নতুনভাবে মেট্রোরেল টিকেট মেশিন অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মেট্রোরেল টিকেট মেশিন অপারেটর মেট্রোরেল থেকে সম্প্রতি একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মেট্রোরেলের টিকেট মেশিন অপারেটর পদের শুন্যতা পুরনের লক্ষ্যেই এই বিজ্ঞপ্তি ছেড়েছে ঢাকা মাস ট্রাঞ্জিট কোম্পানি যাকে সংক্ষেপে DMTCL নামেই সবার কাছে বহুল পরিচিত। মুলত মেট্রোরেলের স্বত্বাধিকারি প্রতিষ্ঠান হচ্ছে এই DMTCL এবং শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এই DMTCL কোম্পানি। এই প্রতিষ্ঠান অর্থাৎ যেখান থেকে এই সার্কুলারটি পাবলিশ করা হয়েছে সেই অফিসের ঠিকানা সার্কুলারে উল্লেখিত তথ্য অনুসারে প্রবাসি কল্যান ভবনের ১৪ নম্বর লেভেলে। এই ভবনের অবস্থান এলিফেন্ট রোডের ৭১-৭২ নম্বরে যেটা ইস্কাটন গার্ডেন, ঢাকা - ১০০০ নামে সুপরিচিত। DMTC এর ওয়েব এড্রেস dmtcl.gov.bd তে ভিজিট করেও আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কিত খুটিনাটি সকল তথ্য উপলব্ধ করতে পারবেন। প্রসংগ উল্লেখ্যা যে, DMTCL গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অন্তর্ভুক্ত। এবার চলুন দেখে নেয়া যাক, টিকেট মেশিন অপারেটর পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটি। সাথেই থাকুন। ১) টিকেট মেশিন অপারেটর মুলত কী? এই প্রশ্নটা অনে...