১। এ কলেজে নিম্নলিখিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে (Adhoc) নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে। পদ, বিষয় ও পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | বয়স | বেতন | প্রভাষক: রসায়ন-০১, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০১, প্রাণিবিদ্যা-০১, হিসাব বিজ্ঞান-০১, ব্যবস্থাপনা-০১, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা-০১, ইসলামিক শিক্ষা-০১ | সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স/চার বছরের অনার্স ডিগ্রী। শিক্ষা জীবনে কোন তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয় এবং ন্যূনতম ২টি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে ( ১ম শ্রেণির জন্য সিজিপিএ ৪.০০ এর ক্ষেত্রে ৩.৫ এবং জিপিএ ৫.০০ এর ক্ষেত্রে ৪.০০)। তবে ৪র্থ বিষয়ের নম্বর যোগ না হয়ে থাকলে জিপিএ ৩.৫ প্রথম বিভাগ (এইচএসসি- ২০০৩ এবং এসএসসি ২০০১, ২০০২, ২০০৩) হিসেবে বিবেচিত হবে। | সর্বোচ্চ ৩০ বছর (৩১/১২/২০২৪ তারিখে) শিক্ষকতায় নিয়োজিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য । | সর্বসাকুল্যে টা: ২৫,০০০/- |
২। দরখাস্তে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ধর্ম, জন্ম তারিখ, জাতীয়তা, ৩১/১২/২০২৪ তারিখে বয়স, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, অভিজ্ঞতা ও ফোন/সেলফোন নম্বর উল্লেখ থাকতে হবে। ৩। দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ এর বরাবরে ৪০০/- (চারশত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে অর্ডারসহ আবেদনপত্র আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকাল ১৭০০ ঘটিকার মধ্যে অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ এই ঠিকানায় পৌঁছাতে হবে (আবেদন পত্রে মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম লিখতে হবে)। ইংরেজিতে পাঠদানে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ৪। আবেদনকারীর নামে কোন আদালতে মামলা নেই এ মর্মে স্থানীয় চেয়ারম্যান/পৌর মেয়র/কাউন্সিলরের নিকট হতে প্রত্যায়নপত্র আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। প্রার্থীদের নম্রতা, ভদ্রতা ও কাজের প্রতি শ্রদ্ধাশীল এবং কর্তৃপক্ষের প্রতি আনুগত্য থাকতে হবে। ৫৷ আগামী ০৬ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ বা ভাতা প্রদান করা হবে না । ৬ । কোন দরখাস্ত বাতিল করাসহ যে কোন ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তারিখ: ডিসেম্বর ২০২৪ | অধ্যক্ষ |
|
No comments:
Post a Comment