পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)
নিয়োগ বিজ্ঞপ্তি
স্বারক নং: এফডিএ/নি:প:/অ: কার্য/১৯/২৪
তারিখ: ২৩/১০/২৪ইং
পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ) একটি সু-প্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থাসমুহ রেজিষ্ট্রেশন ও নিয়ন্ত্রন অধ্যাদেশ (১৯৬১ সালের ৪৬ নং অধ্যাদেশ) হতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান, যার নিবন্ধন নং - ভোলা ৩৭/৯১ তারিখ ১৭/০৭/১৯৯১ এবং সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) হতেও সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। যার সনদ নং ০০৪৭৪-০০২৪৩-০০১৭৮। পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিবার উন্নয়ন সংস্থার কর্ম-এলাকা ভোলা জেলার চরফ্যাসন, লালমোহন, বোরহানউদ্দিন উপজেলায় "Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) Project Adoption of resource efficient and cleaner production practices (RECP) at coastal dairy microenterprises in Bhola শীর্ষক উপ-প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রার্থীদেরকে ঐ অঞ্চলের শাখা পর্যায়ে অবস্থান করে কার্যক্রম পরিচালনা করার মানসিকতা থাকতে হবে।
ক্র: নং
পদের নাম ও সংখ্যা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
বেতন ও অন্যান্য সুবিধাদি
১
এমআইএস এবং ডকুমেন্টেশন অফিসার পদ সংখ্যা-০১
UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/পরিসংখ্যানে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে মনিটরিং এন্ড ইভালুয়েশন/এমআইএস এবং ডকুমেন্টেশন কাজের উপরে বাংলাদেশের যেকোন উন্নয়ন সংস্থায় কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
উদ্যোক্তা উন্নয়ন সংক্রান্ত প্রকল্প এবং সমজাতীয় ডোনার ফান্ডে কাজ করা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
অনলাইন বেইজড MIS, MS Office Packeges, Open Data Kits/Kobo Toolbox, SPSS / STATA সম্যক জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অধিক অগ্রাধিকার প্রদান করা হবে।
মাসিক সর্বসাকূল্যে বেতন BDT ৫০,০০০/-টাকা।
প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাসমূহ। (যেমন-উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, মোবাইল ভাতা, ইত্যাদি)
প্রাপ্য সুবিধা থেকে সরকারী নিয়ম অনুযায়ী উৎসে কর কর্তন করা হবে।
শর্তাবলী:
আগ্রাহী প্রার্থীদের সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এর সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন ০২ জন অনাত্নীয় ব্যক্তির নাম উল্লেখপূর্বক আবেদন পত্রসহ জীবন বৃত্তান্ত আগামী ২৯/১০/২৪ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ),এফডিএ ভবন,আদর্শ পাড়া,ওয়ার্ড নং ০৬, চরফ্যাশন পৌরসভা, চরফ্যাশন, ভোলা এই ঠিকানায় সরাসরি/ডাকযোগে অথবা smart.fda.bhola@gmail.com এ পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
কেবল মাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনের জন্য সুযোগ দেয়া হবে। এর জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
প্রার্থীকে ড্রাইভিং লাইসেন্স সহ ৫ বছরের মটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
কর্তৃপক্ষ যে কোন সময় নিয়োগ বিজ্ঞপ্তি ও দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষন করেন।
No comments:
Post a Comment