এই ৫ চাকরির যেকোন ১ টি এপ্লাই করে রাখলেই নিশ্চিত জয়েনিং ঈদের পরে পরেই

লোড হচ্ছে...

কি হয়েছে? কিভাবে ১০ গ্রামের আনন্দ পানিতে তলিয়ে গেলো?


🚨 সাতক্ষীরায় ঈদের আনন্দ মাটি! 🌊

সাতক্ষীরার আশাশুনির অন্তত ১০টি গ্রামের মানুষ ঈদের দিনে চরম দুর্দশার মধ্যে পড়েছেন। খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় হাজার হাজার বিঘা মৎস্য ঘের তলিয়ে গেছে। এতে গ্রামের হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং তাদের ঈদের আনন্দ পরিণত হয়েছে কান্নায়।

🌊 প্লাবিত হয়েছে ১০টি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত পরিবার!


📊 ক্ষয়ক্ষতির পরিমাণ

ক্ষতির ধরন পরিমাণ
🐟 মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত ১০,০০০+ বিঘা
👨‍👩‍👧‍👦 গৃহহীন পরিবার ৫০০+ পরিবার
💧 সুপেয় পানির সংকট বেশিরভাগ পরিবার
🌾 ফসল নষ্ট ২,০০০+ বিঘা জমি

🆘 জরুরি সাহায্য প্রয়োজন

দুর্গত এলাকার মানুষ খাবার, বিশুদ্ধ পানি ও বাসস্থানের অভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় প্রশাসন এবং ত্রাণ সংস্থাগুলো জরুরি সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।

👉 দুর্গত মানুষের পাশে দাঁড়ান! 🚨


Comments

Auto