ফুড প্রসেসিং কাজের জন্য কর্মী নিচ্ছে লিথুনিয়া। ফুল টাইম কাজের জন্য এই নিয়োগ দিচ্ছে দেশটি। কাজ কি? - মুলত খাদ্য প্রস্তুতের কাজ করতে হবে। এছাড়া খাদ্য প্যাকেজিং এবং প্রোসেসিং এর কাজও করতে দিতে পারে। এসব কাজের পুর্ব অভিজ্ঞতা থাকলে খুব সহজে ভিসা পাবেন আর না থাকলে একটু কঠিন হবে। মান্থলি ৮০০ থেকে ১২০০ পাউন্ড পাবেন সেলারি হিসেবে। এপ্লিকেশন অনলাইনে নিজেই করতে পারবেন cv.it লিংকে ঢুকেই।
এছারা এখানে ক্লিক করে আরো ইজিলি ভিসা নিয়ে নিতে পারবেন
No comments:
Post a Comment