বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। ৩৮ বছরের এই পথ চলায় ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরি এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থালি পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। সংস্থাটি ৩০ এর অধিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ৭০০ এর অধিক ব্রাঞ্চ, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার স্থাপন পূর্বক কার্যক্রম পরিচালনা করে আসছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কার প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা। বিস্তারিত জানতে ভিজিট করুন www.padakhep.org এই ঠিকানায়। সংস্থার প্রধান কার্যালয়ে মানব সম্পদ ও প্রশাসন বিভাগের আওতায় “ম্যানেজার” পদে কর্মী নিয়োগের লক্ষ্যে দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান বা এনজিও তে আইন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে। পদের নাম | : | ম্যানেজার | পদের সংখ্যা | : | ৪টি | কর্মস্থল/কর্মএলাকা | : | প্রধান কার্যালয়, ঢাকা | চাকুরির ধরন | : | শিক্ষানবিশকাল ৬ মাস। পরবর্তীতে মূল্যায়নের ভিত্তিতে চাকুরি নিয়মিত করা হবে। |
“ম্যানেজার” পদের দায়িত্বসমূহ: - সংস্থার ফিল্ড পর্যায়ে বকেয়া আদায় মনিটরিং করা।
- বকেয়া গ্রাহকের নিকট হতে সংস্থার প্রাপ্য অর্থ আদায়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণকল্পে ব্রাঞ্চ নোটিশ ও আইনগত নোটিশ প্রেরণ বিষয়ে মনিটরিং ও নির্দেশনা প্রদান করা।
- বকেয়া আদায় ও মনিটরিং এবং মামলার কার্যক্রম পর্যালোচনার জন্য ফিল্ড ভ্রমণ করা।
- যেকোনো প্রকল্পের কাজ শুরু করার আগে মাস্টার প্ল্যান প্রস্তুতকরণ এবং উক্ত মাস্টার প্ল্যান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কার্যসম্পাদন করা।
- বকেয়া আদায় বিষয়ে মাসিক রিপোর্ট তৈরি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।
- বকেয়া আদায় ও মামলার বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত অন্যান্য দায়িত্ব পালন করা।
- ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোনো বিশেষ দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম এল.এল.বি। কোন স্বনামধন্য প্রতিষ্ঠান বা এনজিও তে লিগ্যাল সেল এ রিকভারী কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। অন্যান্য যোগ্যতা: - কম্পিউটারে বাংলা ও ইংরেজি লিখনে এবং এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং এ দক্ষ হতে হবে।
- আন্তব্যক্তিক যোগাযোগ, সৃজনশীল চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।
- প্রয়োজনে দেশের যে কোনো স্থানে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
- শারীরিকভাবে সুস্থ, কর্মঠ, সৎ, বিচক্ষণ ও দায়িত্বশীল হতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা: - মাসিক সর্বমোট বেতন ৩২,০০০/- টাকা।
- সফলভাবে শিক্ষানবিশকাল (৬ মাস) সমাপ্তি শেষে বর্ধিত বেতনে চাকুরি নিয়মিত করা সহ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, ইন্সুরেন্স সুবিধা, বছরে দু’টি উৎসব ভাতা, নববর্ষ / বৈশাখী ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রভৃতি প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। যোগ্যতর প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী: অনলাইন আবেদনের নিয়ম: উপরোল্লিখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র, সিভি (CV), রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জম্মসনদ, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র/ছাড়পত্র এসবের স্ক্যানকপি সংযুক্ত করে ই-মেইল করুন career@padakhep.org এই ঠিকানায়। সরাসরি প্রধান কার্যালয়ে বা ডাকযোগে আবেদনের নিয়ম: আবেদনের শেষ সময়ঃ ৩০/০১/২০২৫ (সন্ধ্যা ৬:০০টা) |
No comments:
Post a Comment