কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পুর্ন ভিন্ন।
ছোট্ট একটা ঝামেলা আছে কিন্তু তেমন কিছু না, সেই ঝামেলার কথা পরে বলতেছি।
চলেন আগে জেনে নেয়া যাক, আয়ারল্যান্ডে কিভাবে যাবেন এবং সেখানে ব্যাসিক্যালি কারা যেতে পারবেন এবং কি ধরবেন কাজ করে জীবন ধারন করা যাবে।
সাথে সাথে এটাও জেনে নেবো যে, কত টাকা আয় করতে পারবেন বছরে এবং তার থেকে কত টাকা খরচ করতে হবে নিজের জন্য এবং কত টাকা দেশে পাঠাতে পারবেন ফ্যামিলির জন্য।
কারা কারা যেতে পারবেন?
মনে রাখবেন, আপাতত ৩ ক্যাটাগরিতে কাজ নিয়ে আয়ারল্যন্ডে যেতে পারবেন।
১ম ক্যাটাগরি হচ্ছে , শিক্ষার্থীদের জন্য। অর্থ্যাত পড়াশোনার জন্য গিয়ে থাকবেন এবং ইনকাম করবেন।
শিক্ষার্থী ক্যাটাগরিতে কোন স্কিল বা এক্সপেরিয়েন্সের দরকার নেই
২য় ক্যাটাগরি হল, দক্ষ কর্মী যাদের কাজের স্কিল আছে এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন।
৩ নং যে ক্যাটাগরি সেটা হবে প্রবাসী ক্যাটাগরি। এক্ষেত্রেও স্কিল এন্ড এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং ইংরেজি জানা লাগবে অবশ্যই
বেতন কত?
বেতন আয়াল্যন্ডে বছরে হিসেব করা হয়ে থাকে। এই হিসেবে বছরে যেকেউ ৩৫ লাখ থেকে ৪৫ লাখ পর্যন্ত আয় কররে পারবেন।
কিভাবে আয়ারল্যন্ড যাবেন এবং কোন চ্যানেলের মাধ্যমে গেলে অল্প কিছুদিনের মধ্যেই চোখের নিমিষেই আয়ারল্যান্ডে চলে যেতে পারবেন এবং এপ্লিকেশন কিভাবে নিজে নিজে করবেন তা জানতে >> এখানে ক্লিক করুন
No comments:
Post a Comment