পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট হবে তবে অন্যান্য সকল সিষ্টেম আগের মতই থাকবে।
যেমন,
১/ আবেদন জমা দেয়া,
২/টাকা জমা দেয়া এবং
৩/ ছবি তোলা ও
৪/ ফিংগার দেয়ার জন্য অফিসে যাওয়া।
আর পুলিশ ভেরিফিকেশনটা বাতিল হলেও, থাকতে পারে অনলাইনে ভেরিফিকেশন সিষ্টেম যেটা বর্তমানে ভিসা ভেরিকেশনের ক্ষেত্রে থাকে।
অনলাইনে আপনাকে একটা ফর্ম ফিলাপ করে আবেদন জমা দিতে হতে পারে নিকটের পুলিশ ষ্টেশনে এবং সেখান থেকে কিছুক্ষনের মধ্যেই অটোমেটিক অথবা সংশ্লিষ্ট থানার ওসির মাধ্যেমে ভেরিফিকেশন সম্পন্য করার জন্য। এই প্রকৃয়ার আপনার নিকটের ওসি আপনাকে কল করে কথা বলে ২/১ টা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে।
তবে পুরো প্রকৃয়া কিভাবে সম্পন্য হবে তা এখনো বিবেচনাধীন রয়েছে।
চাকরিঃ
পাসপোর্ট অফিসের সার্কুলারে এবার তেমন কোন পরিবর্তন থাকছে না। তবে, পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন থাকতে পারে।পদের কথা বলতে গেলে, প্রচুর এইস এস সি পাস পদের সমারোহ থাকবে।
শুধু তাই নয়, অনার্স পাসেই আবেদন জমা দেয়া যাবে এমন পদেও পরিপুর্ন থাকবে এই সার্কুলার।
No comments:
Post a Comment