Requirements
Education
স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে বাংলা, ইংরেজী,গণিত, ইসলাম শিক্ষা, বিজ্ঞান, আইসিটি এবং শারিরীক শিক্ষা বিষয়ে স্নাতক/সম্মান। সকল পরীক্ষায় নূন্যতম ২য় বিভাগ/শ্রেণী/সমমান। বি.এড প্রাথীদের অগ্রাধিকার।
Additional Requirements
Age at most 32 years
Workplace
Work at office
Employment Status
Full Time
Job Location
Dhaka (Mirpur)
Apply Procedure
Hard Copy
অন্যান্য শর্তাবলী :
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
সকল পদে www.ibfbd.org ওয়েবসাইটের career এ প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে।
প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ ২৮.০২.২০২৫ইং অনুযায়ী গণনা করা হবে।
Apply Link - www.ibfbd.org
আবেদনের শেষ তারিখ ২৮.০২.২০২৫ইং।
উল্লেখিত সকল পদে চুক্তিভিত্তিক/অস্থায়ীভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী/আলোচনা সাপেক্ষে বেতন-ভাতা প্রদান করা হবে।
আইবিএফ কর্তৃক পরিচালিত যে কোন প্রতিষ্ঠানে চাকরী বদলীযোগ্য।
আইবিএফ ও আইবিএফ পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তির যে কোন শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
Company Information
ইসলামী ব্যাংক মডেল স্কুল এন্ড কলেজ মিরপুর, ঢাকা।
No comments:
Post a Comment