নিয়োগ বিজ্ঞপ্তি
Apply Link -
https://hotjobs.bdjobs.com/jobs/worldconcern/worldconcern36.htm
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ একটি বেসরকারী সংস্থা, যা মাইক্রো-ফাইন্যান্স কার্যক্রম এর মাধ্যমে বাংলাদেশের শহর এবং গ্রামাঞ্চলে দরিদ্র জনগষ্ঠির সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলছে। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ কর্তৃক পরিচালিত ঢাকা শহরের বিভিন্ন কর্ম এলাকায় Urban Micro Credit Program এর জন্য ”প্রোগ্রাম অফিসার” পদে নিয়োগের জন্য সৎ, যোগ্য এবং পরিশ্রমী মহিলা ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। পদের বিবরণ এবং প্রয়োজনীয় শর্তাবলী নিম্নে উল্লেখ করা হ’ল:
পদের বিবরণ ও দায়িত্ব কর্তব্যসমূহঃ
প্রয়োজনীয় শর্তাবলীঃ
পদের নামঃ প্রোগ্রাম অফিসার
কর্মস্থানঃ ঢাকা শহরের বিভিন্ন এলাকা।
বয়সঃ ২২ - ৩৫ বছর।
বেতনঃ তিন মাস শিক্ষানবীশকালীন সময়ে ২০,০০০/-(বিশ হাজার টাকা) মাত্র।
Apply Link -
https://hotjobs.bdjobs.com/jobs/worldconcern/worldconcern36.htm
অভিজ্ঞতাঃ বেসরকারী প্রতিষ্ঠানে বা অন্য কোন সংস্থার কোন ক্ষুদ্র ঋণ প্রকল্পে ১-২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হ’তে হবে।
অন্যান্য সুবিধাদিঃ শিক্ষানবীশকাল শেষ হলে সংস্থা কর্তৃক প্রদত্ত অন্যান্য সুবিধা সমূহ প্রদান করা হবে।
প্রধান প্রধান দায়িত্ব ও কর্তব্যসমূহঃ
ঢাকা শহরের বিভিন্ন কর্মএলাকায় ক্ষুদ্র ব্যবসা পরিচালনার লক্ষ্যে ঢাকা শহরের সুবিধা বঞ্চিত দরিদ্র মহিলাদের যাচাই বাছাই করতে হবে এবং যাচাই বাছাইকৃত দরিদ্র মহিলাদের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রদান এবং সময়মত নির্দিষ্ট কিস্তি আদায় করতে হবে।
দরিদ্র মহিলাদের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে তাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে হবে।
ঋণ গ্রহিতাদেরকে তাদের ব্যবসা উন্নয়নের লক্ষ্যে বিভিন্নভাবে সহয়তা প্রদান করতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ কমপক্ষে বি.এ./বি.কম./বি.এস.সি অথবা সমমনা পাশ।
অন্যান্য শর্তাবলীঃ
Apply Link -
https://hotjobs.bdjobs.com/jobs/worldconcern/worldconcern36.htm
প্রার্থীকে ঢাকা শহরের বিভিন্ন কর্ম এলাকায় দরিদ্র মহিলাদের মধ্যে কাজ করার মানসিকতা থাকতে হবে।
দরিদ্র মহিলাদের স্বাবলম্বনের জন্য প্রেরণা ও উৎসাহ প্রদান করতে হবে।
প্রার্থীর কম্পিউটার এবং মোবাইল সম্পর্কে বেসিক ধারণা থাকতে হ’বে।
নির্বাচিত প্রার্থীকে অবশ্যই দুইজন জামিনদার দিতে হ’বে।
যে সব কাগজপত্র আবেদন পত্রের সাথে জমা দিতে হবে:
১। প্রার্থীর পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
২। শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয় পত্র ও অভিজ্ঞতা (যদি থাকে) - এর প্রত্যয়ণ পত্রের সত্যায়িত ফটোকপি।
Apply Link -
https://hotjobs.bdjobs.com/jobs/worldconcern/worldconcern36.htm
৩। জীবন বৃত্তান্তে প্রার্থীকে তিনজনের রেফারেন্স অবশ্যই দিতে হ’বে। একজন পূর্ববর্তী তত্ত্বাবধায়কের (যার তত্ত্বাবধায়নে প্রার্থী সরাসরি কাজ করেছেন), একজন পূর্ববর্তী কাজের সহকর্মীর এবং একজন কমিউনিটি নেতা - এই তিনজনের নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর রেফারেন্স হিসাবে উল্লেখ করতে হবে অথবা প্রার্থীর সংশ্লিষ্ট কাজের কোন অভিজ্ঞতা না থাকলে একজন কমিউনিটি নেতা বা প্রতিণ্ঠিত ব্যক্তি, একজন আধ্যাত্মিক নেতা/যাজক/আধ্যাত্মিক পরিচালক এবং প্রার্থী যে কলেজ/বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন সেই কলেজ/বিশ্ববিদ্যালয়ের নাম, ঠিকানা ও টেলিফোন নম্বর রেফারেন্স হিসাবে অবশ্যই উল্লেখ করতে হবে।
প্রার্থীগণকে আগামী ২০ ফেব্রুয়ারী, ২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে আবেদন পত্র এবং উপরেল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নলিখিত ঠিকানায় দরখাস্ত পাঠানোর জন্য আহবান করা হচ্ছে।
দরখাস্ত পাঠানোর নিয়ম
Apply Link -
https://hotjobs.bdjobs.com/jobs/worldconcern/worldconcern36.htm
মানব সম্পদ এবং প্রশাসন বিভাগ
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ
১২/৮, ইকবাল রোড, ব্লক-এ
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
অথবা
E-mail: wcbinfo@worldconcern.org
Apply Link -
https://hotjobs.bdjobs.com/jobs/worldconcern/worldconcern36.htm
No comments:
Post a Comment