মেট্রোরেল টিকেট মেশিন অপারেটর
মেট্রোরেল থেকে সম্প্রতি একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মেট্রোরেলের টিকেট মেশিন অপারেটর পদের শুন্যতা পুরনের লক্ষ্যেই এই বিজ্ঞপ্তি ছেড়েছে ঢাকা মাস ট্রাঞ্জিট কোম্পানি যাকে সংক্ষেপে DMTCL নামেই সবার কাছে বহুল পরিচিত।
মুলত মেট্রোরেলের স্বত্বাধিকারি প্রতিষ্ঠান হচ্ছে এই DMTCL এবং শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এই DMTCL কোম্পানি।
এই প্রতিষ্ঠান অর্থাৎ যেখান থেকে এই সার্কুলারটি পাবলিশ করা হয়েছে সেই অফিসের ঠিকানা সার্কুলারে উল্লেখিত তথ্য অনুসারে প্রবাসি কল্যান ভবনের ১৪ নম্বর লেভেলে। এই ভবনের অবস্থান এলিফেন্ট রোডের ৭১-৭২ নম্বরে যেটা ইস্কাটন গার্ডেন, ঢাকা - ১০০০ নামে সুপরিচিত।
DMTC এর ওয়েব এড্রেস dmtcl.gov.bd তে ভিজিট করেও আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কিত খুটিনাটি সকল তথ্য উপলব্ধ করতে পারবেন।
প্রসংগ উল্লেখ্যা যে, DMTCL গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অন্তর্ভুক্ত।
এবার চলুন দেখে নেয়া যাক, টিকেট মেশিন অপারেটর পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটি। সাথেই থাকুন।
১) টিকেট মেশিন অপারেটর মুলত কী?
এই প্রশ্নটা অনেকেরই মনের প্রশ্ন। কারন চাকরি করার আগে সবার প্রথমে মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে একটা কথা যে, যে চাকরির জন্য এপ্লিকেশন সাবমিট করতে যাচ্ছি, সেই চাকরি যদি আল্লাহর রহমতে হয়েই যায় তাহলে আমাকে কি কাজ করতে হবে। আবার এমনও হয় যে, অনেকেই জিজ্ঞেস করতেই থাকে যে, যে চাকরির জন্য এপ্লিকেশন জমা দিলি, সেই চাকরির কাজটা কি?
যাইহোক, এইসব প্রশ্ন নিজের মনের থেকে সৃষ্ট হোক আর অন্যের প্রশ্নের থেকে যেভাবেই আসুক না কেন, চলুন এর উত্তর খুজে বের করা চেষ্টা করে দেখি।
আপনারা যারা, মেট্রোরেলে অলরেডি চড়েছেন তাদের কাছে ব্যাপারটা পানির মত সহজ। অনেকেই অলরেডি বুঝেই ফেলেছেন, কাজটা কি ধরনের হতে যাচ্ছে।
কারন, মেট্রোরেল ষ্টেশনে ঢোকার পর প্রথম যে কাজটি আমাদের করতে হয়, সেটি হচ্ছে, টিকেট কাটতে হয়। এই টিকেট কাটার জন্য ২ ধরনের পদ্ধতি রয়েছে।
প্রথমত, আপনি সেখানে থাকা অফিসে লাইন ধরে ম্যানুয়ালি হাতে টাকা দিয়ে অফিস থেকে টিকেট কাটতে পারেন। আর
দ্বিতীয়ত, আপনি দেখে থাকবেন, সেখানে টিকেট কাটার জন্য মেশিন রয়েছে, সেই মেশিন থেকে নিজে নিজেই টিকেট কেটে নিতে পারেন।
তবে, মেশিনের মাধ্যেমে নিজে নিজে টিকেট কাটা কিছুটা ঝামেলা এবং অনেকেই বুঝতেই পারেননা কিভাবে কি করতে হবে। যেহেতু সেখানে কোন হেল্পার থাকেনা সেহেতু, যা করার নিজ দায়িত্বেই করতে হয়।
ফলে দেখা যায়, অনেকেই টিকেট মেশিন থেকে টিকেট কাটকে গিয়ে অনেক সময় নিয়ে ফেলেন, ফলে পেছনে লম্বা লাইন হয়ে যায়। অথবা, অনেকেই মেশিনে টিকেট কাটার ভয়ে, মেশিন থেকে টিকেট না কেটে, ম্যানুয়ালি ক্যাশ টাকা দিয়ে টিকেট কেটে থাকেন।
এজন্যই,
যারা টিকেট মেশিন ব্যাবহার করে টিকেট কাটতে পারেন না, তাদের কে হেল্প করার জন্য মেট্রোরেল কর্ত্রিপক্ষ কিছু টিকেট মেশিন অপারেটর নিয়োগ দিচ্ছে, যারা এইসব মানুষদের হেল্প করবেন, যারা মেশিনের মাধ্যেমে টিকেট কাটতে ভয় পায় অথবা, টিকেট কাটতে গিয়ে কোন ঝামেলার মধ্যে পড়ে যান।
তাই, যাত্রীদের সর্বাত্মক সহযোগিতার জন্য এই টিকেট মেশিন অপারেটর নিয়োগ দেয়া হচ্ছে, যাদের কাজ হচ্ছে, মেশিনের সাহায্যে যারা মেট্রোরেলের টিকেট কাটবেন, তাদেরকে সহযোগিতা করা।
No comments:
Post a Comment