জরিপের কাজে শিক্ষার্থীদের ১১০০০ বেতনে চাকরি দিবে ভুমি অফিস যা কয়েক মাসে বেড়ে হবে ২৬৫৯০
ভুমি জরিপের কাজের জন্য এসেছে বিশাল এক সার্কুলার। এই সার্কুলারে আছে বিভিন্ন পদের সমারোহ।
এই ভুমি জরিপের পদ্গুলো মধ্যে যেগুলোতে শিক্ষার্থীরা এপ্লাই করতে পারবে সেগুলো দেখুন এখানে ক্লিক করে।
আর সাধারন পদে এপ্লাই করতে এখানে ক্লিক দিন
মনে রাখবেন, ভুমি অফিসের যে সাম্প্রতিক সার্কুলার প্রকাশিত হয়েছে সেখানে অনেক গুলো পদ আছে। প্রথমত আপনাকে সেসকল পদ গুলো ভাল মত পড়ে নিতে হবে। পড়ার পর ভাল মত যাচাই বাছাই করে নিতে হবে যে, কোন পদটি আপনার জন্য উপযুক্ত। আপনার শিক্ষার সাথে মিল আছে কিনা তা সবার আগে যাচাই করে নিবেন। কারন ধরুন শিক্ষা আপনার আছে এইস এস সি পাস। অথচ আপনি যে পদটিতে এপ্লিকেশন জমা দিয়ে ফেলতে চাচ্ছেন সেটার শিক্ষা চাওয়া হচ্ছে অনার্স কিংবা মাষ্টার্স। সেক্ষেত্রে আপনার এপ্লিকেশনটি রিজেক্ট হয়েই যাবে। সো, পারলে যে কাজটি করবেন সেটি হল, সার্কুলারটি কোন দোকান থেকে প্রিন্ট করে নিবেন এবং ভালমত পড়ে নিবেন।
এই ভুমি জরিপের পদ্গুলো মধ্যে যেগুলোতে শিক্ষার্থীরা এপ্লাই করতে পারবে সেগুলো দেখুন এখানে ক্লিক করে।
আর সাধারন পদে এপ্লাই করতে এখানে ক্লিক দিন
Comments
Post a Comment