দক্ষ বাইক ড্রাইভিং জানা থাকলে ৩৯০০০ এ নওয়াবেকি ফাউন্ডেশনে কাজ করতে এপ্লাই করেন

নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ)

📝 আবেদনের শর্তাবলী

  • প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

প্রধান কার্যালয়: নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা

স্মারক নং: এনজিএফ/প্রশা/৩১৭৫৩-২০২৫(২)
তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫

🔔 নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) সুদীর্ঘ ৩৬ বছর যাবৎ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার বিভিন্ন উপজেলায় ক্ষুদ্রঋণসহ নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং: ০১৫১৯-০০৫৮৭-০০৩৪৫) একটি জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা।

বর্তমানে সংস্থার কর্মএলাকায় চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের জন্য আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।


📌 পদসমূহের বিবরণ

১। পদ: এরিয়া ম্যানেজার

  • পদের সংখ্যা: ২ জন

  • বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

Apply Link >>  এই ৪ টি জিনিস জানলে জীবনে কোনদিন বিপদে পড়বেন না

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক/স্নাতকোত্তর বা সমমান

  • ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ৫ বছরের এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা

  • পিকেএসএফ অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

  • কম্পিউটার ও প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনায় দক্ষতা

  • বাংলা ও ইংরেজিতে রিপোর্ট প্রণয়নে পারদর্শিতা

বেতন ও সুবিধাদি:

  • সর্বসাকুল্যে বেতন: ৩৮,৩৫০/- টাকা

  • চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।


২। পদ: শাখা ব্যবস্থাপক

  • পদের সংখ্যা: ২ জন

  • বয়স: সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক/স্নাতকোত্তর বা সমমান

  • ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা

  • পিকেএসএফ অর্থায়িত প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

  • কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহারে দক্ষতা

  • বাংলা ও ইংরেজিতে রিপোর্ট লেখার সক্ষমতা

Apply Link >>  “কল্পনাকেও হার মানানো ১০টি বাস্তব ঘটনা—যেগুলো সত্যি বললে কেউ বিশ্বাস করতে চায় না!”

বেতন ও সুবিধাদি:

  • সর্বসাকুল্যে বেতন: ২৯,২৫০/- টাকা

  • চাকরি স্থায়ীকরণের পর উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল খরচ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।


📝 আবেদনের শর্তাবলী

  • প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

  • নিয়োগপ্রাপ্তদের ৩ (তিন) মাস শিক্ষানবীশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে।

  • উপকূলীয় অঞ্চলের মাঠপর্যায়ের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।


📬 আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল/টেলিফোন নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পাঠাতে হবে:

বরাবর:
হেড অব এ্যাডমিন এন্ড এইচআরডি
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ)
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা

Apply Link >>  ২৬০০০ এ আকিজের সার্কুলার সবার জন্য উন্মুক্ত

📅 আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২৫
📌 আবেদন করা যাবে স্বহস্তে / ডাকযোগে / অনলাইনে:
👉 https://www.ngf-bd.org/job-circular-summary


ℹ️ অন্যান্য তথ্য

  • মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

  • লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

  • নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে এনজিএফ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।


মোঃ লুৎফর রহমান
নির্বাহী পরিচালক
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ)


✅ সংক্ষিপ্ত সারাংশ (Quick Summary)

  • পদ: এরিয়া ম্যানেজার (২), শাখা ব্যবস্থাপক (২)

  • এলাকা: সাতক্ষীরা, যশোর, খুলনা

  • বেতন: ২৯,২৫০/- থেকে ৩৮,৩৫০/- টাকা

  • শেষ তারিখ: ২৮.১২.২০২৫

  • অনলাইন আবেদন: আছে

Leave a Comment