জার্মাণী যাবার ২য় উপায়টি কি?
কিভাবে পুর্ন হতে পারে জার্মানীতে যাবার এই স্বপ্ন?
জার্মানী সরকারি নতুন একটি ভিসা চালু করেছে। এই ভিসার নাম, অপুর্চুনিটি কার্ড।
এই অপুচুনিটি কার্ড কোন আলাদা কার্ড না। এটি হচ্ছে একটি জার্মানীর ভিসা।
এই ভিসার মাধ্যেমে যেকেউ জার্মানীতে ১ বছরের জন্য চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে চাকরি খুজে নিতে পারবেন। চাকরি ১ বছরের মধ্যে খুজে পাওয়ার পরেই ধীরে ধীরে আপনাকে জার্মানীর পি আর বা পার্মানেন্ট রেসিডেন্ট দিয়ে দেয়া হবে।
কিভাবে কোন কোন প্রোপার চ্যেনেলের মাধ্যেমে এই অপচুনটি কার্ড ভিসা পেতে পারেন তা জানতে >> এখানে ক্লিক করুন
Comments
Post a Comment