নিম্মে বর্ণিত পদসমূহে বাংলা মাধ্যম ও English Version এর জন্য জরুরী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে - | পদের নাম ও সংখ্যা | বিষয় | শিক্ষাগত যোগ্যতা | ০১ | প্রভাষক (বিষয় ভিত্তিক বাংলা মাধ্যম ০১ জন ইংরেজি ভার্সন ০১জন) | বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, পরিসংখ্যন, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা, , ফিন্যান্স, কৃষি শিক্ষা, অর্থনীতি,পৌরনীতি, সমাজ বিজ্ঞান, , ভুগোল, ইসলামের ইতিহাস ও , সংস্কৃতি,ইসলাম শিক্ষাশিক্ষা | সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী (ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ স্পোকেন এ বিশেষ দক্ষতা থাকতে হবে) | ০২ | সহকারী শিক্ষক (বাংলা মাধ্যম ০১ জন, ইংরেজি ভার্সন ০১জন) | মাধ্যমিক : বাংলা, ইংরেজি,গণিত, ইসলাম শিক্ষা, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, বিজিএস, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, বিজ্ঞান, পৌরনীতি, ভুগোল, শরীর চর্চা (বিপিএড) প্রাইমারী : বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, বিজ্ঞান, আরবী(নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও ড্রইং | সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রী/¯স্নাতক পাশ /সমমান (ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ স্পোকেন এ বিশেষ দক্ষতা থাকতে হবে) |
আবেদনের নিয়মাবলী : আগ্রহী প্রার্থীকে “ঢাকা পাবলিক স্কুল এন্ড কলেজ;” এর অনুকুলে ৫০০/= টাকা ব্যাংক ড্রাফট / পে-অর্ডারের মূলকপি . দুই কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) সনদের সত্যায়িত ফটোকপিসহ আগামী ২৪/১২/২৪ ইং তারিখের মধ্যে দরখাস্ত পৌছাতে হবে। লিখিত পরীক্ষা ও প্রাকটিচ টিচিং এর দিন ও সময় ২৮/১২/২০২৪ ইং শনিবার সকাল ০৯.০০ টা। পরীক্ষার ধরন MCQ (বাংলা,ইংরেজি,অংক,সাধারণ জ্ঞান) পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। বেতন ভাতাদি : যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে ।
|
No comments:
Post a Comment