জি হ্য, ২৭ টি দেশের ভিসা একসাথে পাবার অনন্য এক উপায় হচ্ছে শেনজেন ভিসা।
শেনজেন ভিসা হচ্ছে এমন এক ভিসা যে ভিসা আপনি যদি পান তাহলে ২৭ টি দেশে আর কোন ভিসা ছাড়াই ফ্রিলি যাতায়াত করার সুযোগ পাবেন।
তবে শেনজেন ভিসা মানে শেনজেন নামের কোন দেশ না। এই ২৭ টি দেশকে একসাথে শেনজেন কান্ট্রি বলা হয়।
শেনজেনের ভিসা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে শেনজেন ভুক্ত যেকোন ১ টি কান্ট্রিতে এপ্লাই করতে হবে।
যেকোন একটি কান্ট্রিতে আপনি যদি ভিসা পেয়ে যান তাহলে আপনি ২৭ টি দেশে বিনা বাধায় চলাফেরা করতে পারবেন।
এখন কথা হচ্ছে, শেনজেন ভিসা সহজে পাবার উপায় কি?
অনেকেই ভিসা এপ্লিকেশন করার সময় কোন দেশে এপ্লাই করবেন সেটা সিলেক্ট করতে ভুল করেন।
শেনজেনের ২৭ টি দেশের মধ্যে ৩ টি দেশ আছে যেই ৩ দেশে এপ্লাই করলে আপনি বলতে গেলে প্রায় নিশ্চিতভাবেই ভিসা পেয়ে যাবেন।
তবে এপ্লিকেশন সাবমিট করার ক্ষেত্রেও কিছু প্রোপার গাইডলাইন আছে।
শেনজেনের কোন ৩ দেশে এপ্লাই করলেই ভিসা পেয়ে যাবেন এবং কিভাবে করলে ১৫ দিনের বেশি সময় লাগেনা সে কিছু জানতে পারবেন >> এই লিংকে ক্লিক করেই
No comments:
Post a Comment