পদের নামঃ ডাটা কালেক্টর | প্রকাশের তারিখ: ১৮/০১/২০২৫ |
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) এর গবেষণা প্রতিষ্ঠান Centre for Health Research & Implementation (BADAS-CHRI) এর আওতায় PECAN (Participatory Engagement for City Communities Against NCD Risk in Bangladesh and Nepal) প্রকল্পের মাঠ পর্যায়ের গবেষণা কার্যক্রম পরিচালনার্থে সার্ভে (Survey) কাজের জন্য ডাটা কালেক্টর পদে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে ফরিদপুর পৌরসভার ১৫ এবং ২১ নং ওয়ার্ডে তথ্য সংগ্রহের কাজে আবেদনপত্র আহবান করা হচ্ছে। BADAS-CHRI হলো বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন ইনস্টিটিউট ফর গ্লোবাল হেল্থ ও ইয়র্ক বিশ্ববিদ্যালয় এর স্বাস্থ্য বিজ্ঞান বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক একটি গবেষণা প্রতিষ্ঠান। পদের সংখ্যাঃ ০৮ জন (৪ জন পুরুষ এবং ৪ জন মহিলা) চাকুরীর মেয়াদঃ প্রাথমিকভাবে ২ মাস (সার্ভে কাজের দক্ষতা বিবেচনায় চাকুরীর মেয়াদ বৃদ্ধি করা হতে পারে) কর্ম এলাকাঃ ফরিদপুর পৌরসভার ১৫ এবং ২১ নং ওয়ার্ড পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও দায়িত্বঃ - প্রার্থীকে ন্যূনতম স্নাতক/ডিগ্রি পাস হতে হবে।
- শহর এলাকায় বাসায় বা বাড়ি বাড়ি গিয়ে নির্ভুলভাবে তথ্যসংগ্রহের কাজ করতে হবে।
- প্রকল্প এলাকার লোকজনের সাথে নিয়মিত যোগাযোগ এবং সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে হবে।
- সার্ভে টিমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে।
- বিভিন্ন কমিউনিটি, যেমন-এপার্টমেন্ট বিল্ডিং/বস্তিতে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- প্রয়োজন অনুযায়ী জরিপ উপকরণ বহন করার সময় সিঁড়ি ব্যবহার/হেঁটে যাতায়াত করার মানসিকতা থাকতে হবে এবং শারীরিকভাবে সক্ষম হতে হবে।
- প্রকল্প এলাকা ফরিদপুর শহরে থেকে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- খানা জরিপ বা গৃহ গণনাসহ গবেষণামূলক তথ্যসংগ্রহ কাজের অভিজ্ঞতা প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে।
- প্রাপ্ত বয়স্কদের ব্লাড গ্লুকোজ (ডায়াবেটিস) পরীক্ষা, রক্তচাপ ও শারীরিক পরিমাপ (যেমন-ওজন, উচ্চতা, কোমরের পরিধি পরিমাপ ইত্যাদি) সম্পর্কিত কাজের অভিজ্ঞতা প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- মোবাইল (স্মার্ট ফোন) বা ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহের অভিজ্ঞতা প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- গাইডলাইন, প্রশ্নপত্রপূরণ এবং নিরাপত্তা সম্পর্কিত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে।
- নির্বাচিত ডাটা কালেক্টরদেরকে গুণগত মান সম্পন্ন সার্ভে কাজের নিশ্চয়তা বিধান করতে হবে।
- এছাড়াও সুপারভাইজার/লাইন ম্যানেজার কর্তৃক আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
বেতনঃ মাসিক বেতন এবং যাতায়াত ভাতাসহ সর্বমোট ১৮০০০/- (আঠারো হাজার টাকা মাত্র) এবং মোবাইল ও ইন্টারনেট বিল বাবদ ১০০০/- টাকা প্রাপ্য হবেন। আবেদন করার নিয়মঃ খানা জরিপ ও গবেষণামূলক তথ্যসংগ্রহ কাজে আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন (পুরুষ এবং মহিলা) প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহবান করা হচ্ছে। আবেদনপত্রে পদের নাম উল্লেখসহ শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার পূর্ণজীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার উল্লেখপূর্বক “পরিচালক, বাডাস-সেন্টার ফর হেল্থ রিসার্চ এন্ড ইমপ্লিমেন্টেশন, কক্ষ নং-৩০১, বারডেম বিল্ডিং, ১২২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা-১০০০” এই ঠিকানা বরাবর আগামী ৬/০২/২০২৫ ইং তারিখের মধ্যে ই-মেইল jobspcp@dab-bd.org এর মাধ্যমে আবেদন পাঠাতে হবে। অনলাইন ব্যতীত ডাকযোগে বা অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বিশেষ দ্রষ্টব্যঃ ১। BADAS-CHRI প্রার্থীর যোগ্যতা ও দায়িত্ব পরিবর্তন ও পরিমার্জন করার এখতিয়ার রাখে। ২। BADAS-CHRI আবেদনের জন্য কোন প্রকার ফি গ্রহণ করে না। ৩। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা কোন প্রকার যাতায়াত ভাড়া বা টিএ/ডিএ পাবেন না। ৪। পরীক্ষা BADAS-CHRI এর জেলা অফিস ফরিদপুরে অনুষ্ঠিত হবে। |
No comments:
Post a Comment