Posts

Showing posts with the label শিক্ষার্থী ট্রাফিক পেইড জব ৫০০ টাকা ভাতা ৪ ঘন্টা ডেইলি

এই ৫ চাকরির যেকোন ১ টি এপ্লাই করে রাখলেই নিশ্চিত জয়েনিং ঈদের পরে পরেই

লোড হচ্ছে...

পুলিশ ট্রাফিকে শিক্ষার্থীরা কাজ নিন এভাবে

Image
দিনে ৫ ঘন্টা যেকোন শিক্ষার্থীকে ট্রাফিকের কাজে নিয়োগ দেয়া শুরু হতে পারেন এমাসের নভেম্বরের ৩১ তারিখ থেকে পার্ট টাইমার হিসেবে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে ৭০০ শিক্ষার্থীকে এই কাজ দেয়া হবে। পরে এই সংখ্যা বাড়বে। ট্রাফিকে যে ৭০০ জন শিক্ষার্থীকে কাজ দেয়া হয়েছে তারা শিফটে ৪ ঘন্টা করে কাজ করছে প্রতি শিফটে ৪ ঘন্টার জন্য ভাতা ৫০০ টাকা ডাবল শিফট করলে ১০০০ টাকা। আগামী মাসে আরো ৭০০ জন শিক্ষার্থীকে এই কাজের জন্য নিয়োগ দেয়া হবে। যারা এই কাজ করতে চান তারা এখানে ক্লিক করে শুরু করে দিন

আপ্নিও চান? জেনে নিন কিভাবে নিলো তারা এই ট্রাফিক কন্ট্রোলারের কাজ

Image
  আপনি যদি পেইড ষ্টুডেন্ট ট্রাফিক কন্ট্রলার হতে চান তাহলে কিভাবে কি করবেন এবং কার সাথে কোথায় যোগাযোগ করবেন তার কোন স্পেসিফিক নির্দেশনা সরকার থেকে আসেনি। তবে, এই কাজ যদি করতে চান, তাহলে আপনি ঢাকার ফার্মগেট, আসাদ গেট, মহাখালি এবং অন্যান্য গুরুত্বপুর্ন ট্রাফিক এরিয়াতে গিয়ে সেখানে যারা এবং যেসব ষ্টুডেন্ট কাজ পেয়েছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন। তারা যেহেতু কাজ পেয়েছে সেহেতু তার বলতে পারবে সঠিক প্রসেসটা কী।

Auto