বিঃদ্রঃ
সরকারি এই সার্কুলারটি এসেছে BPSC বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে থানা শিক্ষা অফিসার বা ATEO নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন জমাদানের সময় ২২ আগষ্ট পর্যন্ত বৃদ্ধির প্রসংগে
পদের নাম কি?
সহকারি উপজেলা বা থানা শিক্ষা অফিসার (ATEO)
কোন মিনিষ্ট্রির চাকরির সার্কুলার এটি?
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই সার্কুলার প্রকাশিত হয়েছে।
বেতন স্কেল কত?
সরকারি জাতীয় বেতন স্কেল ২০১৫ এর সাপেক্ষ্যে বেতন ১৬০০০ - ৩৮৬৮০ এবং সরকারি অন্যান্য ভাতা ও সকল সুবিধা যা আছে সব।
শিক্ষাগত যোগ্যতা কি?
অনার্স পাস ২য় শ্রেণী এবং মাস্টার্স ২য় শ্রেণী।
কারা এপ্লাই করতে পারবেন?
এই চাকরিতে সবাই এপ্লাই করতে পারবেন না। শুধুমাত্র যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোন শিক্ষক পদে বর্তমানে বহাল আছে তারাই কেবন এই পদের জন্য এপ্লিকেশন জমা দেবার জন্য প্রযোজ্য।
আবেদন জমা দেবার নিয়ম কি?
আবেদন করতে হবে অনলাইনে। ২২ আগষ্ট ২০২৪ পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন নিচের লিংকে ক্লিক করেই
No comments:
Post a Comment