রেফারেন্স Link
আবশ্যকতা
শিক্ষা
অনার্স/সমমান।
অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ
শর্তাবলী:
Apply Link
১। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
২। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৩। সকল পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
৪। সাক্ষাতকারের সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সমূহের মূলকপি প্রদর্শন করতে হবে।
দায়িত্ব এবং প্রেক্ষাপট
নিয়োগ বিজ্ঞপ্তি
সাধারণ ও ইসলামী শিক্ষার সমন্বয়ে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান "ইন্টারন্যাশনাল পীস্ স্কুল এন্ড কলেজ দিনাজপুর" এর জন্য সহকারী শিক্ষক পদে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
সহকারী শিক্ষক বিষয়: আরবী-০১ জন, শরীরচর্চা-০১ জন, শিল্প ও সংস্কৃতি-০১ জন, সহকারী শিক্ষক (আবাসিক)-০১ জন, আর্ট এন্ড রাইটিং -০১ জন।
আরবী - ফাজিল/কামিল/দাওরা ফারেগ।
Apply Link
শরীরচর্চা - শারীরিক কসরত ও খেলাধুলায় পারদর্শী এবং বিপিএড প্রশিক্ষণপ্রাপ্ত বা অবসরপ্রাপ্ত সেনাসদস্য।
শিল্প ও সংস্কৃতি - গান, আবৃত্তি, অভিনয়, উপস্থাপনায় পেশাগতভাবে দক্ষ ও অভিজ্ঞ।
সহকারী শিক্ষক আবাসিক - আবাসিক ব্যবস্থাপনায় দক্ষ ও অভিজ্ঞ।
আর্ট এন্ড রাইটিং - ড্রয়িং ও হাতের সুন্দর লেখায় পেশাগতভাবে দক্ষ ও অভিজ্ঞ।
ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত হলে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক সকল সুবিধা পাবেন।
Apply Link
কর্মক্ষেত্র
বাসা থেকে কাজ, অফিসে কাজ
চাকরির ধরন
পূর্ণকালীন
কর্মস্থল
দিনাজপুর (দিনাজপুর সদর)
আবেদনের পদ্ধতি
হার্ড কপি
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের-২কপি ছবিসহ আবেদনপত্র চেয়ারম্যান, "ইন্টারন্যাশনাল পীস্ স্কুল এন্ড কলেজ দিনাজপুর" বরাবর আগামী ২৫/০২/২০২৫ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদন পত্রের সাথে "ইন্টারন্যাশনাল পীস্ স্কুল এন্ড কলেজ দিনাজপুর" এর অনুকূলে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, বাংলাদেশ পিএলসি (নিমতলা) দিনাজপুর শাখা`র হিসাব নং: ০৭৫১০২০০০৮৭৪২ তে সহকারী শিক্ষক পদের জন্য ৩০০/- টাকার পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের সময় মোবাইলে SMS (এসএমএস)-এর মাধ্যমে জানানো হবে।
আবেদনপত্র প্রেরণের ঠিকানা
চেয়ারম্যান
ইন্টারন্যাশনাল পীস্ স্কুল এন্ড কলেজ দিনাজপুর
আহাম্মদ ভিলা, মহারাজা মোড়, চিরিরবন্দর রোড, সদর, দিনাজপুর।
মোবাইল: ০১৭১১-৭৯৮৯১৫, ০১৭৫৪-১১৩৩০৬
ইমেলঃ peacednj@gmail.com
No comments:
Post a Comment