ওয়ালটন মোবাইল বানিজ্য মেলা ২০২৫ এ কিভাবে কাজ নিবেন?
বানিজ্য মেলায় কাজ নেয়ার ২ ধরনের সিষ্টেম আছে। প্রথমত আগে থেকেই বানিজ্য যেসকল ষ্টল বসে তাদের সাথে যোগাযোগ করে আগেই কাজ রেডি করে রাখা তবে অনেকেই ভাল করে এই সিষ্টেম জানেন না দেখে মেলা শুরু হবার পরে কাজ নিয়ে থাকেন। বানিজ্য মেলার সন্ধার পর কাজ করতে এখানে ক্লিক করুন এখন যেহেতু মেলা শুরু হয়ে গিয়েছে সেহেতু আপনাকে ২য় সিষ্টেমে কাজের ব্যাবস্থা করতে হবে। এই সিষ্টেম যদি কাজ পেতে চান তাহলে অবশ্যই মেলার শুরুর ৭ দিনের মধ্যে আপনাকে চাকরি নিতে হবে তা না হলে আপনি চাকরি নাও পেতে পারেন। মেলার শুরু হবার ৭ দিনের মধ্যে মেলায় চলে যান। সেখানে গিয়ে দোকান গুলো ভিজিট করতে থাকুন। বানিজ্য মেলার আড়ং শপে কাজ নিতে এখানে ক্লিক দিন এখন যেহেতু মেলার শুরুর সময় সেহেতু কাষ্টমারের সংখ্যা আপনি খুব একটা দেখতে পাবেন না। সেক্ষেত্রে দোকানের মালিকের সাথে কথা বলা সহজ হবে আপনার জন্য। এখন যেটা করবেন সেটা হল, প্রায় ৮০% দোকানেই আপনি দেখতে পাবেন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি লাগানো আছে। কোন কোন দোকানে এখন কর্মী নিচ্ছে দেখুন আপনি সেই সব দোকানে ঢুকে ম্যানেজারের সাথে কথা বলা শুরু করবেন চাকরির ব্যাপারে। যতদুর সম্ভব তাকে বোঝানোর চে...