মানারাত ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা
জুনিয়র শিক্ষক (মহিলা)
আবশ্যকতা
শিক্ষা
সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী/বিভাগ অথবা ন্যূনতম জিপিএ/সিজিপিএ- ২.৫০ সহ স্নাতক অথবা 'ও' লেভেলে ন্যূনতম ০৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে ০২টি বিষয়ে পাসসহ 'ও' এবং 'এ' লেভেলে ০২টি বিষয়ে পাস।
ও/এ লেভেল ব্যাকগ্রাউন্ড সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অতিরিক্ত প্রয়োজনীয়তাসমূহ
বয়স সর্বোচ্চ ৩২ বছর
অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য হতে পারে।
দায়িত্ব এবং প্রেক্ষাপট
মানারাত ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা (এমআইএসইউ) একটি মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যার নিজস্ব ঐতিহ্য ব্রিটিশ কারিকুলাম (কেমব্রিজ) এর অধীনে বিশ্বমানের মানসম্পন্ন শিক্ষা প্রদান করে। মানারাত জ্ঞান, দক্ষতা এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন সু-শিক্ষিত স্নাতক তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
চাকরির ধরন
পূর্ণকালীন
লিঙ্গ
শুধুমাত্র মহিলা
কর্মস্থল
ঢাকা
আবেদনের পদ্ধতি
হার্ড কপি
বিঃদ্রঃ ১) প্রার্থীদের কম্পিউটার শিক্ষিত হতে হবে। ২) প্রতিটি পদের জন্য পৃথক আবেদনপত্র (যদি থাকে) প্রয়োজন। iii) প্রার্থীদের চুক্তিভিত্তিক নির্বাচন করা হবে।
আগ্রহী প্রার্থীদের https://manaratcollege.edu.bd/prescribed-cv-uttara-branch ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্ধারিত সিভি ফর্ম্যাট ব্যবহার করে আবেদন করতে হবে।
i) সাম্প্রতিক রঙিন ছবি (৩) তিন কপি (পাসপোর্ট সাইজ-০২, স্ট্যাম্প সাইজ-০১) ii) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি iii) সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের কপি সিভির সাথে সংযুক্ত করতে হবে।
iv) "মানারাত ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা" এর অনুকূলে ৫০০/- (পাঁচশো) টাকার জমা স্লিপ (অফেরতযোগ্য) আবেদনের উপরে অবশ্যই সংযুক্ত করতে হবে (এ/সি নং: MSND-20503830900006217, রাউটিং নম্বর-১২৫২৬০০৮৮ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোনারগাঁও জানাপথ রোড শাখা, ঢাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র যেকোনো শাখা থেকে।)।
ফ্রিতে এপ্লাই করতে চাইলে এখানে ক্লিক করেন
আবেদনপত্র, A4 আকারের কাগজে এবং 12"X9" আকারের খামে, কুরিয়ার/ডাক অথবা হাতে হাতে যেকোনো কর্মদিবসে 27 ফেব্রুয়ারী 2025 সালের মধ্যে পাঠাতে হবে।
স্কুল কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার সর্বাত্মক অধিকার সংরক্ষণ করে।
অধ্যক্ষ
মিসু
হাউস-42, শাহ মখদুম এভিনিউ, সেক্টর-13, উত্তরা, ঢাকা-1230
ওয়েবসাইট: www.manaratcollege.edu.bd
কোম্পানির তথ্য
মানারাত ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা
এখানে ক্লিক করে Apply করেন ফ্রিতে
ঠিকানা::
হাউস-42, শাহ মখদুম এভিনিউ, সেক্টর-13, উত্তরা, ঢাকা-1230
ওয়েবসাইট:
https://manaratcollege.edu.bd/
No comments:
Post a Comment