গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো সোনারগাঁও জনপথ, সেক্টরঃ ১৫-১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা- ১২৩০
www.dmtel.gov.bd
নম্বয়: ৩৫/০৫.০০০০.০০২১১০৪৩,২৫-১৯১৯
তারিখ: ২৩ অশ্বিন ২৪৩২। ২৪ সেপ্টেম্বর ২০২৫ প্রিয়ন্দ
বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-০৭
শতভাগ সরকারি মালিকানাধীন Dhaka Mass Transit Company Lanited (DMTCL)- এর নিম্নলিখিত শূন্য পদসমূহে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে উল্লিখিত কোম্পানির বেতন গ্রেড, যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হচ্ছে।
পদের নাম, বেতন গ্রেড
ও মূল বেতন মহাব্যবাস্থাপক (ক্টোর এন্ড প্রকিউরমেন্ট) গ্রেড-৪খ
ফুল যেমন-১,১৫,০০০
উপ-মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) গ্রেড-এম
মূল বেতন- ১৬,৯০০/-
প্রার্থীর
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনষ্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি। তবে শিক্ষাজীবনের কোনো স্তরে ৩য় শ্রেণ্যি বিভাগ অথবা সমমানের মিম্নিপিএ/ডিপিএ গ্রহণযোগ্য নয়।
সর্বেচ্চ ৬২ বস্তুর
উপ-মহাব্যবস্থাপক বা সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে স্টোর-প্রকিউরয়েন্ট সংক্রান্ত কাজে ন্যূনতম ০৩(তিন) বৎসরের বান্ধব অভিজ্ঞতাসহ বোনে সরকারি বিধিবদ্ধ সংস্থা। সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি স্পোনিতে ১৫ (পনের) বৎসরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে যারিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে অতিজ্ঞদের দাকার বিভিন্ন ভিন্ন মন্ত্রতর জন্য কার্যক্রমে কমপক্ষে ১২ (দুই) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি ক্রন্ত বিসয়ে । পিপিএ ২০০৬, পিপিমর ২০০৮ ইত্যাদি) কমপক্ষে ২১ (একুশ। দিন মেয়াদের প্রশিক্ষণ থাকতে হবে।
সর্বোচ্চ ৬২ বছর
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাববিজ্ঞান। ফিন্যান্স-এ সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা হিসাববিজ্ঞান। ফিন্যান্স-এ Major BBA সহ MBA Chartered Accountant (CA) অথবা Institute of Cost and Management Re Accountants of Banglaledi (ICMAR) হতে CMA ডিগ্রি; তবে শিক্ষাজীবনের কোনো স্তরে ৩য় শ্রেণি নিদ্রাগ অথবা সমমানের সিজিপিএ ডিপিএ গ্রহনযোগ্য ন্যয়। stand Management
রাবস্থাপক (অর্থ ও হিসাব) রা সমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে অথবা গণপরিবহন সেক্টরে অর্থ ও হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম ০৩ (তিন) বৎসরের লাজের অভিজ্ঞতাসহ কোনো সরকারি। eদ্ধ সংস্থা/সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে অর্থ ও হিসাব সম্পর্কিত কাজে কমপক্ষে ১০ (দশ) বৎসরের বাড়ন বর্ম অভিজ্ঞতা।
উপ-মহাব্যবস্থালক (অপারেশন ম্যানেজমেন্ট)
মূল বেতন- ১৪.৯০০/-
সর্বেচ্চ
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনষ্টিটিউট হতে ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েদ ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি; শিক্ষার্থীবনের কোনো ভরে প্রায় শ্রেণি বিভাগ অথব্য সমমানের সিজিপিএজিপিএ গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ রেলওয়ে অথবা কোন MRT অমন কোন গণপরিবহন সেক্টরে ব্যবস্থাপক বা সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে অপারেশন অথবা মেইন্টেন্যান্স অথবা অপারেশন কন্ট্রোল ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে ন্যূনতম ০৩(তিন) বৎসরের অভিজ্ঞভসহ কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থায় সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে কমপক্ষে ১০ (দশ) বৎসরের বাস্তুল বার্ম
উপ-মহাব্যবস্থাপক (ট্রেন অপারেশন)
মূল বেতন ৪৮,৯০০/-
সংখ্যা
সর্বেচ্চ ৬২ বছর
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনষ্টিটিড্য সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারি। অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারি। অথবা ইলেকট্রনিৎস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। তবে শিক্ষার্তীবনের কোনো স্তরে কয় শ্রেণি বিভাগ অথবা সমমানের সিজিপিএ ডিপিএ গ্রহণযোগ্য নয়
বাংলাদেশ রেলওয়ে অববা কোন MRT সমমান ও সমযোগ্যতাসম্পন্ন পদে অপারেশন এন্ড মেইন্টেন্যান্স অথবা ট্রেন অপারেশন সংক্রান্ত কাজে ন্যূনতম ০৩(তিন) বৎসরের কাদের অভিজ্ঞতাসহ কোনো সরকারি বিধিবদ্ধ সাহা। সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে কমপক্ষে ১০ (দশ) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
১. প্রার্থকে Dhaka Miss Transit Company Limited (DMTCL)-এর ওয়েবসাইটে (www.dintzl.gov.bd) প্রদত্ত নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হলে
২. নিয়োগ বিজ্ঞপ্তি সড়ক পরিবজন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইট (www.athi.gov.bd), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর ওয়েবসাইট
(www.dtca.gov.bd) aং DMTCL এর ওয়েবসাইট (www.drocl.gov.bd) তে সংগ্রহ করা যাবে; . সুধাস্থ্যের অধিকারী চাহিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন কর্মী অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণও আবেদন করতে পারবেন,
৩ ৪. আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিনিত কাগজপত্রাদি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (কর্মকর্তার নাম ও সীলযুক্ত) কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত
করতে হবে। (ক) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি,
(খ) প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বিবরণী অথবা আইডি নচরসহ Personal Data Sheet,
(গ) জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি;
(ঘ) সরন শিক্ষাগত যেখাতার সনদপত্রের ছায়ালিপি, এবা
(১) সকল প্রশিক্ষণ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রো সনদপত্রের ছায়ালিপি।
৫. একজন প্রার্থী কেবলমাত্র ০১২একটি পদে আবেদন করতে পারবেন,
৬. চাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর অনুকুলে ২,০০০/- (দুই হায়ার) টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) এর মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লিখিত জন্মতারিখ অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত প্রার্থীর গণনা
করা হবে। বয়সের অন্য কোনো প্রমাৎ গ্রহণযোগ্য হবে না।
কর্মরত আগ্রহী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে
বিভাগীয় প্রার্থীদের চেত্রে মায়া বীদের মেত্রে আগ্রাধিকার প্রদান করা হবে,
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর সম্ভাব্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করা হবে। কেননহার সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের লিখিত ও মৌখিক অবরা শুধু চৌখিক পরীক্ষায় আশগ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে কোন টিএ/ডিএ প্রদান করা হবে নং
১১. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এর মূলকপি, জাতীয় পরিচয়পত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার মূলকপি ও চাকরির
বিবরণী অথবা আইডি নম্বরসহ Personal Data Sheet (PDS) প্রদর্শন করতে হবে।
এ আগামী ৩০ অক্টোবর ২০১৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সা (ক) আবেদনপত্র আগামী ৩০ কোলীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস উট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ডকন, এময়ারটি নাইন-৬ ডিপো, সোনারগাঁও জনগণ, সেক্টরঃ ২৫-১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা- ১২৩০ এর বরাবরে পৌঁচাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হচ্ছে,
১২. আবেদনপত্র বাচাই-বাছাই, নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে কোম্পানি কর্তৃপছের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কর্তৃপক্ষ ইন্ডা করলে পদ সংখ্যা হ্রাসবৃদ্ধি করতে পারবে, ১৩, যে কোনো দরনের তদবির বা বাক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা ভিসেলে গণ্য হবে।
(গ) খামের উপর বাম দিকে পদের নাম ও বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি-০৭ উল্লেখ করতে হবে; এবং (ঘ) প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা ৯০ x ৪’ আকারের গানে উপরে স্পষ্টভাবে লিখে বা উইল করে এতে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে
(খ) যাতে হাতে অনেন আবেদনপত্র দাখিল করা যাবে না।
আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে।
এপসের এমিক-১ থেকে এটিক-১৩ এর শর্তসমূহ পূরণক পূরণকারী Non Resident Bangladeshi (NKIJ) এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীগণও আবেদন করতে পারবেন; শাটার সমায় ৩০০/- টাকার নন-জুডিশি কোম্পানি হতে নির্ধারিত চিকিৎসক চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীণ হতে হবে। মুডিশিয়াল তাম্পে অঙ্গীকারনামা ও মুচলেকা সম্পাদন বৰতে হবে প্রার্থীকে
চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে প্রামটিকভাবে ০১ (এক) বছরের জন্য শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দর্শানে ব্যতিরেকে যে কোনো সময় চাকরি হতে হবে। শিক্ষানবিশকালে সুস্থতা, হবে। শিক্ষানবিশ চুতিয়া গতলতার সঙ্গে সম্পন্ন করলে পরবর্তী ০২(দুই) বৎসরের জন্য চুত্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে, যা ব্যাক্তিগত যুদ্ধতা, কর্মনক্ষমতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে বৃদ্ধি করা যেতে
১৮. কোনো তথ্য গোপন করে বা ভুল তথা প্রদান করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগানেশ বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ১৯. কর্তৃপক্ষ সরকারী বিধি-বিধানের সঙ্গে সাংঘর্মিত নয় এমন কোনো শর্ত পরিবর্তন বা অতিরিক্ত শর্ত সংযোজন করতে পরবে এবং কোনো কারণ দর্শানে বাড়িয়াকে নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক সংশোধন বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
GD-529005 (154)
2202 খোন্দকার এহতেশামুল কবীর (যুগ্ম সচিব)
কোম্পানি সচিন, ডিএমটিসিএল