Friday, February 21, 2025

৪৫০৩১ বেতনে ম্যানেজার নিচ্ছে কোষ্ট ফাউন্ডেশন

৪৫০৩১ বেতনে ম্যানেজার নিচ্ছে কোষ্ট ফাউন্ডেশন




নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাতকার দিন


কোস্ট ফাউন্ডেশন (www.coastbd.net) একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC)  থেকে  Special Consultative Status প্রাপ্ত। কোস্ট ১৯৯৮ সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রনকারী সংস্থা (এমআরএ) কর্তৃক নিবন্ধিত এবং সনদ নং ০০৯৫৬-০৪০৪১-০০০৬৮।


বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত প্রদানে আহ্বান করছে। প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। নিম্নোক্ত  তারিখ, সময় ও স্থান অনুযায়ি সরাসরি সাক্ষাতকার প্রদানে আহ্বান করছে।

রেফারেন্স Link - 

 https://hotjobs.bdjobs.com/jobs/coastfound/coastfound80.htm

ক. শাখা ব্যবস্থাপক: - ৩০ টি পদ

শিক্ষাগত যোগ্যতা:

স্নাতকোত্তর। মাসিক বেতন ৪৫০৩১ টাকা, ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া প্রতিবছর কর্ম দক্ষতার ভিত্তিতে নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধির সুযোগ আছে। কোন পরীক্ষাতেই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমান (জিপিএ) গ্রহণযোগ্য নয়।

খ.  দায়িত্ব: মাঠপর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা পরিচালনা করা।

গ. বয়স : ২৫-৩৮ বছর। (২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ)।

ঘ. পরীক্ষার তারিখ, সময় ও স্থান:


তারিখ ও সময় স্থান কর্মস্থল

১ মার্চ, ২০২৫

সকাল ১০.০০

কোস্ট কক্সবাজার কেন্দ্র, হোল্ডিং নং ২৬৫-০৬, উত্তর তারাবুনিয়ার ছড়া, খুরুশকুল রোড, সদর, কক্সবাজার। বিশেষ প্রয়োজনে মোবাইল নং ০১৭১৩৩২৮৮০৩ কক্সবাজার ও চট্টগ্রাম জেলা

৮ মার্চ, ২০২৫ সকাল ১০.০০

কোস্ট বরিশাল কেন্দ্র, ফুলঝড়ি হাউজ, হাতেমআলী চৌরাস্তা, নবগ্রাম রোড, সদর, বরিশাল। বিশেষ প্রয়োজনে মোবাইল নং ০১৭১৩৩২৮৮২৬ বরিশাল বিভাগের সকল জেলা।

৮ মার্চ, ২০২৫ সকাল ১০.০০

কোস্ট নোয়াখালী কেন্দ্র, হাউজনং ১, রোড নং-৫, হাউজিং স্টেট, মাইজদীকোর্ট, সদর, নোয়াখালী। বিশেষ প্রয়োজনে মোবাইল নং ০১৭১৩৩২৮৮০৮        নোয়াখালী, লক্ষিপুর, ফেনি ও কুমিল্লা জেলা

মেইলে কোন বায়োডাটা/সিভি গ্রহনযোগ্য নয়, সরাসরি নিয়োগ পরিক্ষায় অংশগ্রহনের জন্য অনুরোধ করা হলো।


ঙ. অন্যান্য শর্তাবলী:

১. নিয়োগ প্রপ্তির পর ৩ দিন ফাউন্ডেশনে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ১৫ দিন যে কোন শাখায় ব্যবস্থাপকের সাথে থেকে কাজ দেখবেন, ফাউন্ডেশনকে দেখবেন ও জানবেন। যোগদানের পর পথম ৬ মাস পর্যন্ত বেতন থেকে প্রতিমাসে ৫০০০/- টাকা করে মোট ৩০০০০/- টাকা জামানত হিসেবে কেটে রাখা হবে। ১৫ দিন পর প্রার্থীকে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে ৬ মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত বাজেয়াপ্ত হবে। ১৫ দিনের মধ্যে কেউ চলে গেলে কর্তৃপক্ষের কোন আপত্তি থাকবে না।

২. চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিভিউটরি প্রভিডেন্ট ফান্ড, ২টি উৎসব ভাতা (প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান), গ্রাচ্যুইটি, চিকিৎসা সহায়তা ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে।

৩. নিজস্ব মোটর সাইকেল থাকতে হবে ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সর্বোচ্চ ৩৩০০ টাকা জ¦ালানী সুবিধা পাবেন।

৪. সাক্ষাতকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (১৫ দিনের পুর্বে তোলা ছবি গ্রহনযোগ্য নয়), সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের রঙ্গীন অনুলিপি ও মূলকপি, নিজ উপজেলা পরিষদের ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র জমা  দিতে হবে। পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে। সকল সনদপত্রের ১ কপি করে অনুলিপি সঙ্গে আনতে হবে।

Apply Link - 

 https://hotjobs.bdjobs.com/jobs/coastfound/coastfound80.htm

৫. ছাত্র, ধূমপায়ী এবং মটরসাইকেল চালনায় অনাগ্রহীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নাই। কোন প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষন বা যৌন নির্যাতনের কোন অভিযোগ থাকলে বা প্রমানিত হলে তার প্রার্থীতা বা নিয়োগ বাতিল হয়ে যাবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোন সদস্যকে বাল্যবিবাহ দিবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে।

৬. কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে।


যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে। শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফরমে অঙ্গীকারনামা গ্রহণ করবে।


মেইলে কোন বায়োডাটা/সিভি গ্রহনযোগ্য নয়, সরাসরি নিয়োগ পরিক্ষায় অংশগ্রহনের জন্য অনুরোধ করা হলো।

Apply Link - 

 https://hotjobs.bdjobs.com/jobs/coastfound/coastfound80.htm


No comments:

Post a Comment

Random Posts

    জিপিএ ২.২৫ থাকলে শুরুতেই ১২০০০ বেতনে এসিষ্টেন্ট টিচার নিচ্ছে রেইনবো স্কুল অভিজ্ঞতা কোন দরকার নেই যেকোন সাব্জেক্টে পাস ডিগ্রী লাগবে  

    Apply Linkhttps://www.ltlyrics.com/2025/02/teacher-school.html?q=teacher+training+south+africa

     

    Random Post

    Loading...

    এই মাসের চাকরি গুলো

    Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা 

    Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক

    Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক

    Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫

     

    Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.