যমুনা ফিউচার পার্কে ৭ টি দোকানে বিশেষভাবে সিভি নিয়ে গিয়েই আপনি জয়েনিং এর প্রকৃয়া শুরু করতে পারেন। আপনার কি অনার্স করা আছে অথবা অনার্সের ফোর্থ ইয়ারে পড়ছেন, তাহলে এই প্রকৃয়ার মাধ্যেমে ইজিলি ৭ থেকে ২১ দিনের মধ্যেই জয়েনিং নিয়ে কাজ শুরু করে দিতে পারেন।
তবে যেহেতু এটা দোকানের কাজ এবং সেলসম্যান অথবা সেলসগার্ল হিসেবে কাজ করতে হবে, সেহেতু এই কাজের প্রাথমিক বেতন আপনাকে সন্তুষ্ট করতে পারবে কিনা সন্দেহ আছে।
বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া, দোকানের সেলসে কাজের জন্য 😱 সেলারি দেয়া হয়না।
তবুও যদি করতেই চান তাহলে গিয়ে সিভি জমা দিয়ে আসতে পারেন।
জয়েনিং প্রকৃয়ার শুরু বলতে আপনি ওখানে গিয়ে সিভিটা জমা দিয়ে আসতে পারবেন এবং তারা আপনাকে ডেকে নিয়ে ইন্টার্ভিউয়ের ব্যাবস্থা করবেন।
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, অনার্স ফোর্থ ইয়ারের সকলেই এই চাকরি পেয়ে যায় ২১ দিনের মধ্যেই। তবে কারো ক্ষেত্রে ১ থেকে ৩ মাস লাগতে পারে। কারন পুরাতন অনেকেই ষ্টুডেন্ট হিসেবে জয়েনিং নিয়ে কিছুদিন কাজের পর কাজ ছেড়ে দিয়ে চলে যায় এবং সেই শুন্য পদেই আপনাকে ডেকে নিয়ে জয়েনিং দেয়া হয়ে থাকে।
এখানে ক্লিক করেও ঘরে বসে এপ্লাই করতে পারেন
এই ৭ দোকানের মধ্যে অন্যতম,
আড়ং,
সুপার্ব,
এস্কর্বিক,
না রিভা পার্ফিউম,
ষ্টোন এন্ড সিলভার
এবং পাকিস্তানী কিছু দোকান আছে সেগুলো। এছারা লারিভ, একস্টসিতেই মাঝে মাঝ কর্মি নিয়ে থাকে।
খোজ নিয়ে দেখতে পারেন। আপনার উপকার হবে। এইসব চাকরি নরমালি হয়ে যায়। আপনারও হবেই নিশ্চিত।
No comments:
Post a Comment