নিচে পুরো বিজ্ঞপ্তির পিডিএফ দেয়া হলো। বিজ্ঞপ্তি দেখে এপ্লাই করবেন। পিডিএফ ১০ সেকেন্ডে বা সাথে সাথেই লোড হবে। ধন্যবাদ।
কিছু জানার থাকলে নিচে কমেন্টে লিখবেন
ই-৭, আগারগাঁও, ঢাকা-১২০৭
www.dip.gov.bd
স্মারক নং- ৫৮.০১.০০০০.১০১.১১.০৩০.২৫.
২৮৬9.
তারিখঃ
২০ ভাদ্র ১৪৩২
১৪ সেপ্টেম্বর ২০২৫
নিয়োগ বিজ্ঞপ্তি
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকগণের (সকল জেলার) নিকট হতে অনলাইনে (Online-এ http://dip.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।
পদের নাম ও বেতন স্কেল (জাঃ বেঃ স্কেল, ২০১৫ অনুযায়ী)
পদের সংখ্যা
১।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেলঃ ১১০০০-২৬৫৯০/-(গ্রেড-১৩)
০১ (এক) টি ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের
ডিগ্রি। (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ও ইংরেজিতে ৩০ শব্দ।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬)
১০ (দশ) টি
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২।
৩।
(খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২৮ শব্দ।
এসিস্ট্যান্ট একাউন্ট্যান্ট বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬)
০১৯ (নয়) টি
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যূন স্নাতক ডিগ্রী; (খ) কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
রেকর্ড কীপার বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬)
০২ (দুই) টি
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি; এবং (খ) কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/-(গ্রেড-১৬)
৬।
০৪ (চার) টি
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। (খ) সংশ্লিষ্ট এপ্টিচ্যুড পরীক্ষায় উত্তীর্ণ।
ক্যাশ সরকার বেতন স্কেলঃ ৮৮০০-২১৩১০/-(গ্রেড-১৮)
০১ (এক) টি
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের নিয়মাবলী/নিয়োগ সংক্রান্ত শর্তাবলী:
১। সরকারের সর্বশেষ জারীকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাধারণ ও অন্যান্য সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
২। কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।
৩। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/বিভিন্ন কর্পোরেশনে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
৪। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে।
৫। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৬। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন (যদি থাকে) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dip.gov.bd) পাওয়া যাবে।
৭। কর্তৃপক্ষ নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করতে পারবেন।
৮। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dip.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ পূর্বক submit করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪/০৯/২০২৫খ্রিঃ, সকাল ১০:০০ টা।
(ii) Online-এ আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ০৫/১০/২০২৫ খ্রিঃ, বিকাল ০৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

Ki vabe kaj korbo
আমি চাকরি করতে চাই
আমি জব করবো
Interest any zom.my please mirpur
mdsemoul435@gmail.com
পালাখাল, কচুয়া,চাঁদপুর।
Job need
Sir, I am Md. Rafikul Islam, Natore Sadar, Natore, I am interested to work to passport office
আমি জবটা করতে চাই
আমি জবটা করতে চাই
আমি চাকুরী করতে চাই
I realy need any kind of job so please give me a chance. Thanks.
I realy want any kind of work. Please give me a chance. Thanks.
স্যার আমার একটা চাকরি খুবই প্রয়োজন আমি প্রায় ২ বছর যাবত বেকার হয়েছে আমার ফ্যামিলিতে আমি আর আমার মা ছাড়া কেউ নেই আমার চাকরিটা খুবই প্রয়োজন
আমি উক্ত পদের জন্য আগ্রহী হয়ে নিন্মে আমার জীবন বৃত্তান্ত পেশ করলাম
আমি উক্ত পদের জন্য আগ্রহী হয়ে নিন্মে আমার জীবন বৃত্তান্ত পেশ করলাম আমার জীবন বৃত্তান্ত পেশ করলাম
I Emdaul haque
Comilla
Borura
Nalwa chandpur
চুয়াডাঙ্গায় অফিসে জব নিয়োগ নিলে আমি করতে চাই আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছি এবং ৫ বছরে কম্পিউটার চালোর অভিজ্ঞতা আছে।