ভুমি (Land) অফিসের লাইব্রেরিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (১২৫০০ - ৩০২৩০)
সহকারি লাইব্রেরিয়ান পদে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভুমি মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীণে এবং ভুমি মন্ত্রনালয়ের আওতায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি মুলত ভুমি প্রশাসন প্রশিক্ষন কেন্দ্র থেকে এসেছে। বিজ্ঞপ্তি মোতাবেক তথ্য অনুসারে, বিজ্ঞপ্তির উতপত্তিস্থল, ঢাকার কাটাবন, নীলক্ষেত এরিয়াতে ঢাকা - ১২০৫ এর অন্তর্ভুক্ত অঞ্চলে। বিজ্ঞপ্তি থেকে আরো জানতে পেরেছে যে, এদের ওয়েব এড্রেস LATC.GOV.BD - যা বিজ্ঞপ্তির একদম শুরুতে সবার উপরের সারিতে উল্লেখিত আছে।
পরবর্তী অংশে আমরা দেখার চেষ্টা করবো যে, কোন পদের জন্য এই সার্কুলার এসেছে এবং এই পদের সার্কুলার অনুসারে এপ্লিকেশন জমা দেবার জন্য কি কি উপকরনের দরকার পড়বে এবং এপ্লিকেশন জমা দেবার কৌশল এবং অন্যান্য যাবতীয় গুরুত্বপুর্ন তথ্য যা এপ্লিকেশন জমা দেবার জন্য দরকারি, এসব বিষয়াধি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া দেয়ার সর্বাত্বক চেষ্টা করা হবে। সাথেই থাকবেন।
Comments
Post a Comment