প্রকৃতপক্ষে তারা অনেকগুলো গাড়ীর বহর নিয়ে ফিরছিল। বহরের যে গাড়িটিকে চাপা দিয়েছে ট্রাক সে গাড়ীটিতে সার্জিস হাসনাস ছিলনা।
তবে ঘটনা এখানেই শেষ নয়। যে গাড়িটিকে চাপা দেয়া হয়েছে সেই গাড়িতে করেই সার্জিস হাসনাত ঢাকা থেকে গিয়েছিলো চিটাগং। ফেরার পথে তারা আর সেই আগের গাড়িতে উঠেনি। অন্য এক গাড়িতে করেই তারা সেই বহরের পেছনের দিকে ছিল।
No comments:
Post a Comment