্রবাসি কল্যান ভবনের ১৪ নম্বর লেভেলে। এই ভবনের অবস্থান এলিফেন্ট রোডের ৭১-৭২ নম্বরে যেটা ইস্কাটন গার্ডেন, ঢাকা - ১০০০ নামে সুপরিচিত।
DMTC এর ওয়েব এড্রেস dmtcl.gov.bd তে ভিজিট করেও আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কিত খুটিনাটি সকল তথ্য উপলব্ধ করতে পারবেন।
প্রসংগ উল্লেখ্যা যে, DMTCL গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অন্তর্ভুক্ত।
এবার চলুন দেখে নেয়া যাক, টিকেট মেশিন অপারেটর পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটি। সাথেই থাকুন।



১) টিকেট মেশিন অপারেটর মুলত কী?

এই প্রশ্নটা অনেকেরই মনের প্রশ্ন। কারন চাকরি করার আগে সবার প্রথমে মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে একটা কথা যে, যে চাকরির জন্য এপ্লিকেশন সাবমিট করতে যাচ্ছি, সেই চাকরি যদি আল্লাহর রহমতে হয়েই যায় তাহলে আমাকে কি কাজ করতে হবে। আবার এমনও হয় যে, অনেকেই জিজ্ঞেস করতেই থাকে যে, যে চাকরির জন্য এপ্লিকেশন জমা দিলি, সেই চাকরির কাজটা কি?
যাইহোক, এইসব প্রশ্ন নিজের মনের থেকে সৃষ্ট হোক আর অন্যের প্রশ্নের থেকে যেভাবেই আসুক না কেন, চলুন এর উত্তর খুজে বের করা চেষ্টা করে দেখি।
আপনারা যারা, মেট্রোরেলে অলরেডি চড়েছেন তাদের কাছে ব্যাপারটা পানির মত সহজ। অনেকেই অলরেডি বুঝেই ফেলেছেন, কাজটা কি ধরনের হতে যাচ্ছে।
কারন, মেট্রোরেল ষ্টেশনে ঢোকার পর প্রথম যে কাজটি আমাদের করতে হয়, সেটি হচ্ছে, টিকেট কাটতে হয়। এই টিকেট কাটার জন্য ২ ধরনের পদ্ধতি রয়েছে।
প্রথমত, আপনি সেখানে থাকা অফিসে লাইন ধরে ম্যানুয়ালি হাতে টাকা দিয়ে অফিস থেকে টিকেট কাটতে পারেন। আর
দ্বিতীয়ত, আপনি দেখে থাকবেন, সেখানে টিকেট কাটার জন্য মেশিন রয়েছে, সেই মেশিন থেকে নিজে নিজেই টিকেট কেটে নিতে পারেন।
তবে, মেশিনের মাধ্যেমে নিজে নিজে টিকেট কাটা কিছুটা ঝামেলা এবং অনেকেই বুঝতেই পারেননা কিভাবে কি করতে হবে। যেহেতু সেখানে কোন হেল্পার থাকেনা সেহেতু, যা করার নিজ দায়িত্বেই করতে হয়।
ফলে দেখা যায়, অনেকেই টিকেট মেশিন থেকে টিকেট কাটকে গিয়ে অনেক সময় নিয়ে ফেলেন, ফলে পেছনে লম্বা লাইন হয়ে যায়। অথবা, অনেকেই মেশিনে টিকেট কাটার ভয়ে, মেশিন থেকে টিকেট না কেটে, ম্যানুয়ালি ক্যাশ টাকা দিয়ে টিকেট কেটে থাকেন।

এজন্যই,

যারা টিকেট মেশিন ব্যাবহার করে টিকেট কাটতে পারেন না, তাদের কে হেল্প করার জন্য মেট্রোরেল কর্ত্রিপক্ষ কিছু টিকেট মেশিন অপারেটর নিয়োগ দিচ্ছে, যারা এইসব মানুষদের হেল্প করবেন, যারা মেশিনের মাধ্যেমে টিকেট কাটতে ভয় পায় অথবা, টিকেট কাটতে গিয়ে কোন ঝামেলার মধ্যে পড়ে যান।
তাই, যাত্রীদের সর্বাত্মক সহযোগিতার জন্য এই টিকেট মেশিন অপারেটর নিয়োগ দেয়া হচ্ছে, যাদের কাজ হচ্ছে, মেশিনের সাহায্যে যারা মেট্রোরেলের টিকেট কাটবেন, তাদেরকে সহযোগিতা করা।
 

Thursday, August 1, 2024

HSC তে টিকেট মেশিন অপারেটর ও কাষ্টমার রিলেশন Assistant নিচ্ছে Metro Rail

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
(মেট্রোরেলের কার্যক্রম বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ)
প্রতিষ্ঠান ভবন, লেভেল-১৪
৫৩-৫৬ পুরানা পল্টন লেন, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০
www.dmtcl.gov.bd


স্মারক নম্বর: ৫৪.০৩.০০০০.০০১.১১.০০৩.২২৩-২৮০
তারিখ: ২৯ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
০৩ আগস্ট ২০২৩ ইংরেজি


নিয়োগ বিজ্ঞপ্তি-১০


নির্দেশনা:

১. প্রার্থীদের Dhaka Mass Transit Company Limited (DMTCL)-এর নির্ধারিত ফরম পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের মাধ্যমে Dhaka Mass Transit Company Limited (DMTCL)-এর ওয়েবসাইট www.dmtcl.gov.bd থেকে প্রাপ্ত হতে পারে। ২. নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেয়ার জন্য প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছে। ৩. নিয়োগ সম্পর্কিত অন্যান্য তথ্যাদি Dhaka Mass Transit Company Limited (DMTCL)-এর ওয়েবসাইট www.dmtcl.gov.bd এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.rthd.gov.bd থেকে জানা যাবে। ৪. পরীক্ষার প্রবেশপত্র ও অন্যান্য তথ্যাদি Dhaka Mass Transit Company Limited (DMTCL)-এর ওয়েবসাইট www.dmtcl.gov.bd থেকে ডাউনলোড করা যাবে



Wednesday, July 31, 2024

+ ইসলাম শিক্ষা সহকারি শিক্ষক ১৬৫০০ তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

বিজ্ঞপ্তি বিশ্লেষণ: ইভিন্স মডেল স্কুল, সহকারি শিক্ষক (ইসলাম শিক্ষা)

পদ: সহকারি শিক্ষক (ইসলাম শিক্ষা) প্রতিষ্ঠান: ইভিন্স মডেল স্কুল অবস্থান: গাজীপুর সদর, গাজীপুর

যোগ্যতা:

  • শিক্ষাগত যোগ্যতা: কামিল/ইসলামিক স্টাডিজ/দাওরায়ে হাদিস/আরবী বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • অতিরিক্ত যোগ্যতা:
    • কোরআন হাফেজ এবং নূরানী প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
    • বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

দায়িত্ব:

  • ইভিন্স মডেল স্কুলে ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষাদান করা।
  • প্রতিষ্ঠানের নির্ধারিত নীতিমালা অনুসরণ করা।

আবেদন পদ্ধতি:

  • আগ্রহী প্রার্থীদের আগামী ২০ আগস্ট, ২০২৪ ইং তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সক্রিয় মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের কপি সংযোজন করতে হবে।
  • আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: প্রধান শিক্ষক, ইভিন্স মডেল স্কুল, শিরিরচালা, ভবানীপুর-১৭৪০, গাজীপুর সদর, গাজীপুর

অন্যান্য তথ্য:

  • বেতন: নিয়মিত বেতন এবং বার্ষিক বেতন বৃদ্ধি।
  • অন্যান্য সুবিধা: উৎসব ভাতা।
  • চাকরির ধরন: পূর্ণকালীন।

বিশেষ দ্রষ্টব্য: এই বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল তথ্য ইভিন্স মডেল স্কুলের অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে নেওয়া হয়েছে। কোনো ধরনের তথ্যের সঠিকতা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন।

আবেদনকারীদের জন্য পরামর্শ:

  • বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল যোগ্যতা পূরণ করা আবশ্যক।
  • আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিন।
  • সকল প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে সংযুক্ত করুন।
  • সাক্ষাৎকারের জন্য প্রস্তুত থাকুন।

আশা করি এই বিশ্লেষণ আপনার জন্য উপকারী হবে।

আপনার আরো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন।



Random Post

Loading...

এই মাসের চাকরি গুলো

Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা 

Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক

Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক

Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫

 

Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.