Apply Link -
https://manaratcollege.edu.bd/prescribed-cv-uttara-branch আবশ্যকতাশিক্ষা
স্নাতক/সম্মান
সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী/বিভাগ অথবা ন্যূনতম জিপিএ/সিজিপিএ-২.৫০ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা ৪ বছরের সম্মান।
ও/এ লেভেল ব্যাকগ্রাউন্ড সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ
বয়স সর্বোচ্চ ৩২ বছর
অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য হতে পারে।
দায়িত্ব এবং প্রেক্ষাপট
মানারাত ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা (এমআইএসইউ) একটি মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যার নিজস্ব ঐতিহ্য ব্রিটিশ কারিকুলাম (কেমব্রিজ) এর অধীনে বিশ্বমানের মানসম্পন্ন শিক্ষা প্রদান করে। মানারাত জ্ঞান, দক্ষতা এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুশিক্ষিত স্নাতক তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিষয় শিক্ষক:
বাংলা
ইংরেজী
গণিত
বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়
বিজ্ঞান
আরবি ও ইসলামিক স্টাডিজ
কম্পিউটার স্টাডিজ
চাকরির ধরন
পূর্ণকালীন
কর্মস্থল
ঢাকা
আবেদনের পদ্ধতি
হার্ড কপি
বিঃদ্রঃ ১) প্রার্থীদের কম্পিউটার শিক্ষিত হতে হবে। ২) প্রতিটি পদের জন্য (যদি থাকে) পৃথক আবেদনপত্র প্রয়োজন। iii) প্রার্থীদের চুক্তিভিত্তিক নির্বাচন করা হবে।
আগ্রহী প্রার্থীদের https://manaratcollege.edu.bd/prescribed-cv-uttara-branch ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্ধারিত সিভি ফর্ম্যাট ব্যবহার করে আবেদন করতে হবে।
Apply Link -
https://manaratcollege.edu.bd/prescribed-cv-uttara-branch
i) সাম্প্রতিক রঙিন ছবি (৩) তিন কপি (পাসপোর্ট সাইজ-০২, স্ট্যাম্প সাইজ-০১) ii) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি iii) সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের কপি সিভির সাথে সংযুক্ত করতে হবে।
iv) "মানারাত ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা" এর অনুকূলে ৫০০/- (পাঁচশো) টাকার জমা স্লিপ (অফেরতযোগ্য) আবেদনের উপরে অবশ্যই সংযুক্ত করতে হবে (এ/সি নম্বর: MSND-20503830900006217, রাউটিং নম্বর-১২৫২৬০০৮৮ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোনারগাঁও জানাপথ রোড শাখা, ঢাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র যেকোনো শাখা থেকে।)।
আবেদনপত্র, A4 আকারের কাগজে এবং 12"X9" আকারের খামে, কুরিয়ার/ডাক অথবা হাতে হাতে যেকোনো কর্মদিবসে 27 ফেব্রুয়ারী 2025 সালের মধ্যে পাঠাতে হবে।
স্কুল কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার সর্বাত্মক অধিকার সংরক্ষণ করে।
অধ্যক্ষ
মিসু
হাউস-42, শাহ মখদুম এভিনিউ, সেক্টর-13, উত্তরা, ঢাকা-1230
Apply Link -
No comments:
Post a Comment