এই ৫ চাকরির যেকোন ১ টি এপ্লাই করে রাখলেই নিশ্চিত জয়েনিং ঈদের পরে পরেই

লোড হচ্ছে...

শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য ১৩০০ পার্ট টাইম পদের সূচনা হচ্ছে মেট্রোরেলে ৬ ঘন্টা ৩ দিন মান্থলি কমবেশি ১৮০০০

ইতিমধ্যেই সরকার ৩০০ জন শিক্ষার্থীকে ট্রাফিকে কাজ দিয়েছে যেখানে প্রত্যেকের ডেইলি ৪ ঘন্টা কাজ করতে হয়। ট্রাফিক শিক্ষার্থীরা এই ৪ ঘন্টা কাজের জন্য সম্মানী পায় ডেইলি ৫০০ টাকা করে। 



রকারে ২য় প্রতিশ্রুতি ছিল পুলিশে শিক্ষার্থীদের পার্ট টাইম চাকরি দিবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দারপ্রান্তে সরকার। শীগ্রয় পুলিশের পার্ট টাইম শিক্ষার্থী নিয়োগের ঘোষনা আসবে এবং নিয়োগ হয়েও যাবে। 

ঠিক একইভাবে ট্রাফিক ও পুলিশে শিক্ষার্থীদের চাকরি দেয়ার বিষয়টি ব্যাপকভাবে সর্বমহলে সমাদৃত হবার কারনে ৩য় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আর এই ৩য় সিদ্ধান্তটি হচ্ছে, এবার শিক্ষার্থীদেরকে মেট্রোরেলে পার্ট টাইম কাজের ব্যাবস্থা করা হবে। সেক্ষেত্রে সময় থাকবে পার্ট টাইম বেসিসে যাতে শিক্ষার্থীদের পড়াশুনার কোন ক্ষতি না হয়। খুব শিঘ্রয় এ বিষয় নীতিগত সিদ্ধান্ত জানতে পারবে সকলেই। 

Comments

Auto