অঞ্জনস এর যমুনা ফিউচার পার্কে দোকানে ১৯০০০ এ সেলসের কাজ করতে চাইলে এপ্লাই করেন

ফ্যাশন হাউজ অঞ্জন’স এর ঢাকা ও ঢাকার বাহিরের শাখার জন্যে নিম্ন লিখিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে।


১. ব্রাঞ্চ ম্যানেজার (ঢাকা, রাজশাহী, রংপুর, পাবনা, চট্টগ্রাম ও খুলনা)

যোগ্যতা: স্নাতক পাস। কম্পিউটার চালনায় পারদর্শী ও ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


২. সিনিয়র সেলস এক্সিকিউটিভ

যোগ্যতা: এইচএসসি পাস। ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


শো-রুম খোলা থেকে বন্ধ পর্যন্ত কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে ১০ দিনের (জানুয়ারি ০৩, ২০২৬) মধ্যে অঞ্জন’স এর নিকটস্থ শোরুম অথবা কর্পোরেট অফিসের ঠিকানায় দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ:

অঞ্জন’স, খাঁন ভিলা, ৩৪/বি মালিবাগ চৌধুরী পাড়া, ঢাকা-১২১৯।

হটলাইন: ০১৬৭৭৫৫৮৮৭৭

Apply Link >>  গোল্ড কিনেন অফিসের টেলিসেলসে ১৬০০০ এ কাজ করতে চাইলে এপ্লাই করেন

Leave a Comment