পল্লী বিদ্যুৎ এ HSC তে ৪৭০০০ এ কাজ করতে চাইলে এপ্লাই করেন

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি বারখাদা, কুষ্টিয়া।
ই-মেইল-kusphs@gmail.com
150 9001:2015 CERTIFIED
নিয়োগ বিজ্ঞপ্তি
ওয়েব সাইট-phs.kushtia.gov.bd
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সহিতিতে নিম্নবর্ণিত শূন্য গাদ স্থায়ী পদের বিপরীতে লোকবল নিয়োগ/প্যানেল তৈরীর নিমিয় যোগ্যতা সম্পন্ন অগ্রহী বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নোক্ত শর্তাদি প্রতিপালন সাপেক্ষে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
পদের নাম
বয়স সীমা
বেতন স্কেল
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যে জেলার প্রার্থীগণ আবেদন ভরতে পারবেন
পদ সংখ্যা
ডাটা এন্ট্রি অপারেটর (মহিলাদের সন্ততিত) ০২ (দুই)টি। (সংখ্যা কম বা বেশী হতে
০৮/০১/২০২৬ খ্রিঃ তারিখ বয়স সীমা সর্বনিম্ন ১৯৮৬ এবং অনুর্ধ্ব ৩২ বৎসর হতে হবে। নয়সের প্রমাণক হিসেবে এস.এস.সি/সমমানের সনদ বিবেচিত হবে। বাস প্রমাণে এফিডেভিট
পরিম বেতন আাঠামো-২০১৬ (সংশোধিত-২০২১) অনুযায়ী যেতন স্কেল ১৮,০০০/- হতে নিয়ম অনুযায়ী বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
ত) এসএসসি বা সমমান ও এইচএসনি বা সমমান উভয় পরীক্ষার মূন্যতম দ্বিতীয় বিভাগ অথবা ডিপিএ ন্যূনতম ২,০০ (জিপিএ এ এর মধ্যে) থাকতে হবে। কোনক্রমের তৃতীয় বিভাগ গ্রহনযোগ্য
ঘ) ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচলনায় দক্ষ হতে হয়ে।
গ) বাংলা প্রতি মিনিটে ন্যূনতম ২০ (বিশ) পদ ও ইংরেজী প্রতি মিনিটে ন্যূনতম ৩০ (ত্রিশ) শব্দ কম্পিউটারে টাইপ করছে সক্ষম হতে হবে।
ম) বাংলা ও ইংরেজী ব্যাকরণসহ বানান, বিরাম চিহ্ন ও বাক্য গঠনে পর্যন্ত জন থাকতে হয়ে। নদিকরণ, যোগাযোগ ও তথ্য সংরক্ষণ সম্পর্কে যঠিক জান থাকছে
৪) সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ থাকতে হবে।
১) যথাবথভাবে ফাইলিং, উপস্থাপন, তথ্য সাহ ও সংরক্ষণের পর্যন্ত জান থাকতে হবে।
কুষ্টিয়া পল্লী বিল্ল্যুৎ সমিতির ভৌগলিক এলাকার স্থায়ী বাসিন্দ অর্থাৎ (কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া সদর, দৌলতপুর, মিরপুর, ভেড়ামারা, কুমারখালী, খোকসা উপজেলা। পাবনা জেলার পাবনা সদর উপজেলার চরভবানিপুর,
বোকড়াবল হ্রাম। ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মেহেরপুর জেলার গাংনী কোসালকাটী গ্রাম: চূয়াভাষা
জেলার আলমডাংগা উপজেলার জণন্নাজপুর, শ্রীরামপুর, মাজু গ্রাম। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা, ঐশিগ্রাম গ্রমের স্থায়ী বাসিন্দা) ব্যতিত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
শর্তাবলী:
০১। আবেদনকারীগনকে বৃষ্টিয়া পল্লী বিদু্যুৎ সমিতির ওয়েবসাইট (www.phu.kushtia.gov.bd) হতে নির্ধারিত আবেদন ফরম (ফরম না পহালগ-১১০-০০২, ভার্সন-০১) A4 সাইজের কাগজে ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী ০৮/০১/২০২৬খ্রিঃ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, মুঠিয়া পল্লী বিদুৎ সমিতি, বারখাদা, বৃষ্টিয়া এর বরাবরে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম ব্যতিত অন্য কোন আবেদন মর্মে সাদাকাগজে। টাইপকৃত/ সরাসরি কোন আবেদনপত্র অথবা উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য ফরম-এর সাথে সংযুক্ত প্রবেশ পত্রে যেগ্ররে দিক নির্দেশনা দেয়া আছে সেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪২। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক অবস্থায় ১(এক) বছরের জন্য অন-প্রবেশনে নিয়োগ প্রদান করা হবে। অন-প্রবেশনকালে অর্পিত দায়িত্ব ও কর্তব্য সমূহ যথাযথভাবে সম্প্যানন, বার্ষিক কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে শর্তয্যাগেজে সমিতির নিজস্ব বেতন কাঠামোর নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী চাকুরী নিয়মিত করা হবে। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক না হলে সাথে সাথে চাকুরীভূত করা হবে।
০৩। প্রার্থীকে ওয়েব সাইট হতে প্রাপ্ত আবেদন ফরম যথাযথভাবে সহান্ত পূরণ পূর্বক আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (নাম ও সীলযুক্ত) করে সংযুক্ত করতে হবেঃ
(৫) সকল শিক্ষাগত যোগ্যতার সকল মূল/ সামরিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি (মার্কশীট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়)।
(২) কম্পিউটার প্রশিক্ষাণ উত্তীর্ণ ও অভিজ্ঞতা (যদি থাকে) সনদ পত্রের সত্যায়িত অনুলিপি।
(গ) জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি।
(ঘ) সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (০১ অপি ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে ও ০১ কপি ছবি প্রবেশ পত্রের নির্ধারিত স্থানে আইক/আঠা দিয়ে লাগিয়ে ছবির উপর ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে এবং ০১ কপি ছবি ১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তা ঘরা সত্যায়িত করে স্ট্যাপলার পিন হারা আবেদন গমের লাগে সংযুক্ত করতে হবে।।
(১) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) পৌরসভা মেয়র। মিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর এর নিকট হতে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র।
(চ) জেনারেল ম্যানেজার, কুঠিয়া পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোন তফনীল ব্যাংক হতে ১০০/- (এক শত) টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট/পোষ্টাল অর্ডার। আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
০৫। কোটা সংক্রান্ত সরকারী নির্দেশ যথাযথভাবে পালন করা হবে। সে ক্ষেত্রে যথাযথ সনদ (সরকারী নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক) এর অনুলিপি
১ ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেন পূর্বক ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা ইউনিয়ন পরিসন।
গৌরসভা মেয়র/ সিটি কর্পোরেশন / জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর প্রত্যয়ন পাত্রর মূল কপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
০৫৫। অন্য কোন সংস্থা হাতে অপসারিত/ বরখাস্তকৃত এবং পল্লী বিদ্যুৎ সমিতি হতে অপসারিত্র। বরখাস্তকৃত ও স্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই।
০৬। প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল দিনে অথবা কোন তথ্য গোপন করে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোন প্রকার তদন্ত হ্যতিরেবেই তাৎক্ষণিকভাবে বরখাস্তকরণসহ দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৭। খামের উপর অবশ্যই বড় অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে।
০৬৮। সরকারী, আধা-সরকারী, স্বায়য়শাদিত প্রতিষ্ঠানের চাকুরীতে নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
০৯। অত্র সমিতির কর্মচারী (গণ)-এর প্রথম মাত্রায় এক সম্পর্কীয় আত্মীয় (Fast Blood) বা সমিতির কর্মচারী (গণ)-এর স্বামী/স্ত্রীর প্রথম মাত্রায় রক্ত সম্পর্কীয় जी (First Blood) এবং একইভাবে সমিতি বোর্ডের এলাকা পরিচালক/মছিল এলাকা পরিচালক (গণ)-এর প্রথম মাত্রার বক সম্পরীয় আত্মীয় (Fing Blood) কেউ আবেদন করতে পারবেন না। এ ছাড়া অত্র সমিতির ভৌগোদিও এলাকার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
১০। অসম্পূর্ণ ভুল আবেদনপত্র তথ্য নির্ধারিত আবেদনপত্রটি যথাযথ ভাবে পুরণ না করা হলে বা আংশিক পূরণ করা হাথ বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে বা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোন গড়মিল শাওয়া গেলে আবেদন পত্র বাছাই প্রক্রিয়ার অর্থাৎ লিখিম পরীক্ষার পূর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে। যদি কোন প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোন অংশ প্রযোজ্য না হয় সে ক্ষেত্রে “প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে।
১১। বিজ্ঞপ্তি প্রকাশের পর হতে নিয়োগের পূর্ব মুহূর্ত পর্যন্ত বর্ণিত পদে বদলীর মাধ্যমে শূণ্য পন পূরণ হলে উক্ত পদে জোন জনবল নিয়োগ করা হবে না।
১২। গ্রামীকে বাংলাদেশের যে কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে এবং কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ যে কেনে জোনাল অফিস/সাব-জোনাল অফিসে চাকুরী করতে দম্বার থাকতে হবে।
১৫। বিখিম মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রার্থীকে কোন প্রকার চিত্র/ ডিএ প্রধান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
১৪। নিয়োগ গাফের ক্ষেত্রে যেকোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
১৫। যেকোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন পত্র এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা দুটিধা পল্লী বিদুৎ সমিতি কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত।
১৬। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
(প্রকৌঃ মো. ইসমাত কামান)
জেনারেল ম্যানেজার

Apply Link >>  সুলতান ডাইন্সে ওয়েটারের কাজ করতে চাইলে

Leave a Comment