Monday, December 2, 2024

৫৯৩৮২ বেতনে শিক্ষার্থী ওয়ার্কার নিচ্ছে একশন এইড সাথে চিকিৎসা সুবিধা, মোবাইল ও ইন্টারনেট ভাতা এবং ইন্স্যূরেন্স সুবিধা

 

 

 

ActionAid is a global movement of people working together to achieve greater human rights for all and defeat poverty.

 

Logo of ActionAid

একশনএইড বাংলাদেশ নিম্নলিখিত পদের জন্য উপযুক্ত প্রার্থী খুজেেছ:

পদের নাম::কেস ওয়ার্কার (Case Worker - WFS)
প্রজেক্টের নাম:ইউএনএফপিএ ফান্ডেড প্রজেক্ট (Health and Gender Support Project)
কর্মক্ষেত্র   :উখিয়া, কক্সবাজার
চুক্তির সময়সীমা:৩১ ডিসেম্বর ২০২৪; তবে এটি পরর্বতীতে নবায়নরে সম্ভাবনা রয়ছেে
পদ সংখ্যা:১ (শুধূ নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন)
বেতন ও সুবিধাদি:মাসিক বেতন ৫৯,৩৮২ /- এবং অন্যান্য সুবিধাসমূহ যেমন: চিকিৎসা সুবিধা, মোবাইল ও ইন্টারনেট ভাতা এবং ইন্স্যূরেন্স সুবিধা   

কাজের সংক্ষিপ্ত বিবরণ:

কেস ওয়ার্কার ওসিসি এর কাজ সম্পর্কে জানবেন এবং কমিউনিটিতে ঝুঁকিতে আছেন এমন নারীকে পৃথকভাবে গৃহভিত্তিক সহায়তা প্রদান করবেন। তাকে এপদে কাজ করতে হলে অবশ্যই সহানুভুতিশীল হতে হবে এবং একই সাথে ভাল শ্রোতা হতে হবে। কেস ওয়ার্কার পৃথক কাউন্সেলিং, ফলোআপ সাপোর্ট এবং রেফারেল পাথওয়ে সম্পর্কিত পরিসেবা সম্পর্কিত তথ্যগুলো প্রদানের মাধ্যমে জিবিভি সারভাইভারকে মনস্তাত্বিক এবং প্রাথমিক কেস ব্যবস্থাপনা সেবা ও সহায়তা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন। কেস ওয়ার্কাররা জিবিভি কেস ব্যবস্থাপনা, পিএসএস, পিএফএ এবং রেফারেল সহায়তা প্রদান করবেন এবং এই সহায়তাসমূহ প্রদানের সময় অবশ্যই জিবিভি কেস ব্যবস্থাপনার আন্তার্জাতিক মান মেনে চলতে হবে। পাশাপাশি নৈমিত্তিক কাজ হিসাবে প্রয়োজন নিরিখে কমিউনিটিতে গৃহভিত্তিক পরিদর্শন, প্রতিবেদন তৈরি ও তাহাদের চাহিদাসমূহ তুলে ধরবেন।

কেস ওয়ার্কারের দায়িত্ব এবং কর্তব্য:

  • পরিকল্পনা অনুযায়ী ওসিসি প্রকল্পের কার্যক্রমের বিকাশ ও বাস্তবায়ন করা
  • সকল জিবিভি কেসসমূহের দৈনিক ব্যবস্থাপনা  এবং ফলোআপ করা
  • পরিষেবা সরবরাহকারী সকল প্রতিষ্ঠানের সাথে এবং অন্যান্য পরিষেবা সরবরাহকারীদের (স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য -এসআরএইচ, আশ্রয়, এনএফআই, আইনী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান) রেফারেলের জন্য প্রাত্যাহিক যোগাযোগ রাখা
  • সারভাইভারদের সাথে কাজ করার সময় সারভাইভার কেন্দ্রিক পদ্ধতির গাইডিং নীতিমালা সমূহ বজায় রাখা এবং নীতিগুলো প্রয়োগ হচ্ছে সে বিষটি নিশ্চিত করা
  • জিবিভি ডাটা ফাইল তৈরি, হালনাগাদ এবং সংরক্ষণ করা
  • সারভাইভার নারী এবং কিশোরীদের শনাক্ত করা এবং ডকুমেন্টেশন নিশ্চিত করা
  • সহিংসতার শিকার নারী ও কিশোরীদের সরাসরি সহায়তা করা এবং এ সম্পর্কিত এ্যাকশন প্ল্যান তৈরি, বাস্তবায়ন, ফলোআপ, কেস সমাপনি প্রক্রিয়া এবং কেস ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত নির্দেশিকার সাথে সামাঞ্জস্য রেখে কাজ করা
  • কার্যক্রম বাস্তবায়নের সময় যেন ‘ডু নো হার্ম’ এবং ‘গোপনীয়তা’ এর মূলনীতি পালন  এবং সমর্থন করা হয় সে বিষয়ে নিশ্চিত করা
  • কর্ম এলাকার অন্যন্য স্টেকহোল্ডারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা
  • সূচকের দিকে লক্ষ্য পরিবীক্ষণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সহায়তা করা
  • প্রকল্পের প্রয়োজনে কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।

নূন্যতম যোগ্যতা :

  • শুধুমাত্র নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
  • সামাজিক বিজ্ঞান বা পদ সংশ্লিষ্ট/সম্পর্কিত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • প্রান্তিক জনগোষ্ঠী, সমাজসেবা/উন্নয়নের অভিজ্ঞতা, এবং / অথবা অ্যাডভোকেসি প্রোগ্রামগুলির সাথে কাজ করার ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছরের অভিজ্ঞতা
  • জিবিভি / সুরক্ষা প্রদানে অভিজ্ঞতা
  • বেসরকারী সংস্থা বা স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে কাজ করার অভিজ্ঞতা
  • ভাল যোগাযোগ দক্ষতা এবং প্রশিক্ষণ পরিচালনার ক্ষমতা
  • কম্পিউটার ও ট্যাব পরিচালানোর দক্ষতা
  • সাংগঠনিক এবং পরিচালনার দক্ষতা

কাজের শর্র্তাবলী:

কেস ওয়ার্কার সরাসরি ওসিসি এমএইচপিএসএস অফিসার বরাবর রিপোর্টেবল থাকবে এবং তাকে প্রাত্যাহিক ভিত্তিতে প্রতিবেদন প্রদান করতে হবে। কেস ওয়ার্কারকে কর্ম এলাকায় ওসিসি’র সন্নিকট (৫ কিমি এর ভেতর) স্থানে অবস্থান/বসবাস করতে হবে।

আবদনের নির্দেশনা:
শুধুমাত্র উপরে বর্ণিত যোগ্যতাসম্পন্ন র্প্রাথীদের নিম্নলিখিত নির্দেশাবলী অনুসরণ করে আবদনের জন্য অনুরোধ করা হচ্ছ:
আবেদনের শেষ সময় ০৬ ডিসেম্বর ২০২৪
আপনার আবদেন জমা দিতে এখানে (click here) রেজিষ্টার করুন।

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ActionAid Bangladesh aims to attract and select a diverse workforce ensuring equal opportunity to everyone, irrespective of race, age, gender, sexual orientation, HIV status, class, ethnicity, disability, location and religion. Any personal persuasion/phone-call will result in disqualification of candidature.

Any personal persuasion/phone-call will result in disqualification of candidature. ActionAid Bangladesh has a nonnegotiable policy of ZERO TOLERANCE towards Sexual Harassment, Exploitation and Abuse (SHEA) and other Safeguarding concerns (including child abuse and adults at-risk abuse) and expects all employees to abide by the Safeguarding Policies and Code of Conduct of ActionAid Bangladesh.

N.B: There is no cost involved with applying for positions with ActionAid Bangladesh. Any solicitation of job application costs should be regarded as fraudulent

https://actionaidbd.org/
Find us also in Facebook and Twitter for regular updates!

 

No comments:

Post a Comment

Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা 

Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক

Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক

Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫

 

Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.