Thursday, November 21, 2024

পিএ বা পার্সোনাল এসিস্টেন্ট নিচ্ছে ব্র্যাক

 

 
 Career Opportunity 

ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উনয়ন সংস্থা, যা ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠালাভ করে । দারিদ্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের ১০ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নয়নে সহায়তার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই দারিদ্র্য বিমোচনে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি দেশজুড়ে ২,৮০০ শাখার মাধ্যমে প্রায় ১ কোটি গ্রাহককে আর্থিক সেবা প্রদান করছে, যার মধ্যে ৮৯% নারী গ্রাহক ।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি পরিবারের সদস্য হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নের একজন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহবান করা হচ্ছে।

 Position 

পিএ-মাইক্রোফাইন্যান্স, দাবি (চুক্তভিত্তিকি কর্মী)

প্রধানদায়িত্বসমুহ:

  • জরিপ করা এবং সম্ভাব্য খানা চিহ্নিত করা।
  • জরিপ এর মাধ্যমে সম্ভাব্য সদস্য নির্বাচন করে ভিও গঠন করা।
  • প্রতিদিন সিডিউল অনুযায়ী সঞ্চয় ও কিস্তি আদায় নিশ্চিত করা।
  • সদস্যদের প্রতিষ্ঠানের নিয়ম-কানুন সর্ম্পকে সুস্পষ্ঠভাবে অবগত করা।
  • সদস্যদের লেনদেন এর তথ্য যথাযথভাবে পাশ বই এ নথিভুক্ত করা।
  • ভিওতে গিয়ে ভিও কমিটি ও সদস্যদের সম্মতিত্রুমে ঋণ স্কীম প্রস্তুত করা।
  • রিপিট ঋণের ক্ষেএে পুর্ববর্তী ঋণের লেনদেন যাচাই এবং ঋণীর বর্তমান সক্ষমতা যাচাইসাপেক্ষে ঋণের সিলিং প্রস্তাব করা।
  • শিডিউল মিস কিস্তি আদায়ের বিষয়ে সুষ্ঠু পরিকল্পনা করে বিকালে বকেয়া টাকা আদায় নিশ্চিত করা।
  • প্রতিষ্ঠানের সকল পরিপত্র ও নীতিমালার প্রতি অনুগত থেকে সকল কাজ সম্পন্ন করা।
  • অফিস সময় পরিপুর্নভাবে মেনে চলা এবং অফিসের কর্ম পরিবেশ সুন্দর রাখার ক্ষেএে সহযোগিতামূলক আচরণ করা।
  • প্রতিটি মিটিং এ স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহন করা ও সকল রিপোর্ট আপডেট রাখা।
  • টিম ভিত্তিক কাজে অংশগ্রহন করা ও অবদান রাখা।
  • সকল প্রকার গ্রাহকসেবা নিশ্চিত করা।
  • সকল কাজের ক্ষেত্রে সুরক্ষা নীতিমালা ফলো করা এবং সহকর্মীদের এ সংক্রান্ত বিষয়ে সহযোগীতা করা।
  • অফিসের প্রয়েজনীয় গোপনীয়তা রক্ষা করা।
 Requirements 

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক/ স্নাতকোওর পাশ।

 Salary and benefits 

সুবিধাসমূহ: উৎসব ভাতা, স্বাস্থ্য এবং জীবনবীমা ও অন্যান্য।

কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়

 APPLY NOW 

আবেদনের শেষ তারিখ: ২৭ নভম্বের ২০২৪

Application Process: If you'r

ব্র্যাক বিশ্বাস করে, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, সহযোগী সংস্থাসমূহ, কর্মসূচির অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোনো ধরণের ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি ও শোষণ বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে প্রত্যেকেরই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। ব্র্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত ও আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে। সম-সুযোগ প্রদানকারী নিয়োগ প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক নারী, লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে আবেদনকে উৎসাহ প্রদান করে এবং স্বাগত জানায়। ব্র্যাক এমন একটি সংস্কৃতির চর্চা করে, যেখানে প্রতিটি মানুষই তার নিজস্ব সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে।

ব্র্যাকে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে, যার মধ্যে পুলিশ ভেরিফিকেশনও অন্তর্ভুক্ত থাকতে পারে।

Join the world’s biggest family 

No comments:

Post a Comment

Job1: ট্রেইনি পদেই ১৭০০০ বেতনে চাকরি দিচ্ছে আকিজ ট্রেনিং শেষে ১৮০০০ হবে সাথে বাড়ি ভাড়া ঈদ ও চিকিৎসা ভাতা 

Job2: শিক্ষার্থীদেরকে ৫৩০০০ বেতনে ট্রেইনি অফিসার ও ২৩০০০ এ ট্রেইনি ম্যানেজার পদে কাজ দিচ্ছে গ্রামীন ব্যাংক

Job3: শিক্ষার্থীদের লোন রিকভারি অফিসার পদে শিক্ষার্থীদের চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক

Job4: সরকারি প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ - ২০২৫

 

Discover your next career move with ltlyrics. Our platform offers a wide range of job listings from top companies, catering to various industries and skill levels. Receive personalized job alerts, build your professional resume effortlessly, and gain insights through company reviews. Access valuable career advice and resources to navigate the job market with confidence. Start your job search today and join our thriving community of successful job seekers. Your dream job is just a click away.