Friday, December 20, 2024

পরীক্ষা ছাড়াই জয়েনিং নিন এই ৩ চাকরিতে

 3. Day Care সেন্টারে ২১০০০ বেতনে দরখাস্তে ফর্ম

4. আড়ং এ রমজানে কাজের জন্য জয়নিং দিচ্ছে

5. এই ৩ সরকারি চাকরিতে যত দ্রুত সম্ভব এপ্লাই করে ফেলেন - কোন প্রকার পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে

বিমান বন্দরে কাজ করতে চান? SSC হলেই হবে



 

এই সপ্তাহ শেষ হবার আগের এই ৫ টির যেকোন ১ টিতে এট লিষ্ট জয়েনিং টা নিয়ে রাখেন

1.  শুরুতেই ২৬০০০ বেড়ে ১ বছরে হবে ৩৬০০০

2. বেকার হবার আগেই জয়েন করুন এই ১০ চাকরিতে

3. Day Care সেন্টারে ২১০০০ বেতনে দরখাস্তে ফর্ম

4. আড়ং এ রমজানে কাজের জন্য জয়নিং দিচ্ছে

5. এই ৩ সরকারি চাকরিতে যত দ্রুত সম্ভব এপ্লাই করে ফেলেন - কোন প্রকার পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে

কেজি ক্লাসে বাচ্চাদের টিচার হতে এপ্লাই করেন

 

Gateway International School

Teacher (Play/ Nursery/ KG 1-2)

Requirements
Education
Candidates having teaching experience in renowned English medium schools or having O and A level education herself and living around Siddeshwari will be given priority.
Additional Requirements
Candidates having extremely good FLUENCY in spoken and written English will be preferred.
Responsibilities & Context
We are looking for Teacher (Play/ Nursery/ KG 1-2)

You have to take the challenge of teaching in innovative ways to ensure quality of education.
After successful completion, you will be given sample batches first to prove your work skills in teaching.
You will get enough facilities to teach at your ease but the output has to be a standard one related to the existing service market.
Successful and deserving teachers will have the chance to become counselor of the branches.
You have to report directly to the coordinator of the respective course, your reporting will be to the respective Branch Manager for HR related issues.
Remember, you will be evaluated in a 360 degree approach to explore your skills in a better way. Candidates living in and around Siddesh Wari would be given preference.


Compensation & Other Benefits
Really deserving candidates will receive lucrative pay package. Working with Gateway will give you the idea of a friendly, challenging and also rewarding environment to shape your future career. On the job training is the core of our HR beliefs; we prefer to remain outstanding in the market, that helps your personal development. We do not believe only in outstanding results but Quality in 'SERVICE'. If you think that you will be able to handle the challenge to be a LANDMARK in this Service Market, you will always get preference over others.

Workplace
Work at office

Employment Status
Full Time

Job Location
Anywhere in Bangladesh


১৯৭৮০ বেতনে রিসেপশনিষ্টের কাজ



পদের নাম: রিসেপশনিস্ট

পদের সংখ্যা: ১টি

কর্মস্থল/কর্মএলাকা: কক্সবাজার পৌরসভা, কক্সবাজার

চাকুরির ধরন ও মেয়াদ: প্রকল্প/চুক্তভিত্তিক ও প্রকল্পের চলমান মেয়াদ জুন, ২০২৫ পর্যন্ত। যা সন্তোষজনক কার্য সম্পাদনের আলোকে দাতা সংস্থা হতে বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হতে পারে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। ৩৮ বছরের এই পথ চলায় ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরি এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থালি পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সংস্থাটি ৩০ এর অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ৭০০ এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপন পূর্বক কার্যক্রম পরিচালনা করে আসছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কার প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর সহায়তায় কক্সবাজার পৌর-এলকায় অত্র সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন “Urban Primary Health Care Services Delivery Project-II (UPHCSDP-II)” শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প মেয়াদকালের জন্যে “রিসেপশনিস্ট” পদে ১ জন কর্মী নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হচ্ছে।


রিসেপশনিস্ট পদের দায়িত্বসমূহঃ

রোগী ও তাদের পরিবারের সদস্যদের স্বাগত জানানো এবং তাদের প্রয়োজনীয় তথ্য প্রদান করা
নতুন রোগীদের নাম, ঠিকানা, বয়স ও রোগের ধরন ইত্যাদি তথ্য সংগ্রহ করা এবং নিবন্ধন করা।
ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের সঙ্গে রোগীর অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি ঠিক করা।
রোগী ও দর্শনার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা।
রোগীর রেজিস্ট্রেশন ফি, চিকিৎসা ফি ইত্যাদি গ্রহণ করা।
রশিদ প্রদান ও ফি সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ করা।
রোগীদের চিকিৎসার কাগজপত্র, প্রেসক্রিপশন ইত্যাদি সঠিকভাবে নথিভুক্ত করা।
হাসপাতালের ডেটাবেসে তথ্য আপডেট করা।
বিভিন্ন চিকিৎসা বিভাগ, ওয়ার্ড বা ল্যাবরেটরি সম্পর্কে রোগী ও দর্শনার্থীদের সঠিক নির্দেশনা প্রদান করা।
হাসপাতালের সেবা, সময়সূচি, ডাক্তারদের শিডিউল এবং অন্যান্য তথ্য প্রদান করা।
রোগীদের প্রতি মানবিক আচরণ করা এবং তাদের আতঙ্ক ও উদ্বেগ কমানোর জন্য সহযোগিতা করা।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো বিশেষ দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

অন্যান্য যোগ্যতাঃ

কম্পিউটারে MS Word, Excel, Power Point এর কাজ জানা থাকতে হবে।
আন্তব্যক্তিক যোগাযোগ, সৃজনশীল চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।
শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম, সাবলীল এবং উন্নত চারিত্রিক গুণাবলী সম্পন্ন হতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাঃ

মাসিক সর্বমোট বেতন ১৯,৭৮০/- টাকা।
এছাড়া বছরে দু’টি উৎসব ভাতা এবং প্রকল্পের বাজেট বরাদ্দ অনুযায়ী অন্যান্য সুবিধা সমূহ প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়সঃ

সর্বোচ্চ ৩০ বছর। যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদনের নিয়মাবলী ও শর্তাবলীঃ

অনলাইন আবেদনের নিয়মঃ

উপরোল্লিখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র, সিভি (CV), রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র/জম্ম সনদ, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র/ছাড়পত্র এসবের স্ক্যানকপি সংযুক্ত করে ই-মেইল করুন career@padakhep.org এই ঠিকানায়।

সরাসরি প্রধান কার্যালয়ে বা ডাকযোগে আবেদনের নিয়মঃ

আগ্রহী প্রার্থীদের A-4 সাইজের সাদা কাগজে লিখিত আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত (আপনাকে চিনবেন এমন দুই জন বিশিষ্ট ব্যক্তির ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখ পূর্বক), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি স্পষ্ট রঙিন ছবি (ল্যাব প্রিন্ট), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ/ছাড়পত্র, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত সহ আগামী ৩০/১২/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে “নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, এস টাওয়ার, ২৮/১, পশ্চিম তেজতুরি বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫” এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।
খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচি দরখাস্তে (সিভিতে) প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে।
নিয়োগের নিয়মাবলীঃ



যে কোনো আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযোজন/শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর আপনজন/ আত্মীয়দের মধ্যে থেকে দুইজন ব্যক্তিকে (সরকারি/ আধা সরকারি/ বেসরকারি চাকুরিজীবী) সংস্থার নির্ধারিত ফরমে গ্যারান্টার হতে হবে।
কোনো প্রার্থী কোনো ক্ষেত্রে ভুল তথ্য প্রদান অথবা সত্য গোপন করলে নিয়োগ পাবার পরও যে কোনো সময় তার নিয়োগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিটি www.padakhep.org এই ঠিকানাতেও পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়ঃ
৩০/১২/২০২৪ (সন্ধ্যা ৬:০০টা


কিভাবে কোথায়?

ঘটনাটি ঘটেছে নাইজেরিয়াতে। সেখানে, ক্রিসমাসের ফানফেয়ারে গিয়েছিল তারা। আর, হঠাত কি কারনে চারদিকে দৌড়াদৌড়ি শুরু হয়। আর তখন এই ৩৫ টি শিশু পায়ের নিচের পিষ্ট হয়ে মারা যায়। 

Thursday, December 19, 2024

কাস্টমার কেয়ার SSC পাস ২৫০০০ সেলারি (ষ্টুডন্ট অগ্রাধিকার)

 

Best Software Technology Limited

Customer Services Executive (Female)

Requirements
Education
SSC
Or HSC /Diploma/ Honours / Bachelor Degree In any discipline,Running Students / House wife Apply Allowed.

Additional Requirements
Age 18 to 30 years
Responsibilities & Context
Answering incoming calls from customers and ensuring instant customer satisfaction.

Respond to customer inquiries.

Receiving customer complaints and inputting those in the system for necessary measures and providing them information about the resolution of the same.

Troubleshoot/ helping to resolve customer service problems.

Provide general information.

Maintaining a high standard of call quality as per the requirement of the organization.

Compensation & Other Benefits
T/A, Mobile bill
Salary Review: Yearly
Festival Bonus: 2
Workplace
Work at office

Employment Status
Full Time

Job Location
Dhaka

Job Highlights
Part Time / Full Time.Job Location-

Dhaka,Gazipur,Narayanganj,Badda, Dhanmondi,Gulshan,Hazaribagh,Jatrabari,Kawran,Bazar,Keraniganj,Mirpur, Motijheel, Rampura,Savar,Uttara, Derma, Mohammadpur.Tejgaon,Shabagh.

Apply Procedure
Email your CV
Send your CV to the given email besttechit24@gmail.com

Company Information
Best Software Technology Limited

Address:
67/7 2&3th floor, Madrasah road Kalampur, Dhamrai Dhaka.

Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা 

Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক

Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক

Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫

 

Bangladesh Jobs - Discover Opportunities | Apply Today

Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.